অনেকে ফরেক্স ব্যবসা করার জন্য টাকা পায় না আবার অনেকে টাকা নাইও । আমি বলেতে পারি যে যাদের টাকা নাই তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে সেটাকা ফরেক্সে বিনিয়োগ করে অনেক টাকা আয় করতে পারবে । তবে ব্যাংক ঋণ নিলে অনেক এনালাইসিস জেনেই ট্রেড করতে হবে । ব্যাংক ঝৃন নিয়ে ফরেক্স করা খুবই ঝুকিপূর্ন। ফরেক্সে লস একটি সাধারন ঘটনা। ঝৃনে ফরেক্স করতে গিয়ে ঝৃনের কারনে ট্রেডারের মনে চিন্তা থাকার কারনে আরও বেশি লস হবার সম্ভাবনা থাকবে।