-
আমি আপনার এই দৃঢ় মনোভাবের প্রতি সেলুট জানাই কারন আমি মনে করি আপনি হেরে যাওয়াদের দলে নয়। আপনি যদি আপনার এই দৃঢ়তাকে নিজের মধ্যে লালন করে আপনার ট্রেডিং কেৌশলের পরিবর্তন করেন এবং একটি নিদিষ্ট পরিকল্পনাকে কেন্দ্র করে সামনের দিকে এগ্রিয়ে যান তা হলে আপনি আপনার অভিষ্ঠ লক্ষে অবশ্যই পেৌছাতে পারবেন যা অনেকের কাছে উদাহরন হয়ে থাকবে।
-
কোন কিছুর পিছনে আপনি যদি এক নাগাড়ে লেগে থাকেন, তাইলে অবশ্যই এক সময় আপনি সফল হবেন। আর ফরেক্স এ রিস্ক অনেক বেশি। এটা ঠিক। কিন্ত লস হবার পর আপনাকে ভেঙ্গে পরলে ছল্বে না ভাই।
হার থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আশা হারাবেন না ভাই। একদিন না একদিন আপনি সফল হবেনই। জাস্ট পেশেন্ট থাকুন ভাই।
-
আমাদের সবন সময় ফরেক্স শিকে তারপর এই বাসবা থেকে টাকা আয় করা সুরু করা উচিত। আমরা যদি মন্ দিএ এই বাবসা না করতে পারি তাহলে আমাদের কোন টাকা আয় হবে না। আমাদের জন্য এতি একটি খুব ভাল বাবসা। আমি এই বাবসা থেকে বর্তমানে অনেক টাকা আয় করতে পারি।
-
ন।ফরেক্স মার্কেটে সফলতা করতে গেলে দরকার ফরেক্স মারকেটে সফলতা সফলতা ছাড়া ফরেক্স টড়েডিং করে সফল হয়া জায় না তাই ফরেক্স মার্কেটে সফল হতে গেলে অবশ্যই প্রয়জন সফলতা আর সফলতা অর্জন করতে গেলে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে ।
-
ফরেক্স এ সফলতার জন্য দরকার ধৈর্য এবং মনোবল । কেউ সফল হতে না চাইলে এতবড় ঝুকিপূর্ন ব্যবসায় আসতে চায়। তাছড়া নো রিক্স নো গেইন বলে একটি কথা আছে। আমার মনে হয় সকলেই ফরেক্স মার্কেটে একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই তার পর পা রাখে।সফল হতে হলে অনেক পরিশ্রম করতে হবে। লস হলে নিজের প্রতি আত্নবিশ্বাস রাখতে হবে। তাহলে সফল হওয়া যাবে। নিজের মনোবলকে শক্ত রাখতে হবে। ফরেক্স মার্কেট এ কিছু নিয়ম আছে যা আপনি মেনে চললে আপনি সফল হতে পারবেন।
-
আমিও অনেক ট্রেডার এর সাথে একমত পেশ করসি কারন একজন মানুস লেখাপড়া করে হছে জীবন কে ভাল করে উপভোগ করার জন্ন্য শুদু বেচে থাকার জন্ন্য নয়।টিক তেমনি ফরেক্স শিখা হয় ভাল একটা আয় করার জন্ন্য যে আয় দিয়ে ভাল জীবন যাপন করা যায় যা জিবন কে সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করবে।
-
ফরেক্স মার্কেটে সফল হতে গেলে ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স সফলতা অরকার তাই ফরেক্স সম্পর্কে জেনে তারপর ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করে সফল হয়ার কথা চিন্তা করা জায় তাই দরকার ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করা ।
-
ফরেক্স সম্পর্কে ধারণা লাব করা এবং ফরেক্স মার্কেট নিয়ে ধীরে ধীরে এনালাইসিস করা কোনো কাজের পেসনে সময় দিতে যেয়ে বার বার হেরে যাবার পরেও আমাদের অত্তবিস্সাশি হয়ে সেই কাজের পেসনে লেগে থাকা উচিত ঠিক ততক্ষণ এ যতক্ষণ না ওই কাজের জন্য সফলতা না আসে ফরেক্স মার্কেট যেমন লাবজনক বেবসা ঠিক তেমনি অনেক বেশি ঝুকিপূর্ণ বেবসা।কিন্ত এটা করলে আপনি সফল হতে পারবেন না । আপনার ভুল গুলো খুজে বের করুন এবং ট্রেড এ সঠিক ট্রেড করুন তা হলে আপনি সফল হতে পারবেন ।
-
সফল হওয়ার একটি গোপন বেপার হল সফলতা আর সফলতা অর্জন করার জন্য ফরেক্স সম্পরকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হয় কারন অভিজ্ঞতা ছাড়া কোন ভাবে সম্ভব না কারন ফরেক্স করতে হলে অবশ্যই জানতে হবে যে ফরেক্স সম্পরকে ভাল করে না জেনে ফরেক্স করতে গেলে লস করতে হবে তাই ফরেক্স ভাল করে জেনে যদি ফরেক্স করা হয় তাহলে সফল্পতা আসবে ।
-
ফরেক্স ব্যবসায়ে আত্মবিশ্বাস অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তবে শুধু আত্মবিশ্বাস থাক্লেই আপনি জয়ী হতে পারবেন এমন্টা ভাবাও ঠিক নয়। ফরেক্সের জ্ঞান আর কঠিন অধ্যবসায় এর মাধ্যমেই একমাত্র লাভবান হওয়া সম্ভব। তবে আত্মবিশ্বাস ব্যতীত জ্ঞান আর অধ্যবসায় এর মাধ্যমে ট্রেডে সফলতা আশা করা যায় না। আত্মবিশ্বাস থাক্লে সব কিছু করাই সম্ভব।