ফান্ডামেন্টাল এনালাইসিস হল যেকোন দেশের অর্থনৈতিক,সামাজিক, রাজনৈতিক, সরবোপরি দেশটির ক্রিয়াকলাপ জানার একটি পদ্ধতি। যাতে দেশটির অবস্থা যেনে ট্রেড করা যায়।
Printable View
ফান্ডামেন্টাল এনালাইসিস হল যেকোন দেশের অর্থনৈতিক,সামাজিক, রাজনৈতিক, সরবোপরি দেশটির ক্রিয়াকলাপ জানার একটি পদ্ধতি। যাতে দেশটির অবস্থা যেনে ট্রেড করা যায়।
ফান্ডমেন্টাল এনালাইসিস হল কোন পেয়ারে সেই সব দেশের কারেন্সির উপর সেই সব দেশের অর্থনৈতিক সামাজিক অবস্থার কি পরিমাণ প্রভাব পড়বে তার একটা বিশ্লেষণ । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে ফরেক্সে ট্রেডিং করতে হলে এনালাইসিস অত্যন্ত গুরত্বপুর্ণ একটা বিষয় । তাই প্রত্যক দেশ ও সার্বিক বৈশ্বিক অর্থনীতির খবরগুলো আমাদের জানা একান্ত আবশ্যক ।
আমি আপনার সাথে একমত। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে যেকোন দেশের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনীতির পরিস্থিতির ওপর নির্ভর করে ঐ দেশের কারেন্সি ভ্যালু বা মান নির্নয় প্রক্রিয়ার একটি মাধ্যম।তাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হলে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অবস্থার খোজখবর রাখা ভালো।
ফরেক্স এ সবচেয়ে গুরুত্তপুর্ন যেটি সেটি হলো ফান্ডামেন্টাল এনালাসিস। ফান্ডামেন্টাল এনালসিস হল অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক ইত্যাদি একটি দেশের অবস্থা বুঝায়। এটি পরিবর্তের সাথে সাথে সেই দেশের কারেন্সি ভ্যলু বা দাম পরিবর্ত্অন হয়।
কোন দেশের অর্থনীতি ভাল করছে এবং কোন দেশের অর্থনীতি খারাপ দিকে যাচ্ছে।বেকারত্বের পরিমান বৃদ্ধি সহ বিভিন্ন ইভেন্ট কিভাবে কেন এবং কিভাবে দেশের অর্থনীতিতে ভুমিকা রাখে এই সকল বিষয় গুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে গুরুত্ব দিতে হবে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে জানতে পারবেন যে , কোন দেশের অর্থনীতি ভাল করছে এবং কোন দেশের অর্থনীতি খারাপ দিকে যাচ্ছে ।
ফান্ডামেন্টাল আনালাইসিস আমরা ফরেক্স এর জাই শব ওয়েব সাইট এ নিউজ বের হয় ওই শব সাইদ গুলু তা আমরা ফান্দামেন্টাল আনাল্যসিস করতা পারে। এবং ফান্ডামেন্তাল আনালাইসিস করে আমরা currency পেয়ার এর অগ্রিম ভবিশ্সাতে কি অবস্তা হবা বা কন দিক আ যাবে তা বের করতা পারব। আর যদি ঐ দেশের অবস্থা ভালে থাকে তাহলে ঐ দেশের কারেন্সি ভেলু বেশি। আর আপনাকে দেশের খবর রাখতে হবে সব সময় কোন দেশে কি পরিস্থিতি যাচ্ছে কারন এটিই হলো ফান্ডামেন্টাল এনালাইসিস ।
কোন দেশের অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ পূর্বক সে দেশ কিভাবে চলসে সেটা বোজার জন্য যে গবেষণা করা হই তাকে ফান্ডামেন্টাল এনালাইসিস বলে। ফান্ডামেন্টাল এনালাইসিস ফরেক্স ব্যাবসার জন্য খুব জুরুরি ইন্টারনেট এ অনেক ওয়েব এ ফান্ডামেন্টাল খবর গোল দিসসে যেমনঃforexfactory.com আবার investing.com আরও অনেক ওয়েব আসে জেকান থেকে অনেকেই দেখে নিতে পারবে।
ফান্ডামেন্টাল এনালাইসিস মুলত ফরেক্স মার্কেট এর দিক নির্দেশনা হিসেবে কাজ করে ।ফান্ডামেন্টাল এনালাইসিস এ দেখা যায় কোন কোন দেশের অর্থনৈতিক অবস্থা কেমন ।যখন একজন ট্রেডার ফান্ডামেন্টাল এলাইসিস করে তখন সে বুজতে কোন দেশে ট্রেড করলে কি ট্রেড করলে লাভবান হওয়া যায় ।কেও যদি ফান্ডামেন্টাল এনালাইসিস ঠিক মতো দেখে ট্রেড করে তবে তার ট্রেড এ লসের সম্ভাবনা কম থাকে।
ফান্ডামেন্টাল এনালাইসিস ফরেক্স মার্কেট এর জন্যে পথ প্রদর্শক
ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে লক্ষ্য করতে হবে।যেমন কোন দেশের অর্থনীতি ভাল করছে এবং কোন দেশের অর্থনীতি খারাপ দিকে যাচ্ছে।বেকারত্বের পরিমান বৃদ্ধি সহ বিভিন্ন ইভেন্ট কিভাবে কেন এবং কিভাবে দেশের অর্থনীতিতে ভুমিকা রাখে এই সকল বিষয় গুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে গুরুত্ব দিতে হবে।আর দেশের অর্থনৈতিক অবস্থা ভাল কারেন্সির ভ্যালু বেশী।দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ কারেন্সির ভ্যালু কম থাকে।
কোন দেশের সকল বিষয় বিবেচনা করে যে ট্রেড ওপেন করা হয় তাকে ফান্ডামেন্টাল আনালাইসিস বলে। ফরেক্সের জন্য এই আনালাইসিস অনেক গুরত্তপুরন। এই আনালাইসিসে মুলত কোন দেশের আর্থিক বিষয় বিবেচনা করে সেই দেশের কারেন্সি নিয়ে ট্রেড ওপেন করাকে ফান্ডামেন্টাল আনালাইসিস বলে।