অামরা দামী জিনিস কখনোই হারাব না । কারণ দামী জিনিস অর্জন করতে হলে অবশ্যই অামাদের সেই মোতাবেক কাজ করতে হবে । অামরা ধৈর্য্য অার পরিশ্রম দ্বারা এই মার্কেটকে জয়ী করব । অামরা অামাদের পরিশ্রমের বিনিময় এই কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
Printable View
অামরা দামী জিনিস কখনোই হারাব না । কারণ দামী জিনিস অর্জন করতে হলে অবশ্যই অামাদের সেই মোতাবেক কাজ করতে হবে । অামরা ধৈর্য্য অার পরিশ্রম দ্বারা এই মার্কেটকে জয়ী করব । অামরা অামাদের পরিশ্রমের বিনিময় এই কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
ফরেক্স মার্কেট এর সফলতা অর্জনের মূল বিষয় হলো ধৈর্য্য এবং পরিশ্রম। আসলে পরিশ্রম বলতে শারিরিক পরিশ্রম নয় এটা মানসিক পরিশ্রম। যিনি যত মানসিক পরিশ্রম করতে পারবেন ধৈর্য্য সহকারে তিনি তত মার্কেট থেকে ভাল ফলাফল পাবেন। আসল কথা হলো স্টাডি করা যত বেশী স্টাডি করতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন তত বেশী অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আর অভিজ্ঞতা হলো মার্কেট এর আসল বিষয়। একমাত্র অভিজ্ঞতা অর্জন করতে পারলেই মার্কেট থেকে লাভবান হওয়া যাবে।
ফরেক্স শেখা এবং লাভ করা সময় সাপেক্ষ ব্যাপার । ধৈর্য না ধরতে পারলে আর কঠোর পরিশ্রম না করলে ফরেক্স মুল্যহীন হয়ে যাবে । তড়িঘড়ি এবং অল্প পরিশ্রমের জন্য ফরেক্স নয় । ফরেক্স হল একটি দীর্ঘ পরিকল্পনা মাফিক কাজ এবং তার ফল । কাজেই ফরেক্স করতে অবশ্যই তাকে পরিশ্রমী এবং ধৈর্যশীল হতে হবে ।
ধৈর্য একটি মহৎ গুন আর পরিশ্রম সৌভাগ্যের প্রসুতি। ধৈর্য এবং পরিশ্রমের সমন্বয় ঘটিয়ে আপনি যদি ফরেক্সে কাজ করতে পারেন তাহলে নিশ্চয়ই সাফল্য পাবেন। ধৈর্য এবং পরিশ্রম থাকলে অল্প অর্থ বিনিয়োগ করেও প্রচুর মুনাফা করা সম্ভব। এজন্য ফরেক্স এ টিকে থেকে ভালো কিছু করতে হলে অবশ্যই পরিশ্রমী ও ধৈর্যশীল হতে হবে।
হ্যা ভাই আপনি ঠিক বলেছেন যে ফরেক্স এ দামী হল ধৈর্য্য ও পরিশ্রম। ধৈর্য্য হল আপনাকে সাফলতা জন্য অপেক্ষা করে রাখে এবং পরিশ্রম হল আপনার কাজের মাশুল দেওয়ার জন্য প্রস্তত থাকে। ফরেক্স মার্কেট এ আসার আগে আপনাকে ধৈর্য্য ধরে পরিশ্রম করে থাকলে আপনি অবশ্যই ফরেক্স থেকে সাফলতা অর্জন করবেন। ধন্যবাদ।
আমিও আপনার কথার সাথে একমত কেননা ফরেক্সে টিকে থাকার প্রধান এবং প্রথম নীতিই হল অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে, ধৈর্য ধারণ করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা।কেননা আপনি যতটা ধৈর্যশীল হবেন, ফরেক্স নিয়ে আপনি ততই এনালাইসিস করার সুযোগ ও সময় পাবেন। এবং আপনি আপনার ধৈর্য এবং আপনার পরিশ্রম কে কাজে লাগিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। যে সিদ্ধান্তই পৌঁছে দেবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জনে।
ধৈর্য ও অনুশীলন এই দুটি গুণ থাকলে পৃথিবীর যে কোন কাজে কার্যসিদ্ধ সম্ভব। ধৈর্য ও অনুশীলন হলো ফরেক্স সাফল্য অর্জনের প্রধান হাতিয়ার। ধৈর্য সহকারে ফরেক্স শেখা ও জানার বিষয় আগ্রহ থাকলে ও ধৈর্য সহকারে ডেমো একাউন্টে অনুশীলন করলে ফরেক্স এর সফলতা সম্ভব। ধৈর্য ধরে ট্রেড করার গুণ অর্জন করতে হবে। ট্রেড করার সকল গুণ অর্জন করলে ফরেক্স উন্নতি করা সম্ভব।
মানবজীবনের সবচেয়ে বড় দুটি গুন হচ্ছে ধৈর্য্য এবং পরিশ্রম।এই দুটি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা কখনও জীবনে সফলতার চূড়ায় পৌছতে ব্যর্থ হবে না।মহান আল্লাহপাকও এই গুণাবলীর মানুষদের পছন্দ করেন এবং তাদের সফলতা দেন।তাই কয়েকটি ট্রেড করে লসের সন্মুখিন হলেই আমাদের পিছপা হওয়া উচিত নয়, আমাদের দু:খ কষ্ট নিয়ে এই ব্যবসা পরিত্যাগ করা উচিত নয়।ধৈর্য্য এবং পরিশ্রম দ্বারা আমাদের এই ব্যবসাকে সহজে পরিণত করতে হবে,প্রথমে ধৈর্য্য সহকারে এই ব্যবসা শিখতে হবে এবং পরবর্তিতে আমরা এই ব্যবসায় সফলকাম হতে পারব।
ফরেক্স মার্কেট এর সফলতা অর্জনের মূল বিষয় হলো ধৈর্য্য এবং পরিশ্রম। আসলে পরিশ্রম বলতে শারিরিক পরিশ্রম নয় এটা মানসিক পরিশ্রম। যিনি যত মানসিক পরিশ্রম করতে পারবেন ধৈর্য্য সহকারে তিনি তত মার্কেট থেকে ভাল ফলাফল পাবেন। পরিশ্রমের পাশাপাশি ধৈর্য্যশীল হতে হবে।যেহেতু ফরেক্স এমন একটা ট্রেড যেখানে লাভ-লোকসানের পরিমাণ থাকতেই পারে।তাই লোকসান হলে মন-মানসিকতা ঠিক রেখে ধৈর্যের সাথে কাজ চালিয়ে যেতে হবে।আপনি যত পরিশ্রমী হবেন ততো দ্রুত সফলকাম হবেন।এ দূটোই হচ্ছে মানুষের বিশেষ গুন।
বিভিন্ন এনালাইসিস দক্ষতা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধৈর্যের সাথে সফলতা পর্যন্ত ট্রেডিং করা উচিত।কারণ কোন ট্রেডার জানেন না, সে সফলতার কোন স্তরে আছেন । এজন্য ধৈর্য ছাড়া যদি ট্রেড বন্ধ করা হয়, তবে ক্ষতি হতে পারে, যেখানে সামান্য সময় ধৈর্য ধরলে বিপুল পরিমাণ প্রফিট এর সম্ভাবনা থাকে। প্রাথমিক দিকে ডলার আয়ের প্রতি গুরুত্ব না দিয়ে ধৈর্যসহকারে ফরেক্স সম্পর্কে শিখতে হবে। ফরেক্স ট্রেড করার জন্য কোন কঠোর শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয় না। এখানে পরিশ্রমটা মানসিক।