-
আ*মি ফ*রেক্স*কে পেশ*া হি*সে*বে কা*জে লাগা*তে পা*রি ফওরক্স এমন একটি ব্যবসা যার মাধ্য*মে যে*কোন সময় যে*কোন স্থা*নে কাজ ক*রা যায়। এমন*কি যখন খু*শি তখন কাজ কর*তে পার আপনার নিজ সাধীন মতন আপ*নি কাজ কর*তে পা*রেন এই ব্যবসায় যেমন সময় কম লা*গে তেমন শ্রম ও কমলা*গে। তাই এ*টি পেশা হি*সে*বে আনেক ভা*লো
-
ফরেক্স মার্কেট অত্যান্ত জঠিল একটি ব্যবসা বলে আমি মনে করি । মার্কেট থেকে নিয়মিত আয় করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে । একজন ভাল ট্রেডার ফরেক্স মার্কেট থেকে নিয়মিত প্রফিট করে থাকে । কেননা একজন ভাল ট্রেডার এলোমেলো ভাবে ট্রেড না করে মার্কেট এ্যনালাইসিস করে, মার্কেটের মুভমেন্ট দেখে স্থির করে যে ট্রেড করবি কি না । তাই আপনি যদি ফরেক্স কে আপনার পেশা হিসেবে নিতে চান তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করে ভাল ট্রেডারের গুনাবলিগুলো *অর্জন করতে হবে ।
-
আপনি এটাকে পেশা হিসেবে নিতে পারেন ।তবে তখন পেশা হিসেবে নিবেন যখন আপনি একজন ভালো ট্রেডার হবেন । আর ফরেক্স মার্কট এ লাভ ও লস থাকবে ,এভারেজ যদি আপনি লাভ করতে পারেন তাহলে আপনি সফল।তবে পেশা হিসেবে নেয়ার আগে আপনাকে ভা্বতে হবে, আপনি ফরেক্স কে পেশা হিসেবে নেয়ার মত উপযুক্ত হয়েছেন কিনা? এখানে আপনার ধৈর্য্যের পরীক্ষা দিতে হবে। অনেক পড়াশুনা করতে হবে।
-
আমি মনে করি আপনি যদি ভালোভাবে ফরেক্স আয়ত্ব করতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে অনেক টাকা আয় করবেন।আমার মতে আপনি ফরেক্স ভালো করে শিখে নিশ্চিন্তে এটাকে পেশা হিসেবে নিতে পারেন।
-
আপনি যদি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারেন তাহলে ফরেক্স কে ব্যবসা হিসেবে নিতে পারেন এবং আপনার পেশা হিসেবে। আপনি ফরেক্স মার্কেটে যদি ভালো ভাবে কাজ করতে পারেন তাহলে ফরেক্স থেকে ভালো আয় করতে পারবেন।
-
ফরেক্সকে আপ্নি পেশা হিসাবে বেছে নিতে পারেন। ফরেক্স পেশা হিসাবে যে কন পেশা থেকে ভাল এক্টি মাধ্যম। যা থেকে আপ্নি যে ব্যবসার তুলনাই বেশী ইনকাম করতে পারবেন। আপ্নি যদি ফরেক্সের উপর দক্ষ ও অভিগতা অরজন করতে পারেন তাহলে আপনি এখান থেকে ভাল টাকা আয় করতে পারেন। আর যদি ফরেক্সের উপর দক্ষ ও অভগতা অরজন না করতে পারেন তা হলে ফরেক্সাপ্নার জন্য ধংস সরুপ।
-
ফরেক্স একটি মুক্ত ও স্বাধীন পেশা। যে কেউ এখানে ব্যবসা করতে পারেন। যেকোনো শ্রেনী পেশার মানুষ এখানে ব্যবসা করতে পারেন। কারন ফরেক্স বিজনেস কম্পিউটার কিংবা স্মার্টফোনের সাহায্যে ঘরে বসেই করা যায়। তাই একজন ছাত্র কিংবা ব্যবসায়ী কিংবা চাকুরীজীবি ফরেক্সে ব্যবসা করতে পারেন। আপনি এটাকে পেশা হিসেবে বেছে নিতে পারেন।
-
কেউ যদি ফরেক্স ব্যবসা কে নিজের অর্থ উপার্জনের প্রধান উপায় বানাতে চায় তাহলে তাকে এর পিছনে অনেক বেশি সময় দিতে হবে।কারন যদি প্রচুর সময়,প্রছুর পরিশ্রম না করা হয় তাহলে অভিজ্ঞতা অর্জন করা যাবে না। এই ব্যবসা কে কেউ যদি পেশা হিসেবে নিতে চায় তাহলে তাকে সময় দিয়ে আস্তে আস্তে শিখতে হবে,জান্তে হবে মার্কেট সম্পরকে।
-
ফরেক্স মার্কেট এর ব্যাবসাকে যদি কোন লোক পেশা হিসেবে নেয় তাহলে তাকে।ফরেক্স মার্কেট নিয়ে অনেক লেখাপড়া করতে হবে,ফরেক্স মারকেটের ট্রেডিং করার কলাকৌশল ভাল করে শিখে নিয়ে ট্রেডিং।করতে পারলে অনেক ভাল হয় তাই আমাদের ফরেক্স ব্যাবসা কে পেশা হিসেবে নিলে অনেক ভাল করা যায়।
-
ফরেক্স একটি বিদেশি বাজার। এখানে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয় বিক্রয় করা হয়। আপনি ইচ্ছা করলে ফরেক্সকে আপনার পেশা হিসেবে নিতে পারেন। কিন্তু তার আগে ফরেক্স এর সকল বিষয় আর আইন কানুনগুলো আপনাকে অনেক ভালোভাবে রক্ত করতে হবে। সে জন্য আপনাকে ফরেক্স নিয়ে অনেক পড়ালেখা করতে হবে। এবং ফরেক্স এ অনেক সময় ব্যয় করতে হবে। আর প্রচুর পরিমানে ডেম ট্রেড করতে হবে। যাতে আপনি রিয়েল ট্রেড করতে পারেন। ধন্যবাদ।