-
চার্ট প্যাটার্ন হলো চার্টের আকৃতি মিলিয়ে ট্রেড করার প্রক্রিয়া। এটা টেকনিক্যাল এ্যানালাইসিসের একটা বিশেষ অংশও বলতে পারেন। এবং এখানে মূলত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো মার্কেটের অভ্যন্তরে চার্টের মধ্যে সাপোর্ট-রিজিস্ট্যান্স কিংবা আপনি ক্যান্ডেলস্টীকের প্যার্টান মিলায় ট্রেড করতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সব সময় চার্টের প্যাটার্ন বা আকৃতি একরকম থাকে না।
-
আমরা জানি আমরা কি দেখে ফরেক্স মার্কেটে ট্রেড করি ? সবাই তা জানি৷তা হলো ট্রেডিং চার্ট৷আমরা যখন আমাদের ট্রেডিং চার্ট গুলোতে টেকনিক্যাল এনালাইসিস করে থাকি তখন স্বাভাবিকভাবেই ক্যান্ডেলস্টিক গুলোর বিভিন্ন চার্ট প্যাটার্ণ অনুসরণ করে থাকি৷আমাদের ট্রেডিং চার্ট গুলোতে বেশ কিছু চার্ট প্যাটার্ণ পরিলক্ষিত হয়৷এই সব চার্ট প্যাটার্ণ গুলো এনালাইসিস করেই ট্রেড করা হয়৷ এগুলোর মধ্যে এলিয়ট ওয়েভ প্যাটার্ণ,হেড এন্ড শোল্ডার প্যাটার্ণ,বিয়ারিশ/বুলিশ ব্রেকওয়ে প্যাটার্ণ,ডাবল বা ট্রিপল টপ/ডাউন প্যাটার্ণ... ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য৷এই সব চার্ট প্যাটার্ণ গুলো ভালোভাবে বুঝতে পারলে আমরা সহজেই প্রফিটেবল ট্রেডে এন্ট্রি করার সুযোগ পেয়ে থাকি৷তাই এইসব চার্ট প্যাটার্ণ সম্পর্কে আমাদের স্পষ্ট ধারনা রাখা অপরিহার্য৷
-
আমরা জানি চার্ট প্যাটার্ন হল ভিবিন্ন ধরণের চার্ট দেখে তার ভিবিন্ন অবস্থার প্রেক্ষিতে ট্রেড করা। আরো সহজ করে বললে বলা যেতে পারে, আপনি বার, লাইন বা ক্যান্ডেলস্টিক যে চার্টই ব্যাবহার করেন না কেনো মার্কেটের ট্রেন্ড বা প্রাইস মুভমেন্ট এর উপর ভিত্তি করে মার্কেট চার্ট অনেক ধরণের আকৃতিতে (Shape) ধারন করে এবং প্রতিটি সেইপ এর একটি সম্ভব্য অর্থ থাকে। ফরেক্স মার্কেটে চার্ট এনলিস্টরা এই রকম কিছু স্ট্রেটিজি আবিস্কার করেছেন যাতে করে একজন ট্রেডার চার্টের আকৃতি বা ভিবিন্ন চার্ট ট্রান্সফরমেশন সেইপ দেখে পরবর্তী মার্কেট মুভমেন্ট বা মার্কেট ট্রেন্ড বুঝে ট্রেড করতে পারে। এই পদ্ধতিকেই চার্ট প্যাটার্ন বলা হচ্ছে।
-
যারা ফরেক্স করে তাদের কাছে চার্ট গুরুত্বপূর্ণ। কারন চার্ট দেখেই মার্কেটের মুভমেন্ট বোঝা যায়। প্রতিটি চার্ট মার্কেটের আলাদা আলাদা গতিবিধি নির্দেশ করে। বিভিন্ন প্রকারের চার্ট দেখে মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেড করতে হয়।
-
চার্ট ছাড়া ফরেক্স মার্কেট এ ট্রেড অসম্ভব একটি বেপার ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য চার্ট পেটার্ন হলো অত্যন্ত জরুরি একটি বেপার ফরেক্স মার্কেট এর চার্ট পেটার্ন হলো একটি গ্রাফিকাল ডিসপ্লে যা কিনা কারেন্সির দামের উঠা এবং নামার একটি ধারণা আমাদেরকে দিয়ে থাকে যা দেখে আমরা বুজতে পারি মার্কেট এর পূর্বের মুভমেন্ট কোন দিকে যাই এবং আগামী সময়ে মুভমেন্ট কোন দিকে হতে পারে।
-
আমার জানা মতে, ফরেক্সে প্রাইসের মুভমেন্ট চার্টের মাধ্যমে দেখানো হয়ে থাকে।তিনধরনের চার্ট প্যাটার্নে প্রাইসের মুভমেন্ট দেখানো হয়।১.ক্যান্ডেলস্ িক চার্ট প্যাটার্নে ২.বার চার্ট প্যাটার্নে এবং ৩.লাইন চার্ট প্যাটার্নে। এসব প্যাটার্নে মধ্যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে মাধ্যমে মার্কেটের মুভমেন্ট ভালো বিবেচনা করা যায় বলে অধিকাংষ ট্রেডার ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন দেখে ট্রেড করে থাকে।
-
ফরেক্স মার্কেটে চার্ট প্যাটার্ন খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটা বিষয়। অনেক সময় চার্টে বিভিন্ন আকৃতির প্যাটার্ন গঠিত হয় এবং বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন সিগন্যাল দিয়ে থাকে। এই সিগন্যাল গুলো সত্যিই বেশ কার্যকর। আর একজন ট্রেডারের যে সব বিষয়গুলো জানা থাকতে হবে। তা হলোঃ ডাবল টপ, ডাবল বটম, ট্রিপল টপ, ট্রিপল বটম, থ্রিসিডি এবং আরো বেশ কিছু প্যাটার্ন। এইগুলা আমাকে খুব ভালো প্রফিট অর্জন করতে সাহায্য করবে।
-
সমস্ত চার্ট নিদর্শন অনুমান এবং কার্যকর ফরেক্স বাণিজ্যের ক্ষেত্রে সহায়ক। তবে ক্যান্ডেলস্টিক চার্টের নিদর্শন সমস্ত চার্ট নিদর্শন থেকে সেরা is এটি একটি বাজারের আসন্ন এবং চলমান অবস্থা সম্পর্কে খুব সঠিক তথ্য দেয়। সর্বাধিক ব্যবসায়ীরা এই চ্যাট প্যাটার্নের উপর নির্ভর করে। চার্ট প্যাটার্নে বিভিন্ন সময় ফ্রেমগুলি বাণিজ্য আরও সহজ এবং নির্ভরযোগ্য করে তোলে।
-
ফরেক্স মার্কেটে সবাই ট্রেড করে থাকি এবং তাদের সবার কাছেই চার্ট পেটার্ন একটি পরিচিত নাম।তবে ভিবিন্ন ধরণের চার্ট দেখে ভিবিন্ন অবস্থার প্রেক্ষিতে ট্রেড করা যেতে পারে।একজন ব্যবসায়ীর নিয়মিত চার্ট ব্যবহার করে একটি সম্পূর্ণ ট্রেডিং প্ল্যান বিকশিত করতে পারেন।এবং সহজ অনুশীলনের একটির সঙ্গে সমঝোতার প্রচেষ্টা করা যেতে পারে।
-
আমরা যারা ফরেক্স ব্যবসা করি তাদের সবার কাছেই চার্ট পেটার্ন একটি পরিচিত নাম । তবে ভিবিন্ন ধরণের চার্ট দেখে ভিবিন্ন অবস্থার প্রেক্ষিতে ট্রেড করা যেতে পারে ।একজন ব্যবসায়ীর নিয়মিত চার্ট ব্যবহার করে একটি সম্পূর্ণ ট্রেডিং প্ল্যান বিকশিত করতে পারেন এবং সহজ অনুশীলনের একটির সঙ্গে সমঝোতার প্রচেষ্টা করা যেতে পারে ।