-
জানিনা আপনার ফরেক্স দক্ষতা কতটুকু এজন্য সিউরভাবে বলতে পারবো না যে আপনে পেশা হিসেবে ফরেক্স করবেন কিনা। তবে আপনি যেহেতু ২মাস ট্রেডিং করে কোনো লস করেননি বলে ভাবছেন ফরেক্স পেশা হিসেবে করবেন সেটা হলে ভুল করবেন।কিন্তু যদি আপনি বুঝে শুনে লাভ করেন এবং মার্কেট সম্পর্কে ভালো ধারনা করতে পারেন তবে পেশা হিসেবে ফরেক্স করতে পারেন।তবে একটা কথা মনে রাখবেন লাভ করা অনেক কঠিন এবং আপনি যে দুমাস লাভ করেছেন তা লস হতে দুদিনও লাগতে পারে।তাই বুঝেশুনে সিধান্ত নিন।
-
শুরুতে আমি ফরেক্স করতাম মাত্র 1 খেকে 1.5 ঘন্টা তাই আমাকে প্রচুর ডলার হাড়াতে হয়েছে। এখন আমি ফরেক্স কে পেশা হিসাবে গ্রহন করতে চাই তাই 8-10 ঘন্টা সময় দিচ্ছি এবং আশা করি এর ভাল ফলাফল পাব ইনশাআল্লাহ।
-
আপনি অভিজ্ঞ হলে পেশা হিসাবে ফরেক্স করতে পারেন । ঘরে বসে ফরেক্স মার্কেট থেকে প্রচুর টাকা আয় করার সুযোগ আছে ।
-
আমি পেশা হিসেবে ফরেক্স কে নিতে চাই আপনারা কি বলেন। ফরেক্স আসলে কি আমি তা এখনও জানি না তবে আমি পেশা হিসেবে ফরেক্স কে নিতে চাই। ফরেক্স থেকে যেহেতু টাকা পাওয়া যায় তাই ফরেক্স কে পাসা হিসেবে নেওয়া যেতে পারে। তাই আমি পেশা হিসাবে নিতে চাই।
-
বন্ধু ফরেক্স ট্রেডিং যদিও ভাল আয় করার মত একটা ব্যবসায়িক প্লাটফর্ম তার পরেও আমি মনে করি খুব ভাল দক্ষতা না থাকলে ফরেক্স ট্রেডিংয়ের উপর আয়ের জন্য নির্ভর করা যায়না কারন আমি এত দিনে ট্রেড করেও প্রতি মাসে একটা ফিক্সট আয় দাড় করাতে পারিনি আমার কোন মাসে বেমি আয় হয় আবার কোন মাসে কম হয় তাই আমি নির্ভর করতে পারিনা। ধন্যবাদ।
-
ফরেক্স এমন একটা বিজনেস যেখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। যা অন্য কোন বিজনেসে সম্ভব না। তবে আপনাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে হবে। অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলে আপনি ফরেক্সে সফল হতে পারবেন। ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান এবং ভাল দক্ষতা থাকলে আপনি ফরেক্স পেশা হিসেবে নিতে পারেন। কারন এগুলো থাকলে আপনি ফরেক্স থেকে অনেক প্রফিট করতে পারবেন।
-
আপনি যদি আপনার পেশা হিসেবে ফরেক্সকে বেঁছে নিতে চান তাহলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। কারণ, ফরেক্স এত সহজ কোন বাবসা না। ফরেক্স ট্রেডিং করে আপনি অনেক প্রফিট করতে পারেন তাতে আপনাকে প্রথম দিকে চেষ্টা করতে হবে এবং ৩-৪ মাস ডেমো অনুশীলন করতে হবে। ধন্যবাদ
-
আপনি যদি সফল ট্রেড ার হন, পেশা হিসেবে ফরেক্সেই বেছে নেন তাহলে নিতেই পারেন । তবে আপনার যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই অন্য কাজ করুন । ছাত্র ছাত্রি রা তাদের পড়াশোনার পাশাপাশি ট্রেডিং করতে পারেন । চাকুরীজীবীরা তাদের চাকরি না ছেড়ে তার পাশাপাশি করুন । কারন ফরেক্স যেকন সময় করা যায় । ফরেক্স আপনার অন্য কাজে অসুবিধা করবে না । জীবনকে যদি আরও ভাল করার সুযোগ থাকে তাহলে কেন আমরা তা গ্রহণ করব না।
-
হ্যাঁ আপনি পেশা হিসেবে ফরেক্স করতে পারেন তবে এর পাশাপাশি অন্য কিছু করতে পারেন । ফরেক্স করার পাশাপাশি আপনি অনেক সময় পাবেন যা অন্য কাজে সময় দিতে পারবেন । আপনি যদি দক্ষ ট্রেডার হতে পারেন তাহলে আপনি লস কম করবেন । ফরেক্স মার্কেট এ শেখার অনেক কিছু আছে তা জানতে আপনাকে অনেক বেশি অনুশীলন করতে হবে । আপনি ২ মাস এ লাভ করেছেন আবার পরের ২ মাস এ লস ও করতে পারেন । এই লস তা যেন না হই সেই জন্য আপনাকে অনেক দক্ষতা অর্জন করতে হবে ।
-
মইনুদ্দিন আহ্মেদ
পেশা হিসাবে ফরেক্স কে নিলে খারাপ না তবে মনে রাখতে হবে মুদ্রা বাজারে বেবসা করতে গেলে অনেক কিছু ই ঘটতে পারে তার জন্ন আপনার প্সতুতি থাকতে হবে। মানে আপনি হয়ত অনেক লাভ করলেন আবার কোন কারনে এমন লস হোল যে আপনি খুব ই বিপদ এ পরে গেলেন। তাই প্রথম অবস্থাই অন্ন পেশার পাশাপাশি ফরেক্স নিয়ে কাজ করা ভাল। কারন ফরেক্স এ সফল হতে হলে অভিজ্ঞতা কোন বিকল্প নাই। তাই অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনাকে ডেমো ত্রাদ করে শিখতে হবে, তারপর রিএল ত্রাদ এ জেতে হবে । কাজ ক্রে যখন আপনি বেশ অভিজ্ঞ হয়ে উথবেন এবং সব কিছু মোটামুটি আপান্র আয়ত্তে আসবে তখন আপনি ফরেক্স কে পুরাপুরি পেশা হিসাবে নিতে পারেন।