ফরেক্স মার্কেট এ ইনডিকেটর খুবই জনপ্রিয় কিন্তু ইনডিকেটর নিরভরসিল হওয়া মতেও উচিত না কারণ অনেক সময় ইনডিকেটর এনালাইসিস না করতে পারলে লস হবে এজন্ন ফরেক্স মার্কেটে লস হুয়ার সম্ভনা হয়ে থাকে
Printable View
ফরেক্স মার্কেট এ ইনডিকেটর খুবই জনপ্রিয় কিন্তু ইনডিকেটর নিরভরসিল হওয়া মতেও উচিত না কারণ অনেক সময় ইনডিকেটর এনালাইসিস না করতে পারলে লস হবে এজন্ন ফরেক্স মার্কেটে লস হুয়ার সম্ভনা হয়ে থাকে
ইন্ডিকেটর এর উপর নিরভর করা ঠিক না কারন ইন্ডিকেটর সব সময় আমাদের ঠিক ইনফরমেশন দেয় না যার ফলে আমরা যদি মার্কেট এনালাইসিস না করে ট্রেদ করি তবে বড় ধরনের লস করার সম্ভাবনা আছে।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে কিছু নিওম কানন ফলো করতে হবে সেই নিওমের ভাইরে গেলে হবে না তাই ইন্ডিকেটর এর উপর কখন নিরভর হওয়া ভাল না তাই ইন্ডিকেটর ছাড়া ট্রেড করার চেস্টা করতে হবে।
আসলে এখানে নানা গুরুর নানা মত। কেউ বলেন ইনডিকেটর নির্ভর ট্রেডিং সিস্টেম আপনাকে গোল খাওয়াবে। আবার কেউ বলেন আপনি রোবট ব্যবহার করুন আর বসে বসে প্রফিট এর টাকা গুনেন। আমি বলি কি আপনার সিস্টেম আপনি খুজে বের করুন। কেউ বলুক আর না বলুক তাতে কার কি আসে যায়। আপনার সিস্টেমযদি আপনাকে প্রফিট দেয় তবে তাতে কার কি।
ফরেক্স মার্কেটের গতিবিধি বুঝার জন্য ইন্ডিকেটরের উপর সম্পূর্ন নির্ভর না করাই ভালো কারন এগুলো সব সময় সঠিক নির্দেশনা দেয় না।অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না ।ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।ইন্ডিকেটর আপনাকে ফান্ডামেন্টাল এনলাইসিস সাহায্য করতে পারে।
আমি আপনার সাথে পুরোপুরি একমত । ইন্ডিকেটর ব্যবহার করা ভাল । তবে পুরোপুরি ইন্ডিকেটর নির্ভর হওয়া ভাল না । ফান্ডামেন্টাল এনলাইসিস করার পর ইন্ডিকেটর ব্যবহার করা উচিত পার্ফেকশন হিসেবে । শুধু ইন্ডিকেটর কখোনো ভাল ফলাফল এনে দিতে পারে না ।
ধন্যবাদ
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটরের ব্যবহার একটি সাধারণ ঘটনা যা সকলেই বিশ্লেষন করে। ইন্ডিকেটর যে সিগনাল দেয়- তা সকলের নিকট সমান। তারপরও কেউ লাভ করে আরার কেউ লস করে। তাহলে ব্যবধানটি কী?নিশ্চয় আরও কিছু ব্যাপার আছে- যা ট্রেডারভেদে একেক রকম হয়।এটিই স্বাতন্ত্র বৈশিষ্ট্য।এবং তা লব্ধ করতে হয় বাস্তবতা দিয়ে। এ কাজটি যিনি ভাল রপ্ত করতে পেরেছেন-তিনিই সফল।
ইন্ডিকেটরের উপর নির্ভর করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহনকে আমি মনে করি অনেকটা অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে কাজ করা। কারন ইন্ডিকেটর সব সময় নিভূল ভাবে আপনাকে মার্কেট মুভমেন্ট সম্পর্কে সংকেত দিবে না অনেক সময় আপনি ইন্ডিকেটরের মাধ্যমে এমন কিছু সংকেত দেখতে পাবেন যার সাথে প্রকৃত মার্কেত ট্রেন্ডের কোন মিল পাওয়া যাবে না আর আপনি যদি সেই ইন্ডিকেটরকে অনুসরন করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করেন তাহলে আপনিতো ট্রেডে লস করবেনই আর এটাই স্বাভাবিক।
।ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা জায় ইন্ডিকেটর দিয়ে লাভ করা জায় তবে কি ইন্ডিকেটর এর উপর কখনো নির্ভর হয়া উচিত না ইন্ডিকেটর দিয়ে ট্রেড করে ইন্ডিকেটর এর উপর নির্ভর হয়া যাবে না কখনো।
আমি মনে করি ইন্ডিকেটর এর উপর নির্ভর করা যায় কিন্তু সব সময় নির্ভর করা উচিত নয়। তবে ফরেক্র কাজ করার জন্য ইন্ডিকেটর সম্পরকে আমাদের জানা উচিত। যদি আপনি সম্পনো ইন্ডিক এর উপর নির্ভর করে কাজ করেন তা হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে।তাই ইন্ডক সম্পরকে ভালভাবে জানা প্রযোজন ।