-
ফরেক্স এ ট্রেড করতে হলে আপনাকে প্রথমে ডেমো ভাল করে প্রাকটিস করতে হবে। কারন ভাল ভাবে ফরেক্স সম্পর্কে ধারনা না থাকলে এবং অভিজ্ঞতা না থাকলে আপনি রিয়াল ট্রেডে কোন লাভ করতে পারবেন না। তাই ভাল ভাবে শিখে ফরেক্স এ রিয়াল ট্রেড করা উচিত এবং ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করা উচিত।
-
ট্রেড করতে হলে সর্ব প্রথমে যে বিষয়ের *উপর লক্ষ রাখতে হবে তা হল মানি ম্যানেজমেন্ট করতে জানতে হবে । জানতে হবে কিভাবে ট্রেড করতে হয় এবং ট্রেড করা পর যেন কোন ধরনের পুজি বা মুলধন নষ্ট না হয় । আমরা যদি ভালো করে দক্ষা অর্জন করতে পারি তাহলে সাফল্য অর্জন করা খুব সহজ । আমাদের আরো লক্ষ রাখতে হবে মার্কেটের কি অবস্থা সেদিকে খেয়াল রেখে ট্রেড করতে হবে । এই বিষয় গুলো যদি আমরা ভালো ভাবে আয়ক্ত করতে পারি তাহলে লস হবে না বরং লাভবান হতে পারবো।
-
ট্রেড করতে হলে প্রথমে ডিপোজিট এর উপর নজর রাখতে হবে ।তারপর কন ত্রাজিদিতে ট্রেড ধরবেন তা নির্ধারণ করতে হবে । তারপর কত লিভেরেজ এ ট্রেড ওপেন করবো টারপর সেতাকে স্টপ লস দেয়ার পর ইনভেস্ত অনজায়ি অন্ন ট্রেড ওপেন করি অবশ্যই আনাল্যসিস করে।
-
ট্রেড করতে হলে প্রথমে ডিপোজিট এর উপর নজর রাখতে হবে ।তারপর কন ত্রাজিদিতে ট্রেড ধরবেন তা নির্ধারণ করতে হবে । তারপর কত লিভেরেজ এ ট্রেড ওপেন করবো তারপর সেটাকে স্টপ লস দেয়ার পর ইনভেস্ত অনুজায়ি অন্ন ট্রেড ওপেন করি অবশ্যইঅ্যানালাইসিস করে।
-
ট্রেড করতে হলে আপনাকে কিছু দিকে খুবই লক্ষ রাখতে হবে। যেমনঃ মানি ম্যানেজমেন্ট এ ভুল করা যাবে না, নিউজের দিকে খেয়াল রাখতে হবে, মার্কেট এনালাইসিস করতে হবে, বেশি লোভ করা যাবে না ইত্যাদি। তাহলেই আপনি ট্রেড খুব ভাল ভাবে করতে পারবেন। ধন্যবাদ
-
ফরেক্স মার্কেটে প্রথম প্রবেসের পর কিছু নিয়ম কানন আছে সেগুলো করতে হবে যেমন একটা অ্যাকাউন্ট করতে হবে তারপর সেই এচ্চউন্টে ডিপোজিট করতে হবে তারপর কিছু নিয়ম কানন মেনে ট্রেড করতে হবে।নিজেকে কন্ট্রোল করতে হবে ইমসন ধুর করতে হবে এবং একটা পরিকল্পনা অনুযায়ী ট্রেড করতে হবে তাহলে সফল হতে পারবে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে প্রথমেই আমাদের নজর দেওয়া উচিত ফরেক্স শেখার উপর। কারণ ভালো করে ফরেক্স ট্রেডিং শেখার উপরেই নির্ভর করে আমরা কতখানি লাভ অর্জন করতে পারব! তারপরেই উচিত খুব ভালো একটি স্ট্রাটেজি নিয়ে আগানো, এবং তার পরেই আমাদের একাউন্ট এর ইকুইটি বা ডিপোজিট মনির উপরে মানি মেনেজমেন্ট করে ট্রেড করা এবং লোভ থেকে মুক্ত হয়ে ধীরে ধীরে মার্কেট বুঝে ট্রেন্ড কনফার্ম হয়ে ট্রেড এন্ট্রি নেওয়া । ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের যেটা সব চেয়ে বেশি খেয়াল রাখা উচিৎ বলে আমি মনে করি আমাদের ডিপজিট কত কত ডলার দিয়ে আমি আমার একাউন্ট করেছি মানিমেনেজমেন্ট মেনে ট্রেড ওপেন করতে হবে কত লট দিয়ে ট্রেড ওপেন করতে সেদিকে আমাদের বেশি খেয়াল রাখতে হবে।
-
আগে ফরেক্স ট্রেডিং এর বেসিক ভাল করে শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে ডেমোতে দেন রিয়েল একাউন্ট দিয়ে।
-
ফরেক্স করতে হলে প্রথমোক্ত যে বিষয়ের উপর নজর দিতে হবে তা হল আগে একটি ডেমো একাউন্ট ওপেন করা তার পরএকটি রিয়েল একাউন্ট ওপেন করা। তার পর পুজির বিষয়েহয়ে নজর দিতে হবে আপনি কত ডিপোজিট করবেন। বার বার ডেমো প্রাকটিস করতে হবে।এর পর রিয়েল ট্রেড করা উচিৎ।