সাপোর্ট এবং রেজিসট্যান্স নির্ণয় করার জন্য আপনাকে হাইয়ার টাইমগুলো দেখতে হবে। যেমন প্রথমে মানথলি, উইকলি এবং ডেইলী চার্ট এ আপনাকে সুইং পয়েণ্ট নির্ধারন করে লাইন ড্র করতে হবে। তবে যত বড় টাইমফ্রেম ব্যবহার করা হবে তত বেশি শক্তিশালী হবে ট্রেড এনালাইসিস।
Printable View
সাপোর্ট এবং রেজিসট্যান্স নির্ণয় করার জন্য আপনাকে হাইয়ার টাইমগুলো দেখতে হবে। যেমন প্রথমে মানথলি, উইকলি এবং ডেইলী চার্ট এ আপনাকে সুইং পয়েণ্ট নির্ধারন করে লাইন ড্র করতে হবে। তবে যত বড় টাইমফ্রেম ব্যবহার করা হবে তত বেশি শক্তিশালী হবে ট্রেড এনালাইসিস।
সাপোর্ট এবং রেসিস্ট্যান্স প্রত্যক ট্রডার দের এ বিষয়ে অবগত হওয়া উচিত। কারন ফরেক্স এ এক্টি চিরন্তন সত্য যে জিনইস সেটা হছে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স। আপনি যদি ফরেক্স এ শুধু সাপোর্ট এবং রেসিস্ট্যান্স নির্নয় করে ট্রেড করেন তাহললে আপনি লস খুব করবেন। কারন ফরেক্স সাপোর্ট এবং রেসিস্ট্যান্স মেনে চলে।
সাপোর্ট রেসিসটেন্ট নির্নয় করার অনেক ধরনের পদ্ধতি আছে। এসব পদ্ধতি ব্যাবহার করে আমরা ফরেক্স ট্রেডিং এ বিভিন্ন সাপোর্ট এবং রেসিসটেন্ট নির্ণয় করতে পারি। আর ফরেক্সে চিরন্তন সত্য জিনিসি টা হচ্ছে সাপোর্ট এবং রেসিসটেন্ট। আপনি যদি ফরেক্সে এ শুধু সাপোর্ট এবং রেসিসটেন্ট নির্ণয় করে ট্রেড করেন তাহলে আপনি লস খুব কম করবেন। কারণ ফরেক্স সাপোর্ট ও রেসিসটেন্ট লেভেল মেনে চলে । ট্রেডিং লজিকে প্রত্যেকটি বেপারই লেভেলের উপর নির্ভর করে কাজ করে থাকে।
সাপোর্ট এবং রেসিস্ট্যান্স কিভাবে নির্নয়
অভিজ্ঞ ট্রেডারদের প্রতি অনুরোধ সাপোর্ট এবং রেসিস্ট্যান্স কিভাবে নির্নয় করা হয এ বিষয়ে পোষ্ট করুন।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
প্রফিট করার জন্য ফরেক্স মার্কেট এ সাপোর্ট রেজিসট্যান্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাপোর্ট রেজিসট্যান্স ড্র করেই ভালো প্রফিট করা সম্ভব। অনেকেই ইন্ডিকেটর দিয়েও ভালো ট্রেড করতে পারেন। যে যেভাবে প্রফিট করে মার্কেট থেকে নিতে পারে। তবে প্রফিট করাটাই মুল বিষয়।
মার্কেট এ আমাদের কে সব সময় সাপোর্ট রেসিটেন্স এর দিকে খেয়াল রাখতে হবে কারন সাপোর্ট রেসিটেন্স এর ব্রেকআঊট এর মাধ্যমে মার্কেট এ যে কোন সময় বড় ধরনের মুভমেন্ট হতে পারে তাই আমাদের কে বেশী করে এই মার্কেট থেকে ভাল করে সাপোর্ট রেসিটেন্স সম্পর্কে জানতে হবে শিখতে হবে ।
ফরেক্সে আমরা ট্রেড করার পূর্বে মার্কেট এনালাইসিস করে ট্রেড করি। আমরা টেকনিক্যাল এনালাইসিস করার জন্য ট্রেডিং প্লাটফর্মের চার্টের উপর নির্ভর করে এনালাইসিস করে থাকি। সেক্ষেত্রে আমরা সাপোর্ট এবং রেসিসটেন্স সেট করে তারপর এনালাইসিস করি।
সাপোর্ট বলতে আমাদের ক্যান্ডেলস্টিক সর্বনিম্ন কত নামতে পারে সে ক্ষেত্রে দুটি ভাগে ভাগ করে সাপোর্ট ১ ও সাপোর্ট ২ হিসেবে সেট করি। অপরদিকে রেসিস্ট্যান্ট হলো ঠিক একইভাবে সর্বোচ্চ কত উঠতে পারে তার দুটি স্তর কে স্থির করে রেসিস্টেন্ট ১ ও রেসিস্টেন্ট ২ হিসেবে ধরে এনালাইসিস করে থাকি।
ফরেক্স ট্রেডিংয়ে মার্কেট এনালাইসিস এর জন্য সাপোট-রেসিস্টেন্স নির্ণয় একটি অত্যন্ত সুন্দর কৌশল। সাপোর্ট-রেজিস্ট্যান্স নির্ণয় টেকনিক্যাল এনালাইসিস এর আওতায় পড়ে। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে সাপোর্ট-রেসিস্টেন্স খুবই গুরুত্বপূর্ন। ফরেক্সে সাপোর্ট হলো কোন পেয়ারের প্রাইস নিচের দিকে একটা যায়গায় এসে বার বার বাঁধা প্রাপ্ত হয়, যেখান থেকে প্রাইস সাধারনত নিচের দিকে নামতে পারেনা। এটাকে একটি বিল্ডিং এর মেঝের সাথে তুলনা করা যেতে পারে। আবার রেসিস্টেন্স হলো প্রাইস উপরের দিকে একটা যায়গায় এসে বার বার বাঁধা প্রাপ্ত হয়, যেখান থেকে সাধারনত আর উপরের দিকে উঠতে পারে না। এটাকে একটি বিল্ডিং এর ছাদ এর সাথে তুলনা করা যেতে পারে ।কোন পেয়ারের দাম যদি সাপোর্টে অবস্থান করে তাহলে বাই ট্রেড নেয়া যেতে পারে, আবার দাম যদি রেসিস্টেন্সে অবস্থান করে তাহলে সেল ট্রেড নেয়া যেতে পারে। এটা একটি ধারনা মাত্র।
তবে এটার উপর ভিত্তি করে সবসময় ট্রেড নেয়া যাবে ন। কেননা অনেক সময় সাপোর্ট-রেসিস্টেন্স ভেঙেও প্রাইস আপ এন্ড ডাউন হতে পারে। আর সাপোর্ট-রেসিস্টেন্স ভেঙে গেলে প্রাইস অনেক দুর মুভ করতে পারে। তাই একটি ট্রেড ওপেন করার আগে অবশ্যই তার পুর্ববর্তী সাপোর্ট-রেসিস্টেন্স দেখে ট্রেড ওপেন করা উচিত। এবং একই সাথে নিজের ট্রেডিং এনালাইসিসের উপর ভিত্তি করে ট্রেড নিতে হবে। অনেক ট্রেডার শুধুমাত্র সাপোট-রেজিস্টেন্স দেখে এনালাইসিস করে ট্রেড করে থাকেন এবং অনেক প্রফিট করে থাকেন, তবে এর জন্য অবশ্যই আগে অভিজ্ঞ ট্রেডারে পরিণত হতে হবে।
ফরেক্সে সাপোর্ট-রেজিস্টেন্স টেকনিক্যাল এনালাইসিসের অংশ। ফরেক্স মার্কেটে সাপোর্ট রেসিস্টেন্স সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। কোন ট্রেড ওপেন করার আগে তার সাপোর্ট রেজিস্ট্যান্স এর ব্যাপারে ভালো করে জেনে নিতে হবে। কোন পেয়ারের মূল্য বিগত কয়েকদিনের মুভমেন্ট এর ফলে প্রাইস সর্বনিম্ন যে লেভেলে বারবার বাধা প্রাপ্ত হয়েছিল তাই সাপোর্ট এবং সর্বোচ্চ যে লেভেলে উঠেছিল এবং বারবার বাধা প্রাপ্ত হয়েছিল তাই রেসিস্টেন্স। অন্যভাবে বলা যায়, ফরেক্সে সাপোর্ট বলতে বুঝায় কোন প্লেয়ারের দাম নিচের দিকে একটা জায়গায় এসে বারবার বাধাপ্রাপ্ত হয় সাধারণত এর নিচে প্রাইস মুভ করে না। যদি কোন ক্রমে এই বাধা অতিক্রম করে তাহলে আরো নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে রেসিস্টেন্স হল কোন প্লেয়ারের দাম উপরের দিকে কোন একটা জায়গায় এসে বারবার বাধাপ্রাপ্ত হয়, সাধারণত এর উপরে প্রাইস মুভ করতে পারে না।যদি কোন ক্রমে বাধা ভেঙে যায় তাহলে অনেকদূর অতিক্রম করার সম্ভাবনা থাকে। ফরেক্স ট্রেডিং এর জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স নির্ধারন খুবেই জরুরী।
আসলে সাপোর্ট এবং রেসিস্তান্স নিয়ে অনেক বিষয় লিখতে হয়। আমি ধারাবাহিক ভাবে আলোচনা করব। আপনারা আমার সাথে থাকবেন। আলোচনায় আসি, সাপোর্ট কি? সাপোর্ট হচ্ছে খুঁটি। যেটার উপরে দাড়িয়ে থাকে। আর রেসিস্তান্স কি? রেসিস্তান্স হচ্ছে বাঁধা। মানে ক্যান্ডেল এর বাঁধা এবং খুঁটি। আজকে এ পর্যন্ত