-
ফরেক্সে লাভ লাস অত্যন্ত স্বাভাবিক ব্যাপার আমরা যদি এই দুটোকে অস্বাভাবিক মনে করি তবে সেটাই আমাদের জন্য দুঃখজনক হবে।ফরেক্সে যে যত ভালো ট্রেডিং করতে পারবে সে তত লাভবান হতে পারবে। তবে লাভ লসের হিসেব না করে দক্ষতার হিসেব করাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা যে যত বেশি পরিমাণে দক্ষ হবে সে নিদ্বিধায় বেশি লাভবান হতে পারবে।ফরেক্স মার্কেটে ট্রেডাররা লাভ লস করবেই।কিন্তু লসের পরিমান যদি অনেক বেশি থাকে তাহলে আপনি ফরেক্স মার্কেট করা অনেক কষ্ট হয়ে যাই।তাই আমাদের ফরেক্স মার্কেট সম্পর্কে জেনে বুঝে ভাল করে মার্কেট শিখে ট্রেড করতে হবে।
-
ফরেক্স এ যেমন খুব সহজে অনেক বেশি লাভ হতে পারে, তেমনি না বুজে ট্রেড করলে অল্প সময়ের মধ্যে খুব বেশি লস খেয়ে আপনার ব্যলেন্স জিরো হতে পারে। তাই খুব চিন্তা ভাবনা করে ফরেক্স এ কাজ করতে হবে। আবেগের বসে ট্রেড করা যাবে না। আপনি যদি এনালাইসিস করে মার্কেটে ওপেন করতে হবে। তাই যখনই মার্কেট ওপেন করতে যাবেন তখন নিউজ,মার্কেটের গতিবিধি ও মার্কেটে এনালাইসিস করবেন । তাহলে ফরেক্স এ ভাল করা যাবে ।ব্যবসায় করতে গেলে লাভ লস দুইটি মাথা নিয়ে নামতে হয়, তবে যাতে লাভ থেকে লস বেশি না হয় সে দিকটা খেয়াল রাখতে হয়। তাই ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার আগে একজন ট্রেড়ারে জন্য যে বিষটি খুবই গুরুত্ব পূর্ণ তা হল মার্কেটে এনালাইসিস ।আমরা চাই যে ফরেক্স এ লস না করে ফরেক্স থেকে লাভ করতে। আর এই লস গুলোকে নিয়ন্ত্রন করে লাভ করাটা হল ফরেক্স এর দক্ষতা ও অভিজ্ঞতার কাজ। তাই ফরেক্স এ লাভ লস মিলেই ফরেক্,
-
ফরেক্স ব্যবসার লাভ এবং লস নির্ভর করে ট্রেডারের উপর । যে ট্রেডার ফরেক্স ব্যবসায় দক্ষ তার লস কম হয় আর যে ট্রেডার ফরেক্স ব্যবসা অদক্ষ সে তার এ্যাকাউন্ট হারিয়ে ফেলে । অতএব অামরা সব সময় দক্ষতা অর্জন করে তারপর ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।ভাই এখানে আমাদের লাভ লস হওয়াটা এটা স্বাভাবিক। তবে চিন্তা-ভাবনা করে ট্রেড করতে পারলে লসের পরিমাণটা অনেকাংশে কম হবে। তাই যখন আপনি কোন একটা টেডিং এর জন্য পরিকল্পনা গ্রহণ করবেন, তখন আপনাকে তিনটি জিনিসের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে এখানে। প্রথমত মার্কেটের সঠিক ট্রেন্ডটি খুঁজে বের করা, এরপর পজিশন অনুযায়ী ট্রেড নেওয়া এবং পরিশেষে মানি ম্যানেজ ম্যান্ট সঠিকভাবে নির্ধারণ করা।
-
আমি মনে করি ফরেক্স থেকে লাভ করা সম্ভব ফরেক্স থেকে লাভ করতে হলে আপনাকে দক্ষতা অজন ছারা আপনি ফরেক্স থেকে লাভ করতে পারবেন না | আপনার পরিশ্রম দিয়ে আপনি ফরেক্স থেকে লাভ করতে পারবেন আবার আপনি যদি ফরেক্স মাকেট পরিশ্রম না দিয়ে লাভ করতে চান তবে আপনি লস করবেন |