-
আমার জানা মতে আপনি এই মার্কেটে একটি ট্রেড কতক্ষণ খোলা রাখবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার কৌশল ও অভিজ্ঞতার উপর। তবে এই মার্কেটে ব্রোকারদের নিয়ম অনুযায়ী যে কোন ট্রেড মিনিমাম ৫ মিনিট ওপেন রাখতে হবে। এরপর যে কোন সময় আপনার ট্রেডটি ক্লোজ করতে পারবেন মার্কেটের অবস্থান এবং আপনার কৌশলগত অভিজ্ঞতা বিচার বিশ্লেষণ করে। এর জন্য ট্রেড করার পূর্বে আপনাকে ভালো করে মার্কেট এনালাইসিস করতে হবে। মার্কেট এনালাইসিস করলেই বুঝতে পারবেন যে মুদ্রার প্রাইস কেমন বাড়তে পারে বা কমতে পারে। এটার উপর আইডিয়া করেই সঠিক সময়ে সন্তোষজনক প্রফিট ট্রেড ক্লোজ করা উচিৎ বলে আমি মনে করি।
-
আমার জানা মতে আপনি এই মার্কেটে একটি ট্রেড কতক্ষণ খোলা রাখবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার কৌশল ও অভিজ্ঞতার উপর। তবে এই মার্কেটে ব্রোকারদের নিয়ম অনুযায়ী যে কোন ট্রেড মিনিমাম ৫ মিনিট ওপেন রাখতে হবে। এরপর যে কোন সময় আপনার ট্রেডটি ক্লোজ করতে পারবেন মার্কেটের অবস্থান এবং আপনার কৌশলগত অভিজ্ঞতা বিচার বিশ্লেষণ করে।
-
আপনি যতক্ষন খুশি খোলা রাখতে পারেন ।তবে এক্ষেত্রে আপনার ব্যালেন্সের দিকে খেয়াল রাখতে হবে।তবে একটা ট্রেড ৪ বা ৫ দিনের বেশি না ওপেন করা ভাল কারন মার্কেট যখন তখন পরিবর্তন ঘটতে পারে।
-
এক্সচেঞ্জ খোলার প্রেক্ষিতে আপনার বোঝার উপর নির্ভরশীল। তিনি যত বেশি ধৈর্যশীল, তিনি তত বেশি উপকারী হবেন। তাই আমরা নিরবচ্ছিন্নভাবে এই ব্যবসাটি নিরবচ্ছিন্নভাবে করার চেষ্টা করিবার অফারটি লাভ করার বিকল্প থাকবে। তদ্ব্যতীত, আপনি এই ব্যবসাটি করার সহনশীলতার চেষ্টা করার অফ অফ সুযোগে, সেই সময়ে আপনি কার্যকর হতে পারেন।
-
ফরেক্স মার্কেটে ট্রেড সাধারণত দুই ভাবে করা যায়:
1। স্ক্যাল্পিং ট্রেড
2। লং টাইম ট্রেড।
* স্ক্যাল্পিং ট্রেড হল, অধিক অভিজ্ঞ ট্রেডার সীমিত সময়ের মধ্যে মার্কেট পজিশন কি হয়েছে এবং কি হবে এটা বুঝে অল্প সময়ের মধ্যে লাভ করাই হল স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং বেশ ঝুঁকিপূর্ণ ট্রেড। স্ক্যাল্পিং করার জন্য সাধারণত m1, m5, m15, m30 ও h1 টাইম ফ্রেম ব্যবহার করে থাকে।
* লং টাইম ট্রেড হল, নতুন ট্রেডারদের জন্য অধিক নিরাপদ একটি ট্রেড। এই ট্রেড খুব ছোট লটে হয়ে থাকে। ফলে মার্কেট মুভমেন্টস যতই প্রতিকুলে থাকুক না কেন ব্যালেন্স মোটামুটি ভালো হলে একাউন্ট এর ওপর কোন প্রকার প্রভাব বিস্তার করে না। লং টাইম ট্রেড করলে লাভ কম হলেও ঝুকি মুক্ত থাকা যায়। লং টাইম ফ্রেম করার জন্য h4, d1, w1 ও mn টাইম ফ্রেম ব্যবহার করা হয়। এখন কথা হল আপনি যেভাবে এনালাইসিস করবেন এবং যে টাইম ফ্রেম ব্যবহার করবেন অবশ্যই তা সঠিকভাবে ধীর স্থিরবুদ্ধিতে করতে হবে ।
-
ফরেক্স মার্কেট কখনো স্থির থাকে না। তাই আমি মনে করি সন্তোষজনক প্রফিট হলে ট্রেড ক্লোজ করা উচিত। বেশি প্রফিটের আশা করে অপেক্ষা করতে করতে অনেক সময় ট্রেড লাভ হতে আস্তে আস্তে লসে চলে যেতে পারে। তাই এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। এর জন্য ট্রেড করার পূর্বে আপনাকে ভালো করে মার্কেট এনালাইসিস করতে হবে। মার্কেট এনালাইসিস করলেই বুঝতে পারবেন যে মুদ্রার প্রাইস কেমন বাড়তে পারে বা কমতে পারে।
-
একটা ট্রেড খোলার পর আপনার ধৈর্য্যের উপর নির্ভর করে । যে যত ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করতে পারবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা সব সময় এই ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর অাপনারাও এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করার চেষ্টা করেন তাহলে অবশ্যই কৃতকার্য হতে পারবেন ।
-
আপনি একটি ট্রড ওপেন করার পর কতোখন বা কতো দিন রাখবেন সেটা নির্ভর করে আপনি লং ট্রেড করছেন না শর্ট ট্রেড করছেন না স্কালাপিং করছেন তার উপর।আপনি যদি লং বা পজিশন ট্রেড করেন তাহলে আপনি ট্রেডটি কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত রানিং রাখতে পারেন।আবার সর্ট ট্রেড করেন কয়েক ঘন্টা বা এক দিন রাখতে পারেন।আবার যদি স্কালাপিং করেন তাহলে 10 থেকে 20 পিপস লাভ হলে ট্রেড টি ক্লোজ করে দিতে পারান।
-
ফরেক্স মার্কেট কখনো স্থির থাকে না। তাই আমি মনে করি সন্তোষজনক প্রফিট হলে ট্রেড ক্লোজ করা উচিত। বেশি প্রফিটের আশা করে অপেক্ষা করতে করতে অনেক সময় ট্রেড লাভ হতে আস্তে আস্তে লসে চলে যেতে পারে। তাই এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। এর জন্য ট্রেড করার পূর্বে আপনাকে ভালো করে মার্কেট এনালাইসিস করতে হবে। মার্কেট এনালাইসিস করলেই বুঝতে পারবেন যে মুদ্রার প্রাইস কেমন বাড়তে পারে বা কমতে পারে।
-
আপনি যতক্ষন খুশি খোলা রাখতে পারেন।ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে লং ট্রেড করতে হবে কারন যারা লং ট্রেড করে এই মার্কেটে টিকে থাকতে সহজ হবে। তাই আমাদের কে ডেমো প্রেকটিস করার সময় লং ট্রেডের প্রেকটিস করতে হবে তাহলে আমরা লং ট্রেডে সফলতা পেতে পারেন।তবে এক্ষেত্রে আপনার ব্যালেন্সের দিকে খেয়াল রাখতে হবে।তবে একটা ট্রেড ৪ বা ৫ দিনের বেশি না ওপেন করা ভাল কারন মার্কেট যখন তখন পরিবর্তন ঘটতে পারে।