-
আমি মনে করি ফরেক্সে লস করার অনেকগুলো কারণ আছে যেমন আপনার ট্রেডিং সম্পরর্কে ভাল দক্ষতা এবং কম অভিজ্ঞার কারনে আবার আপনি যদি বেশি লোভ করলেও তার প্রেক্ষিতেও লস হতে পারে আমি মনে করি আপনে ফরেক্স এ যদি লস খান তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফরেক্স শম্মন্ধে মেধা অনেক কম আছে এজন্য বুঝে শুনে ফরেক্স করলে আমরা আশাকরি কখনো লচের শম্মুখিন হব না।
-
ফরেক্স লস করার কারন হোল ফরেক্স সম্পরকে ভাল জ্ঞান না থাকা ফরেক্স সম্পরকে ভাল না জানা ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করলে লাভ করা যাবে সে সম্পরকে ভাল কোন ধারনা না থাকা ট্রেডের কোন স্টাটেজি তৈরি না করে ট্রেড করা অনেক কারনে ফরেক্স ট্রেডে লস হয়।
-
আসলে এই একই প্রশ্নের উত্তর আমরা যারা দীর্ঘদিন ধরে ফরেক্সের এই ফোরামে কাজ করছি তারা যথার্থ ভাবে দেওয়ার চেষ্টা করছি। ফরেক্সে ব্যার্থতার নানা কারন থাকতে পারে তার মধ্যে সবচেয়ে বড় কারনটি হল ফরেক্স সম্পর্কে অজ্ঞতা,অদক্ষতা ইত্যাদি।
-
ফরেক্স ব্যববসায়ে লস লাভ দুটোই আছে তবে বেসির ভাগ লোক লস করে অনভিজ্ঞতার কারনে । তাই আমাদের ফরেক্স মা্রকেটে লস এড়াতে হলে অবশ্য ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে ডেমোতে ট্রেড করে ভালো ধারনা নিয়ে তারপর রিয়েলে ট্রেড করলে আপনি সফল হবেন।
-
আমি মনে করি বেশী লোভের কারনে ফরেক্স লস করার কারন আপনি লোভ করলেও লস করতে পারেন।। তাই ট্রেড দক্ষতা অর্জন করার জন্য ডেমো করার দরকার এবং লোভ সংবরণ করা উচিত।
-
আমি মনে করি ফরেক্সে লস করার কয়েকটি কারণ থাকতে পারে। আর আমাদের লস এর যেসব কারন থাকে সেগুলো আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি। উদ্দেশ্য বিহীন ট্রেড করা মানে কোন ধরনের এনালাইসিস ছাড়াই ট্রেড করা।আপনি ভালোভাবে এনালাইসিস করে ট্রেড ওপেন করলে লস হওয়ার কোন সুযোগ নেই।
-
ফরেক্স মার্কেটে লস হওয়ার বিভিন্ন কারন গুলোর মধ্যে আমার জানামতে যেসব কারনে ট্রেডার লসে পরে টা নিম্নে উল্লেখ করলাম ।
১। ফরেক্স মার্কেট সম্পর্কে অল্প জেনে ট্রেড করার জন্য,
২। ফরেক্স মার্কেট সম্পর্কে অনবিজ্ঞ থাকার জন্য,
৩। সিগন্যালের উপর নির্ভরশীল,
৪। এনালাইসিস ছাড়া ট্রেড করলে,
৫। মানি ম্যানেজমেন্ট না মেনে,
৬। বড় লটে ট্রেড করলে । ইত্যাদি ।
-
ফরেক্স মার্কেট এ আমরা ট্রেড করি আমাদের মেধা দিয়ে। আমরা যদি আমাদের মেধা দিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড কপরতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ সফল হতে পারবো। আর যদি আমরা ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড কোরতে না পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ সফল হতে পারবনা। ফরেক্স মার্কেট এ লস হওয়ার অনেক কারন আছে। যেমন অবিজ্ঞিতার অভাব, ফরেক্স মার্কেট এ এনালাইসিস এর অভাব, অতি লোভ ইত্যাদি।
-
অাসলে এই মার্কেটে কেউ লস করতে অসেনা সবাই চায় এখানে অনেক উপার্জন করতে কিন্ত সবাই তাই করতে পারে না *এখানে লস করার প্রধান কারন হল আমাদের অতি লোভ যারা এথানে মার্কেট মুভমেন্ট না বুঝে ট্রেড করবে তারা অবশ্যই লস করবে লাভের প্রত্যশা করার অাগে আপনার অবশ্যই এই মার্কেট সম্পর্কে অগাধ পান্ডিত্য ও অভিজ্ঞতা অর্জন করতে হবে
-
যে কোন ব্যবসায় লাভ লস বিদ্ধমান কিন্তু ফরেক্স এ সাধারনত লস করার প্রধান কারন হল ফরেক্স সম্পর্কে অজ্ঞতা এবং লোভ যা আপনাকে সবসময় তারা করে এছাড়া ফরেক্স মার্কেট ভালভাবে এনালিসিস না করা উল্টোপাল্টা ট্রেড করা ইত্যাদি