-
ফরেক্স মার্কেট এ সবাই এ ট্রেড করতে পারে কারো জন্যই ট্রেডিং এর জন্য কোনো বিধি নিশেদ নেই আমি মনে করি ছাত্র রা নিজেদের পরাসুনার পাসা পাসি ফরেক্স মার্কেট ই ট্রেড করতে পারে পার্ট টাইম তাদের দৈনন্দিন যে পকেট খরচ তা যোগানের ক্ষেত্রে আমি মনে করি পরাসুনা ঠিক রেখে ট্রেড করতে পারলে ছাত্রদের জন্য
-
আমি একজন গরিব ছাত্র , কিন্তু আমি আমার সকল পড়ালেখার খরচ ফরেক্স এর মাধ্যমে চালাতে পারি । আমি দেখেছি অনেক মানুষ তাদের জীবন এখন অনেক সুন্দর ভাবে পার করছে ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে ।
-
ফরেক্স ছাত্রদের জন্য উপকারী হবে তখনই যখন তারা ফরেক্সকে পার্ট টাইম হিসেবে নেবে। কিন্তু যখনই তারা ফুল টাইম হিসেবে নিবে তখনই ফরেক্স তাদের জন্য অভিশাপ হিসেবে কাজ করবে। তাই ছাত্র ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা কখনো লোভে পড়ে এটাকে ফুল হিসেবে নিবেন না। পার্ট সময় দিয়ে আপনি যদি অল্প প্রফিট করেন সেইটা নিয়েই সন্তুষ্ট থাকবেন। এক সময় ফুল টাইম হিসেবে নিতে পারবেন।
-
হ্যা,অনেক উপকারী ছাত্ররা এর থেকে আয় করে নিজেদের খরচ বের করে, আমি মনে করি সব ছাত্রদের ফরেক্স থেকে আয় করা দরকার|
-
ছাত্রদের জন্য ফরেক্স সত্যিই উপকারী কেননা ফরেক্স ট্রেডিং এ লাভ করে ছাত্ররা তাদের পড়ালেখার খরচ সহ অন্যান্য পারিবারিক ব্যয়সমূহ বহন করতে পারে । তাছাড়া ছাত্রজীবনই হল ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময় । তাই এই সময়ে যদি ফরেক্স ব্যবসা থেকে শিক্ষাগ্রহন করা যায় তবে তা ভবিষ্যতে তার জন্য ভাল একটি পথ হয়ে দাড়াবে ।
-
ছাএদের জন্য ফরেক্স সত্যিই উপকারি কারণ তারা পড়াশুনা পাশাপাশি ফরেক্স ট্রেড করে তাদের নিজেদের খরচ তারা নিজেরা চালাতে পারবে ।িএছাড়া ফরেক্স মাকেট করে তারা যখন লাভ করবে তখন তারা অনকটা সাবলম্সি হতে পারবে ।
-
ফরেক্স মার্কেটে সবাই ব্যবসা করতে পারে আমি মনে করি । ছাত্রদের জন্য ফরেক্স অনেক উপকারি কারন এখানে কোন নিদিষ্ট সময় দিতে হয় না আপনে যে কোন সময় ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন । আমি মনে করি ছাত্ররা নিজেদের পড়াশুনার পাশাপাশি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে পার্ট টাইম ।
-
হ্যাঁ ছাত্রদের জন্য ফরেক্স খুবই উপকারী, কারন ছাত্ররা এটা থেকে আয় করে তারা তাদের পকেট খরচটা চালাতে পারবে। এতে করে তার + পরিবারের উভয়েরই উপকার হয়ে থাকে।
-
ছা্ত্রদের প্রধান কাজ তার লেখাপড়া। কোন ছাত্র যদি পড়ালেখার পাশাপাশি এই ব্যবসা শিখতে চায় তাহলে সে শিখতে পারে। এই জন্য একজন ছাত্র তার অবসর সময় কাজে লাগাতে পারে। প্রতিদিন অল্প অল্প করে সময় দিলে কোন এক দিন সে অনেক অভিজ্ঞতার সঞ্চয় করতে পারবে এবং সে একদিন সফল ট্রেডার হবে। আমি বলতে চাই আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন তাহলে আপনার প্রথম কাজ পড়াশুনা করা আর পড়াশুনার বাইরে যে অবসর সময় আছে তাকে কাজে লাগাতে পারেন এই ফরেক্স ব্যবসা শিখার জন্য কারন এখানে ভাল কেরিয়ার গড়া সম্ভব।
-
হ্যা আমি তাই মনে করি যে ছাত্র-ছাত্রীদের জন্য ফরেক্স অনেক উপকারী। ছাত্র অবস্থায় কোনো ফুল টাইম কাজ ছাত্র=ছাত্রীদের পড়াশোনার জন্য অনেক ক্ষতিরকর। ভআর ফরেক্স যেহেতু ট্রেড করতে ভাল ট্রেডার হলে বেশি সময় লাগে না আর এটাকে যেহেতু পার্ট টাইম হিসাবে নেওয়া যায় তাই ফরেক্স ছাত্র ছাত্রীদের জন্য অনেক উপকারী।