-
ফরেক্স শুধু মাএ্র্র্র যুবকদের জন্য নয় .এটি এমন একটি অনলাইন মার্কেট প্লেস এখান থেকে আয় করা কঠিন কিছু না .ঘরে বসে যে কেউ আয় করতে পারবে .নারী.পুরুষ.বৃদ্ধ,ছাএ সবার জন্য এটা.এখানে মোটামুটি ধারনা থাকলে যে কেউ আয় করতে পারে .আপনাকে ভাল ভাবে জানলেই হবে .দিন দিন এটি আরো জনপ্রিয়তা পাচ্ছে .
-
অামি মনে করি ফরেক্স সসবার জন্য যে কেউ ফরেক্স করতে পারে কোনো বাধা নেই
-
ফরেক্স একটি সাধীন ব্যাবসা। এখানে যুবন,বয়স্ক সবাই ট্রেডিং করতে পারে। এতে কুন বাধা নেই। তবে ফরেক্স যেহেতু অনেক জটিল। এখানে মনযোগ সহকারে কাজ করতে হয়। বয়স্ক লোকদের মন এবং শরীর ঠিক থাকেনা। তাই এটা যুবকদের জন্য উত্তম। ধন্যবাদ
-
ফরেক্স শুধুমাত্র যুবকদের পেশা না বলে আমি মনে করি। এইখানে কোন ভেদাভেদ নাই। যারা ঠাণ্ডা মাথায় কাজ করতে পারবে তারাই এই ফরেক্স এ কাজ করার উপযুক্ত বলে গণ্য হবে।
-
আমি মনে করি সবাই এটা করতে পারে। তবে ইন্টারনেট এর এই যুগে যুবকরাই বেশি এই পেশায় মনোনিবেশ করছেন। কারন এই বিষয়ে তারা অনেক বেশি পারদর্শী। আধুনিক যুগে ইন্টারনেট বিষয়ে বেশি আগ্রহি তারা। তাই যুবকরা এই ফরেক্স এর দিকে বেশি ঝুকে পরছে।
-
ফরেক্স শুধু যুবকদের জন্যই না সব বয়সেই লোকেরাই করতে পারে তবে তাই জন্য অবশ্যয় ফরেক্স ট্রেডিংয়ের জ্ঞান থাকা দরকার তবে সব কিছুর পরেও ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্তে যুবকেরাই বেশি পরিমানে অংশ গ্রহন করছে বর্তমান। ধন্যবাদ।
-
যদিও ফরেক্স এমন একটা পেশা যেটা যুবক বৃদ্ধ সবাই ঘরে বসেই অনায়াসে করতে পারে।তবে এটা সত্য এখানে যুবকদের ভীড়ই বেশী।কারন বেশীরভাগ যুবকই বেকার থাকে বিদায় তারা যেকোন একটা ভালো ব্যাবসা কিংবা চাকরি খোঁজে।আর সেই প্রেক্ষিতেই মুলত বেশীরভাগ যুবকদের এখানে আসা।
-
বর্তমান প্রেক্ষাপটে বেশির ভাগ যুবকেরাই ফরেক্সের সাথে নিয়োজিত। কারন যুবক ছাড়া বাকিদের ফরেক্স সম্পর্কে ভালো একটা ধারণা নাই। তাই যুবকদের পাশাপাশি যে কোন বয়সের লোক যদি ফরেক্স ভালোভাবে বুঝে শুরু করতে পারে তাহলে আমাদের দেশে ফরেক্স ট্রেডারের সংখ্যা দিন দিন বেড়ে যাবে। সেই সাথে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা আয়ের পরিমান বেড়ে যাবে।
-
না ফরেক্স শুধু যুবকদের পেশা নয়,ফরেক্স যে কেয় করতে পারে,সে যুবকি হোক আর বৃদ্ধা হোক যে কোন বয়সের মানুষ ফরেক্স করতে পারে।
-
ফরেক্স ট্রেড করা কোন বয়সের মধ্যে সিমাবদ্ধ নয়। যে কেউ ফরেক্স ব্যবসা করতে পারে। তবে ফরেক্স ব্যবসা করতে হলে অনেক জ্ঞনা অর্জন, অনেক অদ্ধ্যাবসায় করা লাগে। ফরেক্স করতে হলে ফরেক্স মার্কেট কে আগে বুঝতে হবে যে ফরেক্স মার্কেট কিভাবে চলে। তাই যে ফরেক্স মার্কেট থেকে প্রফিট করার যোগ্যতা অর্জন করতে পারবে সেই ফরেক্স ট্রেড করতে পারে।