-
ফরেক্সে সবাই আসে টাকা ইনকাম করতে। সবারই স্বপ্ন থাকে ফরেক্স থেকে অনেক টাকা আয় করার। আমারও তেমন ইচ্ছা আছে। তবে আমি যেহেতু এখনও শিক্ষানবিস পর্যায়ে আছি তাই এখন ইচ্ছা থাকলেও খুব বেশি ইনকাম করা সম্ভব না। আমি যেটুকু ইনকাম করবো সেটুকুতেই খুশি। আপাতত ৪০-৫০ ডলার আয় করতে পারলেই খুশি।
-
ফরেক্স এ কাজ কাজ করে আমি আমার জীবন গড়তে চাই। আমি চেষ্টা করছি আমার মূলধন ঠিক রেখে কিভাবে লাভ করা যায়। ফরেক্স মার্কেটে অতিরিক্ত লাভে আশা করে লোভের বশবর্তী হলে একাউন্ট জিরো হয়ে যায়। তাই মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে অর্জিত অভিজ্ঞতার ভিত্তি করে ট্রেড করতে হবে। তবেই লাভ হয়।
-
ফরেক্স মার্কেট থেকে সবাই বেশি আয় করতে চাই। তবে বেশি আয় করতে হলে আগে আপনাকে ফরেক্সে দক্ষতা অর্জন করতে হবে। তারপর বেশি আয় করার চিন্তা করতে হবে।
-
ফরেক্স থেকে লাভ করার জন্যই ফরেক্স করি কিন্তু রাতারাতি বাড়ি গাড়ি করার জন্য ফরেক্স করি না । আমি ফরেক্স থেকে প্রতি মাসে ৫০০ ডলার ইনকাম করতে চাই।
-
আমরা যা কিছু করিনা কেন তার পেছনে একটা উদ্দেশ্য থাকে, আর সেটা হল আয়। ফরেক্স ও করি আমরা আয়ের আশায়। যারাই এখানে কাজ করে সবাই একটু বাড়তি উপার্জন চায়। তাইতো সবাই ফরেক্স করে থাকে। তবে সব কিছুর ই একটা লক্ষ মাত্র চাই। কোন কাজ করার আগে আপনাকে আপনার লক্ষ ঠিক করতে হবে। লক্ষ ঠিক না করে কোন কিছু করা ঠিক নয়। ফরেক্স এ আপনি কতটুকু উপার্জন করতে চান তা নির্ভর করে আপনার এ্যানালাইসিস ও ডিপোজিট এর উপর। আমি সব সময় আমার ডিপোজিটের ৩০% ইনকাম করতে চাই।
-
আমি যেহেতু একজন স্টুডেন্ট সুতরাং আমার আপাতত কোন এত বেশি পরিমান ইনকাম করার এখন ইচ্ছা নাই আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি পড়া লিখা এর মাঝে জতক্ষন সময় পাই ঐ সময় ট্রেড এর পিছন ব্যয় করি । তবে এখান থেকে কিছু শিখতে পারা এবং এর দ্বারা আমি আমার পকেট মানি জোগাড় করে কিছু ফি জোগাড় করতে পারলেই আমি খুশি। এখান থেকে আয় করে আমি বড়লোক হওয়ার স্বপ্ন দেখি না।
-
অামি একজন ছাএ । আমি পড়ালেখার পাশাপাশি ফরেক্স এর কাজ করি । আর ফরেক্সে কাজ করার আমার একটাই লক্ষ এখান থেকে কিছু আয় করা। এখানে সবাই আসে কিছু আয় করার জন্য। কেউ বেশি আয় করে আবার কেউ কম যার দক্ষতা বেশি ধারনা বেশি যে ফরেক্স সম্পর্কে ভালো জ্গ্যন অর্জন করতে পেরেছে তারা এখান থেকে ভাল কিছু আয় করতে পারে । আমি যেহেতু একজন ছাএ সেহেতু আমার পড়ালেখার জন্য যে টুকু টাকা দরকার সেটুকু আয় করতে পারলেই যথেষ্ট।
-
বেশি না দিনে ১০০ ডলার হলেই যথেষ্ট । ১০০ ডলার মানে ১০০ পিপস্ । আর মূলধন হতে হবে কমপক্ষে ১০০০০ ডলার তাহলেই সম্ভব । তাই আগে মূলধন তৈরি করার চেষ্টা করতেছি । আগামী ৫ বছরের মধ্যে টার্গেট অর্জন করতে পারব ইনসআল্লাহ ।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট কাজ করে আপনে আপনার জীবনকে অনেক সুন্দর করে গড়ে তুলতে পারবেন আর ফরেক্স মার্কেট আপনে কতটুকু আয় করতে পারবেন সেটা নির্ভর করবে আপনার দক্ষতার উপর ভাল টাকা আয় করতে হলে আপনাকে ভাল ডিপোজিট করার প্রয়োজন। ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান থাকলে আপনে ভাল টাকা আয় করা সম্ভব।
-
ফরেক্স হচ্ছে একটি আন্তজাতিক মানের ব্যবসা। ফরেক্স করে যে কেউই চাইলেই তার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারে তার জন্য তার শুধু চেষ্টা আর পরিশ্রমি হওয়ার দরকার। আমি ফরেক্স করে আমার জীবনের মোড় ঘুরাতে চাই। ফরেক্সকে আমার কাছে একটা মজার ব্যবসা মনে হয়। ফরেক্স করতে পেরে আমি নিজে অনেক আনন্দিত। ফরেক্স এ কাজ করে আমি আমার অবস্থান কে ঠিক করতে চাই।