আমার মনে হয় অল্প বিনিয়োগে অধিক আয়ের জন্য ফরেক্স হচ্ছে অন্যতম ব্যবসা। এখানে অল্প পুঁজি দিয়ে অনেক ভালো পরিমাণ মুনাফা আয় করা সম্ভব। শেয়ার মার্কেট থেকেও এখানে অনেক বাড়তি সুবিধা আছে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যায় তখন খুবই কষ্ট লাগে । আমার ট্রেড গুলোযেদিকে করে তার বিপরীত দিকে যায় এটা হয় এ্যানালাইসিস না করার কারণে ।