ইন্ডিকেটর হচ্ছে ট্রেড এর নির্দেশক ট্রেডের জন্য ইন্ডিকেটোর ভালো সুবিধার। তবে দক্ষতা না থাকলে ইন্ডিকেটর ব্যাবহার করা ঠিক না তাতে ভালো ফল নাও হতে পারে।তছাড়া ইন্ডিকেটর সব সময় স্টহিক নির্দেশনা দেয় না, তাই ইন্ডিকেটরের উপর অন্ধের মত নির্ভর না করাই ভালো।
Printable View
ইন্ডিকেটর হচ্ছে ট্রেড এর নির্দেশক ট্রেডের জন্য ইন্ডিকেটোর ভালো সুবিধার। তবে দক্ষতা না থাকলে ইন্ডিকেটর ব্যাবহার করা ঠিক না তাতে ভালো ফল নাও হতে পারে।তছাড়া ইন্ডিকেটর সব সময় স্টহিক নির্দেশনা দেয় না, তাই ইন্ডিকেটরের উপর অন্ধের মত নির্ভর না করাই ভালো।
আমার মতে ইন্ডিকেটর আমাদের ফরেক্স ট্রেডিং অনেক অনেক সাহায্য করে । একটি ট্রেড ওপেন করার সময় আপনাকে বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে এনালাইসিস করে সঠিক ট্রেডটি নির্বাচন করতে পারেন । ইন্ডিকেটর আপনাকে কোন সিগনাল দিবেনা । ইন্ডিকেটর আপনাকে মার্কেট এর গতি সম্পর্কে ধারনা দিবে । এই জন্য আপনাকে সঠিক ট্রেড ওপেন করতে হলে ভালো এনালাইসিস করতে শিখতে হবে । শুধু ইন্ডিকেটর এর উপর নির্ভরশীল হওয়াটা ঠিক হবে না ।
ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে কখনোই ট্রেড করা ঠিক হবে না । আমরা যদি ধৈর্য্যশীল হয়ে মার্কেট এ্যানালাইসিস করতে পারি তাহলে আমরা লাভবান হতে পারব । আমরা সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা অবশ্যই ইন্ডিকেটরের উপর নির্ভর করে কখনোই আমরা ট্রেড করব না তাহলেই আমরা লাভবান হতে পারব ।
আসলে ফরেক্সে ইন্ডিকেটর কিন্তু কিছু নির্দিষ্ট ফর্মুলা দিয়ে কাজ করে । তাই আপনি যে সব সময় সঠিক সিগন্যাল পাবেন তা নয় । অনেক সময় ভুল সিগন্যাল আসতে পারে। আবার ফান্ডামেন্টাল নিউজের কারনে ইন্ডিকেটরের সিগন্যাল অনেক সময় কাজ করবে ন । তাই অন্ধভাবে ইন্ডিকেটর অনুসরন না করে নিজের অ্যানালাইসিসকে এর সাথে কাজে লাগিয়ে ট্রেড করুন ।
আমার জানামতে ফরেক্সে ইন্ডিকেটর কিন্তু কিছু নির্দিষ্ট ফর্মুলা দিয়ে কাজ করে । তাই আপনি যে সব সময় সঠিক সিগন্যাল পাবেন তা নয় । অনেক সময় ভুল সিগন্যাল আসতে পারে। আবার ফান্ডামেন্টাল নিউজের কারনে ইন্ডিকেটরের সিগন্যাল অনেক সময় কাজ করবে ন । তাই অন্ধভাবে ইন্ডিকেটর অনুসরন না করে নিজের অ্যানালাইসিসকে এর সাথে কাজে লাগিয়ে ট্রেড করুন ।
আমি মনে করি ঈন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা ভাল কিন্তু আপনাকে এমটি ৪ এ যে সব ইনডিকেটর আছে সেই সব ইনডিকেটর দিয়ে আপনি টেড করলে কোন সমস্যা হবে না আপনি যদি ২ থেকে ৩ ইনডিকেটর ব্যবহার করে টেড করলে কোন সমস্যা হয় না আমি বড় বড় টেড আর কে দেখছি তারাও ইনডিকেটর ব্যবহার করে টেড করে তারা ১ টা বা ২ টা ইনডিকেটর ব্যবহার করে টেড করে তাই আপনি ও ইনডিকেটর ব্যবহার করে লাভ করতে পারবেন ভাল ভাবে
ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হওয়া ঠিক নয় । অামরা বেশী করে এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই অামরা সফল ব্যবসায়ী হতে পারব । অামরা নিজেরাই নিজেদের দক্ষতা অর্জন করার চেষ্টা করব । যে ট্রেডার এ্যানালাইসিস বেশী করে করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
ফরেক্স এ সম্পঊর্ন ভাবে ঈন্ডিকেটরের উপর নির্ভরশীল হওয়া উচিত নয়। কেননা মার্কেট এ অনেক সময় আপনাকে ইন্ডিকেটর ভুল সিগ্নাল দেয়। তাই আমাদের ট্রেড নিতে ভুল হতে পারে। ট্রেড নেওয়ার জন্য আমাদের নিজের এনালাইসিস কাজে লাগাতে হবে। নিজে এনালাসিস না করতে পারি তাহলে আমরা ট্রেড এ সফলতা পাব না।
ঈন্ডিকেটরের উপর র্নিভরশী হয়ে পড়া একদম উচিত হবে না । কেননা ঈন্ডিকেটর সর্বদা আপনাকে সঠিক সিদ্ধান্ত দিবে তার কোন নিশ্চয়তা নেই । হতে পারে আপনি ঈন্ডিকেটরের তালে পড়ে বড় ধরনের লস করতে পারেন । তাই আপনার উচিত হবে ফরেক্স মার্কেটে নিজের শক্ত একটা ভীত তৈরী করার জন্য নিজের দক্ষতাকে উন্নত করা । যে যত বেশি দক্ষ সে তত বেশি পরিমাণে সফল ।
ঈন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা সবসময় উচিত নয়। তবে আপনি এক দুইটি ঈন্ডিকেটরের ব্যবহার করতে পারেন।আপনি আপনার সিগ্ন্যাল কনফারমেশ্নের জন্য ঈন্ডিকেটরের ব্যবহার করতে পারেন।ঈন্ডিকেটর মাকের্টের গতি বা ট্রেন্ড বুজতে সহায়তা করে থাকে আর আপনি সহজেই বুজতে পারেন কখন কি করতে হবে।তবে ইন্ডিকেটর নির্ভর ট্রেড করলে হয়ত প্রফিট হবে তবে একাউন্ট খালি হয়ে যাওয়ার ঝুকি থাকবে ইন্ডিকেটর ব্যবহার এ আমাদের সাবধান হওয়া জরুরি।আপনি প্রথমে যে ইন্ডিকেটর ব্যবহার করবেন তা ডেমো ট্রেডে প্রথম ব্যবহার করে পরিচিত হয়ে তার পর ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেডে ব্যবহার করা উচিত।