ফরেক্স মার্কেটে আপনি বিভিন্ন উপায়ে ডিপোজিট করতে পারেন যেমন আপনি করতে পারেন স্ক্রিল এর মাধ্যমে আপনি নেটেলার এর মাধ্যমে করতে পারেন পেজার মাধ্যমে করতে পারেন আর আপনি সবছেয়ে ভাল সেটা হচ্ছে আপনি যদি স্ক্রিল এর মাধ্যমে করেন তাই আমি করি।
Printable View
ফরেক্স মার্কেটে আপনি বিভিন্ন উপায়ে ডিপোজিট করতে পারেন যেমন আপনি করতে পারেন স্ক্রিল এর মাধ্যমে আপনি নেটেলার এর মাধ্যমে করতে পারেন পেজার মাধ্যমে করতে পারেন আর আপনি সবছেয়ে ভাল সেটা হচ্ছে আপনি যদি স্ক্রিল এর মাধ্যমে করেন তাই আমি করি।
ফরেক্স মার্কেটে আমি কিভাবে ইনবেস্ট করব সে সম্পর্কে আমার সঠিক ধারনা নেই আমি আপনাদের কাছে জানতে চাই কিভাবে ফরেক্স মার্কেটে ইনবেস্ট করব।
আমার জানা মতে ফরেক্স মার্কেট এ ডিপোজিটের করার অনেক মাধ্যম আছে। তার মধ্যে আমি ফরেক্স মার্কেট এ ডিপোজিত করি অনলাইনে নেটেলার অ্যাকাউন্ট ডলার কিনে ইনভেস্ত করি। এছাড়াও অনলাইনে পারফেক্ট মানি, মানি বকের মাধ্যমে ও ফরেক্স মার্কেট এ ডিপোজিত করা যায়।
ফরেক্স মার্কেটে বাংলাদেশে তেমন একটা জনপ্রিয়তা না পাওয়ার কারণ হল এখানে এটাকে ঘিরে খুব বেশি পরিমাণে প্রচার প্রসার নেই । তবে ইদানিং অবস্থার বেশ উন্নতি হচ্চে বাংলাদেশ ফোরাম কর্তৃপক্ষ পোস্টিং বোনাস দেওয়ার মাধ্যমে নতুনদের উৎসাহিত করছে । বাংলাদেশ থেকে ফরেক্সে ডিপোজিট করার মাধ্যম হল নেটেলার,স্কিল ইন্সটা ফরেক্স মাস্টার কার্ড ইত্যাদি মাধ্যমে করা যায় ।
ফরেক্স মার্কেট এ ডিপোজিট করার জন্য আমরা বেশ কিছু মেথড ব্যবহার করে থাকি। যেমন
১/স্ক্রিল
২/পাইজা
৩/পেপাল
৪/নেটেলার
৫/ইগো পে
বিভিন্ন ব্রোকারে বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। আমরা আমাদের সুবিধা মত অনলাইন পেমেন্ট প্রসেসরে এর মাধ্যমে ইনভেস্ট করতে পারি। এখানে paypall, skrill, egopay, payza, bank ইত্যাদি।
এগুলও ছারাও অন্যন্য সিস্টেম আছে যা দিয়ে আপনি ইনভেস্ট করতে পারেন।
ফরেক্স মার্কেট এ টাকা জমা দেয়া আমাদের দেশে অনেক কঠিন বেপার । যেহেতো আমাদের সরকার এখনো ফরেক্স কে অনূমোদন দেয় নাই ও আমাদের ব্যাংক গুলু থেকে আমরা ফরেক্স এ টাকা জমা দিতে পারি না । এই কারণে আমাদের দেশে ফরেক্স এর যেই জনপ্রিয়তা থাকার থাকার কথা ছিল তা এখন নাই । আমরা স্ক্রিল , নেটলার কিংবা পাইওনিয়ার এর মাস্টার কার্ড এর মাদ্ধমে ফরেক্স এ টাকা জমা দিতে পারি । কিন্তু আমাদের দেশে যদি সহজ ভাবে টাকা জমা দেয়ার ব্যবস্থা থাকতো তবে আমরা অনেক সুবিধা পেতাম ।
ফরেক্সে ব্যাংক কারডের মাধ্যমে ডিপোসিট করা যায় । তবে এর সুবিধা এবং নিয়ম কানুন জানিনা দয়া করে জানালে উপকার হবে তাই একটু জানাবেন । আরো অনেকে জানতে পাবের ।
ফরেক্সে ট্রেডিং করে আমরা বিভিন্ন মাধ্যমে টাকা তুলতে এবং ডিপোজিট করতে পারি।। টাকা তুলার জন্য সব সময় ইন্সটা কারড, নেটেলার, পেপাল,পেইজা ইত্যাদি মাস্টার কারড এর মাধ্যমে টাকা উত্তোলন এবং ডিপোজিট করা যায়।। তবে আমি ফরেক্সে এখনো পরজন্ত কোনো রিয়েল মানি ইনভেস্ট করিনি। ফোরামের ডলার দিয়েই ট্রেড করি।।।
ফরেক্স মার্কেটে আপনি বিভিন্ন ভাবে ডিপোজিট করতে পারেন একটা হচ্ছে আপনি ব্যাংকের মাধ্যমে আরেকটা হচ্ছে আপিনি কার কাছে সরাসরি ডলার কিনে ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে পিয়ারেন তবে আওনি যে ভাবেই ইনভেস্ট করেন না কেন আপনি ফরেক্স না জানলে লস করবে।