-
ফরেক্স একটি মুক্ত ব্যবসা। ফরেক্স এ বিভিন্ন ট্রেডারের আয় বিভিন্ন রকমের হয়ে থাকে। আর এখানে ইনভেস্ট এর একটা ব্যাপার তো আছেই। যার ইনভেস্ট বেশি সে বেশি আয় করতে পারে যদি সে ভাল করে ফরেক্স ব্যবসা জানে। আর যার ইনভেস্ট কম সে ইচ্ছা করলেউ বেশি ইঙ্কাম করতে পারবে না। বেশি ইঙ্কাম করতে গেলে তখন তাকে রিস্ক নিতে হবে। যার কারনে একাউন্ট ও রিস্ক এ পরে যেতে পারে। রিস্ক এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে।
-
আমি নিজেই একজন নতুন ট্রেডার এবং আমি এখনও আমার মুলধন এই বাজারে বিনিয়োগ করিনি। আমি বর্তমানে ডেমো ট্রেডিং করছি ও বাজার সম্পর্কে এনালাইসিস করছি এবং নিজেকে সফল ট্রেডার হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা করছি।
-
ভাল বাবে কাজ করতে হলে আপনাকে প্রথমেই এখানে একটু সময় দিতে হবে । কারণ আপনি সময় না দিলে এ সমপ্কে সঠিক ভাবে বুঝতে পারবেন । যত বেশি ভালভাবে বুঝতে পারবেন ,তত বেশি অর্থ উর্পাজন করতে পারবেন । ফরেক্স আপনার প্রয়োজনীয় কাজের সঠিক মূল্য দিতে পারবে । যার ফলে আপনার সময় নষ্ট হবে না । তােই আপনাকে খুব বেশি বেশি পরিশ্রম করতে হবে । পরিশ্রম বেশি করতে পারলেই আপনি মঠিক অর্থ পেতে পারেন । আর এতে করে আপনি এ কাজে আরো বেশি পারদীর্শ হয়ে ্*উঠবেন । তাই বেশি করে পরিশ্্রম কবতে হবে ।
-
ফরেক্স ট্রেডিং এ আমি বর্তমানে একজন নতুন ট্রেডার।আর রিয়েল ট্রেডিং শুরু করেছি কয়েকদিন হলো।এর আগে আমি ডেমোতে ট্রেডিং করিছি। আমি এখনও সে রকমের কোন প্রফিট তুলতে পারিনি। তবে আমি রিয়েল ট্রেডিং শুরু করেছি ২৫০ $ দিয়ে।তাই আমি প্রতিদিন ১৫ থেকে ২০ ডলার আয় করতে পারলেই নিজেকে সুখি এবং সফল ট্রেডার বলে ধরে নেব। আমি ডেমোতে আমার ট্রেডিং দক্ষতা অর্জন করছিল। ইনশাল্লাহ এখন আমি রিয়েল ট্রেডিং এ ভালো কিছু করতে পারবো বলে আশা করি।
-
হাঁ আবশই আমি যদি ইনকান করতে পারি তাহলে আমি অন্নদেরও জানাব।আমাদের ফরেক্স সম্পর্কে ভাল ধারনা থাকা দরকার কারন এটা একটি বড় ধরেনর ব্যবসা যেখান থেকে মাসে অনেক টাকা আয় করা যায়। আমাদের কে ভাল আয় করার জন্য ভাল ভাবে ডেমো চর্চা করতে হবে এবং লোভ , আবেগ এগুলো কে ত্যাগ করতে হবে।তাহলে তারাও উপকৃত হবে।
-
আমি ফরেক্সের সাথে প্রায় ৫ বছর যাবত জড়িত কিন্তু এই দীর্ঘ সময়কে আমি ফরেক্স শেখার ব্যপারে খুব কম সময়ই ব্যয় করেছি । তাই ফরেক্স সম্পর্কে আমার জ্ঞ্যন খুব একটা বেশী না থাকায় আমার গড় লাভ খুব একটা উল্লেখযোগ্য নয় । তবে প্রতি দিনে গড়ে আমি ২ থেকে ৩ ডলার পর্যন্ত লাভ করে থাকি । মাঝে মাঝে আবার মার্জিন কলও পেয়ে থাকি কিন্তু তার জন্য ফরেক্স সম্পর্কে আমার জ্ঞ্যন যত টুকু না দায়ী তার চেয়ে আমার মন মানসিকতার নিয়ন্ত্রন না থাকাই বেশী দায়ী ।
-
ফরেক্স এ বিভিন্ন ট্রেডারের আয় বিভিন্ন। আর এখানে ইনভেস্ট এর একটা ব্যাপার আছে। যার ইনভেস্ট বেশি সে বেশি ইঙ্কাম করতে পারে যদি সে ভাল করে ফরেক্স ব্যবসা জানে। আর যার ইনভেস্ট কম সে ইচ্ছা করলেউ বেশি ইঙ্কাম করতে পারবে না। বেশি ইঙ্কাম করতে গেলে তখন তাকে রিস্ক নিতে হবে। যার কারনে একাউন্ট ও রিস্ক এ পরে যেতে পারে।
-
একথা সত্য যে আমরা একজনের সফলতা দেখে অন্যজন সফলতা অর্জনের জন্য আগ্রহ পোষণ করে থাকি, ঠিক তেমনি আমি যদি ফরেক্স মার্কেটে ব্যবসা করে সফলতার সাথে আয় করতে পারি তাহলে অবশ্যই কেউ-না-কেউ আমার সফলতা দেখে সেও এখান থেকে আয় করে নিজেকে সফল করতে চাইবে, তবে আমি ফরেক্স মার্কেট থেকে এখনই অনেক বেশি আয় করতে চাই না কারণ আমি বিশ্বাস করি যে ধীরে ধীরে আমার দক্ষতা অভিজ্ঞতা এবং ব্যালেন্সের সাথে সাথে আমার আয়ের পরিমাণও বৃদ্ধি পাবে, কেননা আমি যখন প্রথম অবস্থায় ফরেক্স ট্রেডিং শুরু করি তখন মাসিক খুব কম প্রফিট হত যেটা 20 থেকে 30 ডলারের মত,কিন্তু ধৈর্যসহকারে ফরেক্স মার্কেট এর সাথে লেগে থাকায় ধীরে ধীরে আমার ব্যালেন্সের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নিজের দক্ষতা ও অভিজ্ঞতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেই সাথে সাথে আমি এখন মাসিক 80 থেকে 100 ডলারের মত প্রফিট করে থাকি। আর বর্তমানে এতেই আমি সন্তুষ্ট থেকে আমি নিজেকে আরও দক্ষ ও অভিজ্ঞ করে তোলার চেষ্টা করছি, যাতে করে ভবিষ্যতে আমি এর থেকে বেশি প্রফিট করতে পারি।
-
ফরেক্স ট্রেডিং এ আমি বর্তমানে একজন নতুন ট্রেডার।রিয়েল ট্রেডিং শুরু করেছি ২মাস হলো।এর আগে আমি ডেমোতে ট্রেডিং করেছি। আমি এখনও সে রকমের কোন প্রফিট তুলতে পারিনি। ফরেক্স এ অনভিজ্ঞতার কারণে বার বারই ব্যালেন্স জিরো করে ফেলেছি। তবে আমি ফরেক্স থেকে প্রতিদিনি নতুন কিছু না কিছু শিখছি যা দ্বারা আশা করি ভবিষ্যতে ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে পারবো। আমি ডেমোতে নিয়মিত ট্রেডিং করি যাচ্ছি নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে।
-
হ্যাঁ প্রিয় আমি আপনার সাথে পুরোপুরি একমত আপনি কেবল তখনই আত্মবিশ্বাসের সাথে বাণিজ্য শুরু করতে পারেন যখন আপনার ট্রেডিং সম্পর্কে কিছু ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে। ফরেক্স ট্রেডিং সম্পর্কে আপনার কিছু ভাল জ্ঞান থাকলে আপনি ফরেক্স ট্রেডিং সম্পর্কে আস্থা অর্জন করতে পারেন। আপনি বিভিন্ন উত্স দ্বারা আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা উন্নত করতে পারেন যাতে আপনি সফলভাবে বাণিজ্য করতে চান তারপরে প্রথমে আপনার জ্ঞানের উন্নতি করতে এটি আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে।আমি আশা করি আপনি আমার পোস্ট পছন্দ করবেন।