কোন পেয়ার বেশি শক্তি শালী সেটা আগে জানতে পাররে যেকোন কেও একদিনে কোটি পতি বনে যেতে পারে। ফরেক্সে কোন পেয়ার শক্তি শালী হতে পারে যেই বিষয়ে আপনাকে ঘবেষণা করে বের করতে হব। যকে ফরেক্সের ভাষায় অ্যানালাইসিস বলা হয়। আপনাকে ট্রেড ওপেন করার পূর্বে মার্কেট ভাল করে এনালাইসিস করে নিতে হবে যে কোন কারেন্সি শক্তি শালি হতে পরে সে অনুযায়ি আপনাকে ট্রেড ওপেন ও ক্লোজ করতে হবে।