ফরেক্স এমন একটি ব্যবসা যা, আপনে নিয়ম মাফিক সকল এনালাইসিস মেনে ব্যবসা করতে পারেন তবে,এই বিজনেস করেই নিজের অনেক সপ্ন পুরন করতে পারবেন।তবে ফরেক্সে ইনভেস্ট করার আগে ভালো মত এটা নিয়ে পড়াশনা করে আসা ওচিত।
Printable View
ফরেক্স এমন একটি ব্যবসা যা, আপনে নিয়ম মাফিক সকল এনালাইসিস মেনে ব্যবসা করতে পারেন তবে,এই বিজনেস করেই নিজের অনেক সপ্ন পুরন করতে পারবেন।তবে ফরেক্সে ইনভেস্ট করার আগে ভালো মত এটা নিয়ে পড়াশনা করে আসা ওচিত।
আমি প্রথম ১ মাস ডেমো ট্রেড করার পরে আর ডেমো ট্রেড করতাম না আমি । পরে ফোরামের যে বনাস পাই তা দিয়ে রিয়েল ট্রেড শুরু করেছিলাম । ঠিক তখনি আমি বাস্তব দেখতে পেলাম ।আমি আমার ব্যালেন্স জিরো করে ফেলি । তারপর হতে আমি আবার ডেমো ট্রেড শুরু করি ।আমি যতটা ফরেক্স সহজ মনে করেছিলাম আসলে ততটা সহজ নয় ।
ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা কেনা বেচা করা হয়ে থাকে। ফরেক্স মার্কেটে বাই ট্রেড ও সেল ট্রেড এই দুই ধরনের ট্রেড করা হয়ে থাকে। সাধারনত আমরা দেখি শুধুমাত্র কোন জিনিসের মূল্য বাড়লে তা বিক্রি করে লাভ করা হয়। কিন্তু ফরেক্স মার্কেট সম্পূর্ণ আলাদা ও ভিন্নধর্মী। এখানে দাম বাড়লে বাই ট্রেড ও দাম কমলে সেল ট্রেড করে লাভ করা যায়।
ফরেক্সে নতুনরা বেশি কিছু জানেনা । তাহলে আপনি কিভাবে এতো জানবেন।আসলে কেউই হটাত ফরেক্স এ অভিজন হয় না। সবাই শিখে ফরেক্স এ অভিজ্ঞ হতে চায়। আপনিও চেষ্টা করে ফরেক্স শিখে ফরেক্সে দক্ষ এবং অভিজ্ঞ হতেহতে পারবেন। এজন্য আপনাকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবার প্রয়োজন।
আমি জানি যেকোনো ব্যবসায় টাকা বিনিয়োগ করতে হয়। সেখানে লাভ লস হয় ।অন্যান্য ব্যবসার ক্ষেত্রে দাম বাড়ার জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু ফরেক্স এ আপনার দাম কম বা বাড়লেও কোন ক্ষতি নেই।এখান থেকে আমরা দাম কম বা বাড়লেও লাভ করতে পারি।তাই ব্যবসা হিসেবে আমরা ফরেক্স কে বেছে নিতে পারি।তাই ব্যবসা হিসাবে ফরেক্স সবচেয়ে ভাল।
ফরেক্সে অাসার একমাত্র কারণ হল আয়ের পথকে বেছে নেয়া । যে যত বেশী দক্ষতা অর্জন করবে সে তত বেশী সফরকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা নিরিবিলি ধৈর্য্যের সহিত করব তাহলেই সফরকাম সম্ভব ।
ফরেক্স বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় প্রফিটঅ্যাবল বা লাভজনক ব্যাবসা হিসাবে সকলের কাছেই পরিচিতি লাভ করেছে। ফরেক্সে ভাল প্রফিট লাভের প্রধান এবং অণ্যতম হাতিয়ার হল ট্রেডিং সম্পর্কিত জ্ঞান আর এই কারনেই আমি ফরেক্স ট্রেডিংকে আয়ের উতস হিসাবে গ্রহন করেছি এবং আমি এটিকে নিজের পেশা হিসাবে নিয়েছি।
ফরেক্স মার্কেট সম্পর্কে আমি আমার কাজিন থেকে জানতে পারি সে থেকে ফরেক্স সম্পর্কে আমার আগ্রহ বারে ফরেক্স সম্পর্কে আমার অনেক কিছু জানার আছে। ফোরামে কাজ করে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারছি ফোরামে কাজ করত ভাল লাগে।
ফরেক্স একটি আন্তর্জাতিক বিজনেস এখানে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের মাধ্যমে লাভ করা হয়। আমি ফরেক্স এ এসেছি তার কারণ হল ফরেক্স এ কাজ করতে বেশি সময়ের প্রয়োজন হয় না। একজন মানুষ বা একজন স্টুডেন্ট পড়ালেখার পার্ট টাইম চাকরির পাশপাশিও ফরেক্স এ কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারে। আমি চাকরির পাশপাশি কিছু বাড়তি ইনকাম করার জন্য ফরেক্স এ কাজ করতে আগ্রহী হয়েছি।
দ্রুত সময়ে অনেক টাকা ইনকামের জন্য ফরেক্স ছাড়া আর কোন বৈধ পথ নাই। ফরেক্সে এক দিনে বা কয়েক মিনিটেই আপনার মূলধন দ্বিগুন হয়ে যেতে পারে। আবার অতি লোভ করে অনেক ট্রেডার একাউন্ট জিরো করেছেন। আমি ভাল দিকের কথা যদি বলি তাহলে বলতে হয় আমার ফরেক্স ছাড়া আর কোন ব্যবসাকে আমি আপন করে নিতে পারছি না্।