আমিএটা সম্পকে বেশি কিছু যানি না কারন আমি এটা নিয়ে কাজ কম করেছি তাই আমি মনে করি এটা একটা বা ফরেক্স মার্কেটে পেমেন্ট প্রসেস করার জন্য নেটেলার সবচেয়ে একন ভাল তাই সবাই নেটেলার দিয়ে পেমেন্ট করার ।
Printable View
আমিএটা সম্পকে বেশি কিছু যানি না কারন আমি এটা নিয়ে কাজ কম করেছি তাই আমি মনে করি এটা একটা বা ফরেক্স মার্কেটে পেমেন্ট প্রসেস করার জন্য নেটেলার সবচেয়ে একন ভাল তাই সবাই নেটেলার দিয়ে পেমেন্ট করার ।
আপনার ব্রোকারের উপর নির্ভর করে আপনি কোন পেমেন্ট প্রসেস ব্যবহার করবেন। কারন সব ব্রোকার সব প্রেমেন্ট প্রসেস সাপোর্ট করে না। যেমন: ইনেস্টাফরেক্স পাইজাকে সাপোর্ট করে না। আর আপনি যদি পাইজা ব্যবহার করে ইনেস্টাফরেক্স এ ডলার ডিপোজিট করতে চান। তা কখনোই সম্ভব নয়। আমি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে স্কিল ব্যবহার করছি। আমার কাছে পেমেন্ট প্রসেস হিসেবে স্কিল অনেক ভাল মনে হয়ে। আমার স্কিল ব্যবহারে দীর্ঘ ৫ বছরে কখনো কোন অসুবিধা হয়নি। এর সাপোর্ট সেন্টার ও অনেক বেশি হেল্পফুল।
কম পেমেন্ট এর কিছু মাধ্যম আছে যার মাধ্যমে আমরা কোন রকম ঝামেলা ছারাই পেমেন্ট তুলতে পারি।এর মধ্য একটা হল neteller এর মাধ্মেও সহজে টাকা তুলা যাই।payza এর মাধ্যমেও আপনারা টাকা তুলতে পারেন আমাদের দেশে এটা অনেকেই ব্যাবহার করে থাকেন।আর যদি মাস্টার কার্ড থাকে তাহলে আরো ভাল।
ফরেক্স মার্কেটে পেমেন্ট প্রসেস করার জন্য অনেক মাধমে করা জায় বা অনেকে করে থাকে তাই কন্টি ভাল হয় সে ব্যপারে দেখতে হবে জানতে হবে কন পেমেন্ট প্রসেস ভাল করে করা জায় আমার মতে মনে হয় হয় নেটেলার ব্যবসা করা ভাল হয় ।
আপনি স্ক্রিল বা নেটেলার ব্যবহার করতে পারেন। ডিপোজিট এর ক্ষেত্রে স্ক্রিল বা মানিবুকার্স ভাল, কেননা অনেক ব্রোকার বিশেষ করে ইনস্টাফরেক্স বেশিরভাগ সময়ই কিছু না কিছু ডিপোজিট বোনাস দেয়। যা আপনার ইকুয়িটি বারাবে। তবে উত্তোলন এর ক্ষেত্রে নেটেলার ভাল। দুটি প্রসেসরই খরচ তুলনামুলক কম। পেইজা ও অনেক ভাল। এর মাধ্যমে সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করা যায়।
আমার কাছে স্ক্রিল বা মানিবুকারস ই ভালো লাগে ।। কারন আমি প্রঠম ঠেকেই মানি বুকারস বা স্ক্রিল ই ব্যবহার করে আসছি ।। এছাড়াও আপনি ছাইলে নেটেলার , পাজা , পেপাল , এবং ইন্সটা ফরেক্স এ কাজ করলে ইন্সটা ফরেক্সের কার্ড অ নিয়ে নিতে পারেন , আমি মানিবুকারস বা স্ক্রিল এর সাথে নেটেলার অ ব্যবহার অ করি , আমার পাজা , নেটেলার স্ক্রিল সবটাতেই একাউন্ট আছে , এগুলার সবটাই অনেক ভালো ।।
আমার কাছে স্ক্রিল এবং নেটেলার এই দুইটি পেমেন্ট প্রসেসরই সবচেয়ে বেশি ভালো লাগে । আপনি এই দুটির যেকোন একটি ব্যাবহার করতে পারেন । আমি স্ক্রিল ব্যাবহার করি । আর নেটেলারে একাউন্ট আছে কিন্তু এখনও ব্যাবহার করি নি । তবে আপনি স্ক্রিল ব্যাবহার করতে পারেন একদম ঝামেলা মুক্ত । আর নেতেলার যেহেতু ব্যাবহার করি নি তাই কিছু বলতে পারছি না ।
ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন ধরনের পেমেন্ট প্রসেসরপ্রসেসর ব্যবহার করতে পারি। তবে সবসময়ই একটা পেমেন্ট প্রসেস ব্যবহার করা ভালো। এজন্য আমি নেটলারকে ভালো পেমেন্ট প্রসেস বলবো এবং নেটলার পেমেন্ট প্রসেস ব্যবহার করতে আগ্রহী করবো। কারন আমার মতে নেটলার পেমেন্ট প্রসেসর খুবই ভালো পেমেন্ট মেথড।
আমাদের বাংলাদেশে এক একজন এর কাছে এক একটি পেমেন্ট পসেসর ব্যাবহার করে । তবে আমার মতে নিটেলার এবং স্ক্রিল পেমেন্ট পসেসর ভালো । কারন আমাদের বাংলাদেশে এই বাংলাদেশে এই দুইটি পেমেন্ট প্রসেসর এর অনেক চাহিদা রয়েছে । আমাদের দেশে নিটেলার এবং স্ক্রিল এর ডলারের লেনদেন বেশি হয় তাই আমি বলব ফরেক্স মার্কেট এ এই দুইটি পেমেন্ট প্রসেসর ব্যাবহার করা ভালো ।
আমার মতে সবচাইতে সুবিধাজনক পেমেন্ট প্রসেসর হচ্ছে স্ক্রিল।আমি নিজেও এটা ব্যাবহার করি।তাছাড়া ইন্সটাফরেক্সের নিজস্ব মাস্টার কার্ড আছে।যেটা দিয়ে আপনি ওয়ার্ল্ডের যেকোনো এ টি এম বুথ থেকে অনায়াসেই টাকা তুলতে পারবেন।