-
ভাই আপনার ব্যালেন্স যদি বেশি থাকে তাহলে এটা করতে পারেন। এছাড়া লর্ট সাইজ/ ভলিওম বাড়িয়ে ট্রেড করা উচিত হবে না। কারন আপনার একটা ট্রেডে কতটুকু মার্জিন যাচ্ছে এবং আর কতটুকু ফ্রি-মার্জিন থাকছে, এখানে আপনাকে সেটাও দেখতে হবে। তাই এসব চিন্তা-ভাবনা ছাড়া যদি ভলিওম বাড়িয়ে ট্রেড করেন, মুহূত্বেই আপনার ব্যালেন্স কখন খালি হবে বুঝতেও পারবেন না।
-
লট বাড়িয়ে দিয়ে ট্রেড করলে আপনার ব্যালেন্স জীরো হবে,আপনি যদি ম্যানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে বড় বড় লট এ ট্রেড করেন তাহলে আপনার লাভ হতে লোকসান বেশিই হবে,ফরেক্স ট্রেড এ টিকে থাকতে হলে আপনাকে ছোট ছোট লট এ ট্রেড করতে হবে,অন্যথায় টিকে থাকতে পারবেন না। আসলে হুট হাট করে আপনার লট বাড়িয়ে দেয়া ঠিক হবে না। লট সাইজ কত হওয়া উচিৎ তা কিন্তু একান্ত নির্ভর করে আপনার একাউন্ট ক্যাপিটালের ওপরে। অর্থাৎ আপনার ক্যাপিটাল যদি অনেক বেশি হয় তাহলে আপনি মানি ম্যানেজমেন্টের সাথেই খুব ভাল ভাবে লট সাইজ বাড়িয়ে ট্রেড দিতে পারেন। এতে আপনার প্রফিট বেশি হওয়া অার লস বেমী হওয়ার প্রবনতা আরো বেড়ে যাবে।
-
Cool লট বাড়িয়ে দিলে কি হবে আমার?
,,,,,,,,,আসলে আপনি কতটা আন্তরিক অথবা না তা বুঝা যায় আপনার এন্ট্রি নেওয়া দেখে। যদি কেউ হুতাশে বাই সেল করতে থাকে তবে বুঝা যায় সে কতটা আন্তরিক কারণ যদি কেউ অযথা বাই সেল খেলতে থাকে তবে বুঝা যায় সে পয়সায় টস দিয়ে ট্রেড করছে মানে কোন এনালাইসিস ছাড়া । ফলাফল এক সপ্তাহে একাউন্ট জিরো করে তার পরে দোষ দেওয়া যে ফরেক্স হলে স্বপ্ন বাজি বা ভাওতা বাজি। মার্কেট সেন্টিমেন্টকে সম্মান না দিলে সে খুবই কঠোর আচরণ করে থাকে। সবার কাছে অনুরোধ , বুঝে শুনে তার পরে ট্রেড করুন। ভাগ্য সব সময় সহায় নাও হতে পারে।।
-
আপনার ক্যাপিটাল যদি অনেক বেশি হয় তাহলে আপনি মানি ম্যানেজমেন্টের সাথেই খুব ভাল ভাবে লট সাইজ বাড়িয়ে ট্রেড দিতে পারেন।লট এর পরিমান কম রাখাই ভাল । একবার লস হলে আপনি যদি লট এর পরিমান বাড়িয়ে ট্রেডে আসেন আর আবাও যদি লস করেন তো আপনার লস এর পরিমান বাড়তে থাকবে।
-
ফরেক্স ব্যবসায় লাভ ক্ষতি উভয়ই আছে। ফরেক্স মার্কেটে যাদের মুলধন অনেক বেশি তারা বেশি লটে ট্রেড করতেই পারে। তবে তার জন্য যথেষ্ট ট্রেডিং অভিজ্ঞতা অবশ্যই দরকার। আর যাদের মুলধন কম তারা যদি অতিরিক্ত লাভের আশায় বেশি লটে ট্রেড করে তবে সেটা তাদের জন্য বোকামিই বলা চলে। কারন বেশি লট মানে বেশি লাভ বেশি লসেরও ব্যাপারটাও রয়েছে। তাই নিজেকে অভিজ্ঞ না করা পর্যন্ত এবং পর্যাপ্ত মুলধন না থাকলে বেশি লটে ট্রেড না করাটাই ভালো। তাই যতটা সম্ভব ঝুঁকি এড়িয়ে চলা।
-
আমরা এমন অনেকেই রয়েছি যারা ট্রেড করে লস করে লট বাড়িয়ে দিয়ে ট্রেড করে থাকি। এতে যেমন আবেগের বসবর্তী হয়ে ট্রেড করা যায়, তেমনি সঠিক ট্রেড নেওয়ার ক্ষেত্রেও বিপাকে পড়তে হয়। আমরা যখন বড় লটে ট্রেড করি তখন আমাদের একাউন্ট জিরো হয়ে যাবার সম্ভাবণা বেশি থাকে।
লোভে পড়ে ট্রেড করার কারণে মানি ম্যানেজম্যান্ট মেনে চলারও কষ্টকর হয়ে পড়ে। কম রিস্ক নিয়ে ছোট লটে বা মানি ম্যানেজম্যান্ট মেনে, স্টপ লস ও টেক প্রফিট সেট করে ট্রেড করতে হবে। তাহলেই আমাদের জন্য ভালো।
-
ফরেক্স এ অনেকেই দু একটা ট্রেডে লস করার পর লট বাড়িয়ে ট্রেড করে অর্থাৎ অতিরিক্ত রিস্ক নিয়ে ট্রেড করে যেটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না।লট বাড়িয়ে ট্রেড করা মানে ওভার মানি ম্যানেজমেন্ট এ ট্রেড করা এটা অনেক বেশি রিস্কি কারণ মার্কেট যদি আপনার উল্টা দিকে চলে তাহলে আপনার অনেক বেশি লস হবে এমনকি একাউন্ট জিরো হয়ে যেতে পারে।কিন্তু আমরা যারা সাধারন ট্রেড করি বা লং ট্রেড করি তাদের ব্যালেন্সের উপর সামঞ্জস্য রেখে বা মানি ম্যানেজমেন্ট রুলস ফলো করে ট্রেড করা উচিত।
-
লট বাড়িয়ে দিলে কি হবে আমার?
আমি একটা বা কয়েকটা ট্রেড লস করার পরে লট বাড়িয়ে দেই বা অতিরিক্ত রিস্কে ট্রেড করি অনেক সময় জিরোই করে ফেলি। যেটা বোকামি ছাড়া আর কিছুই না । কেননা লট ও মানি- ম্যানেজম্যান্ট ঠিক থাকলে মার্কেট আপনাকে দিতে বাধ্য, টুডে অর টুমোরো । যেমন শরীরে হাড্ডি থকালে মাংস একদিন হবেই। বিষয় গুলো এভাবে সিম্পিলি ভাবুন।তবে অভিঞ্জতা অর্জন করলে সফল হবে।
-
লট সাইজ সব সময় একরকম রাখা উচিত। আর লট তখনই বাড়ানো উচিত যখন একাউন্ট এর ব্যালেন্স বাড়তে বাড়তে থাকে। ফরেক্স এ নিয়ম শৃঙ্খলা না মেনে ট্রেড করলে ট্রেড করে প্রফিট্যবাল হওয়া যায় না। যখন বেশি ডিপোজিট থাকবে ব্যালেণ্স অনুযায়ী লট বা ভলিয়ম বাড়াতে হবে।
-
ফরেক্স আগে সুন্দর করে দক্ষতা অর্জন করতে হবে বলে আমি মনে করি, এজন্য আগে রিয়েল মানি দিয়ে বেশি লটের ট্রেডিং করা খুবিই রিক্স তাই আমাদের ডেমো ট্রেডিং করতে হবে বেশি বেশি করে তখন কিন্তু আমরা বেশি লটের ট্রেড করলে কি হবে আমাদের বুঝে আসবে এবং আমরা ডেমো থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, যে কেমনে আমরা বেশি লটের মাধ্যমে বেশি লসের হাত থেকে বাচতে পারবো ...