আমি মনে করি ফরেক্স ট্রেডিং শুরু করার আগে আমাদের ফরেক্স সম্পর্কে যথাযথ ধারণা অর্জন করা দরকার। ফরেক্সে আমি এসেছি টাকা আয় করার উদ্দেশ্যে কিন্তু আগে এর সম্পর্কে একটা ভাল ধরণা নেব। এটার সব থেকে বড় সুবিধা হল এটা আমি আমার ইচ্ছামত করতে পারি। ধন্যবাদ
Printable View
আমি মনে করি ফরেক্স ট্রেডিং শুরু করার আগে আমাদের ফরেক্স সম্পর্কে যথাযথ ধারণা অর্জন করা দরকার। ফরেক্সে আমি এসেছি টাকা আয় করার উদ্দেশ্যে কিন্তু আগে এর সম্পর্কে একটা ভাল ধরণা নেব। এটার সব থেকে বড় সুবিধা হল এটা আমি আমার ইচ্ছামত করতে পারি। ধন্যবাদ
ফরেক্স ত্রাদিং করি, কারন ফরেক্স আমাকে এই বিষয়ে জানতে শিখাবে এবং আমি টাকা উপার্জন করতে পারব। শুধু যে টাকা রোজগার করবো তা কিন্তু নয়। এর পাশাপাশি আমরা অনেক নুতন কিছু জানতে পারব এবং শিখতে পারব। দেশীয় মুদ্রার পাশাপাশি বৈদেশিক মুদ্রা শম্পরকে জানতে পারব।
যেহেতু ফরেক্স একটা ব্যবসা তাই আমাদের ফরেক্স ট্রেড করার প্রথম এবং প্রধান কারন হল ট্রেড করে ফরেক্স থেকে অর্থ আয় করা। ধন্যবাদ।
মার্কিন ডলারের মান যদি দূর্বল হয় তাহলে তার বিপরিতে যে মুদ্রা থাকে তা কিন্তু আরও শক্তিশালি হয়। তাই সবসময় ডলারের বিপরিতে ট্রেডিং করাটা ভাল। তবে বিভিন্ন দেশের মুদ্রার মান সর্বদায় পরিবর্তনশীল। ধন্যবাদ
ফরেক্স ট্রেডিং করে আমরা যে কোন দেশের অর্থ লেনদেন করি .এতে আমরা লাভবান হই.আমরা অল্প অর্থ দিয়ে অধিক আয় করতে পারি.তবে আমাদের অবশ্যই সর্তকতার সাথে কাজ করতে হবে.
আপনি যদি চেষ্টা করতে থাকেন তবে সফল হবার সম্ভাবনা থাকে, কিন্তু যদি চেষ্টা করাটাই ছেড়ে দেন তবে শতভাগই বিফল হবেন এটা নিশ্চিত।সাহসী হও যখন তুমি হেরে যাও, এবং শান্ত থাক যখন তুমি জয়ী হও।যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।
দুতি দেশের মুদ্রা কেনা বেচার মধ্যে নিজেরা আর্থিক ভাবে লাভবান হওয়ার জনা ফরেক্স মার্কেট এ আসি । ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞ্যান ও দক্ষতা অর্জন করে আমি একজন সফল ট্রেডর হতে চাই , নিজেকে গড়তে চাই ।
আমরা ফরেক্স ট্রেডিং এজন্ন করি ফরেক্স ট্রেডিং করলে ফরেক্স সম্বন্ধে অনেক কিছু জানা যাই যেমন মানুষ তাদের টাকা দিয়ে একটি দেশের ই-কারেন্স ক্রয় করে তা জমিয়ে রাখে এবং যখন তা লাভে আসে আবার ট্রেডার গন বিক্রয় করে দেয় তাই আমরা ফরেক্স ট্রেডিং করি আর ফরেক্স ট্রেডিং না করলে আমি মনে করি ভালো অভিজ্ঞ ট্রেডার হওয়া সমভাব হবে না।
আমরা ফরেক্স মার্কেটে সবাই মুলত একটা উদ্দেশ্যে টেড করে থাকি আর তা হল টাকা আয় করার জন্য, ফরেকস মার্কেট হল এমন একটা জাইগা যেখানে আমরা অনেক দেশের মুদ্রা একই প্লাটফর্মে বসে ক্রয়-বিক্রয় করার সুযোগ ভোগ করে থাকি আর প্রতিনিয়ত কোন দেশের মুদ্রার মান অন্য দেশের মুদ্রার তুলনায় কম বা বেশি হচ্ছে আর আমরা এই দরপতনের সুযোগে আয় করার জন্য ট্রেড করি। ধন্যবাদ।
ফরেক্স হল আন্ত্রজাতিক মুদারার বিনিময় বাজার এই মারকেত সম্পরকে জেনে এখানে ইনভএস্ত করে বেবসা করলে আয় করতে পারা যায়। তাই অন্ন পেশার পাশাপাশি যে কেও এখানে আয় করতে পারে। আমি ও আমার পেশার পাশাপাশি ফরেক্স মারকেত এ ত্রাদ করে কিছু আয় করার জন্ন। মারকেত সম্পরকে পড়াশুনা করে ডেমো হিসাব এ ত্রাদ করে অভিজ্ঞতা অর্জন করার পর আল্প পুজি বিনিয়োগ করে ত্রাদ সুরু করি। মোটামুটি ভাল আয় করতে পারি। লস / প্রফিত মিলিয়ে প্রফিত এ বেশি থাকে।