-
মুভিং এভারেজ বহুল প্রচলিত একটি ইনডিকেটর। কিন্তু সিম্পল মুভিং এভারেজ সম্পর্কে আমার ভাল ধারনা নেই। কেউ যদি ভালমত গুছিয়ে লিখে পোষ্ট করেন তাহলে উপকৃত হব।
সিম্পল মুভিং এভারেজ কি?
এই ইন্ডিকেটরটি দিয়ে পিরিয়ড এবং প্রাইস এর ভিত্তিতে একটি গাণিতিক হিসাব এর মাধ্যমে আপনি ট্রেন্ড ডিরেকশন সহ বায় এবং সেল সংকেত বা সিগনাল দিতে পারবেন। এই ক্ষেত্রে আপনি কত দীর্ঘ মেয়াদী বা স্বল্প মেয়াদী ট্রেড করবেন তা নির্ভর করবে আপনি কত সময়ের মুভিং এভারেজ পছন্দ করছেন। তবে অভিজ্ঞ ট্রেডাররা ৩টি সময়ের মুভিং এভারেজ এর উপর ট্রেড করে থাকে। সেগুলো হলঃ
স্বল্পমেয়াদী (Short term) � ১০ দিনের মুভিং এভারেজ
মধ্য মেয়াদী (Intermediate Term) � ৫০ দিনের মুভিং এভারেজ
দীর্ঘ মেয়াদী (Long Term) � ২০০ দিনের মুভিং এভারেজ
-
মার্কেট প্লেসে মুভিং এভারেজ হল একটি ভালো এবং সহজ বোধ্য কমন ইনডিকেটরস। এর সাহায্যে মার্কেটের বিগত কিছু ক্যান্ডেলের অবস্থান গতি বিধি ইত্যাদি সম্পর্কে ভালো ধাররা লাভ করা যায়। শর্ট টাইম ফ্রেমে মার্কেট করলে মার্কেটের মুভিং এভারেজের ক্রসিং দেখেও অনেকে ট্রেড করে থাকেন।
-
মুভিং এভারেজ ফরেক্স মার্কেটের গুরুত্বপূর্ন একটি ইন্ডিকেটর।এই ইন্ডিকেটর ফলো করে আপনি লং টার্ম মার্কেট এবং শর্ট টার্ম মার্কেট বের করতে পারবেন।আমি সাধারনত সিম্পল মুভিং এভারেজের ২০০ মুভিং এভারেজটা ব্যাবহার করি।
-
সিম্পল মুভিং অ্যাভারেজ হল অন্যতম একটি ফরেক্স ট্রেডিং ইন্ডিকেটর আর এটি ফরেক্স ট্রেডিং প্লার্টফর্মে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এ ছড়াও আরও অনেক ধরনের ইন্ডিকেটর ব্যাবহার করে আমরা ফরেক্সে ট্রেড করে থাকি যা ট্রেডের জন্য খুবই সহায়ক।
-
আসলে সিম্পল মুভিং এভারেজ হল একটা ইন্ডিকেটর। এখন সেটা আপনি যে কোন প্রিয়ডের রাখতে কিংবা ব্যবহার করতে পারেন। মুভিং এভারেজগুলো ট্রেডারদেরকে ট্রেডিং এর ক্ষেতে কিছুটা সহায়তা প্রদান করে থাকে মার্কেটের সিচুয়েশন জানার বা বোঝার জন্য। তবে শুধু এগুলোর উপর ভরসা করা যাবে না, তাই এগুলোর আপনার যেটা যেটা ভাল লাগে সেগুলোকে একত্রিত করে আপনি আপনার নিজের একটা শক্তিশালী পদ্ধতি বানিয়ে আপনাকে এখানে ট্রেড করতে হবে, যেটা আপনাকে সব সময় প্রফিট দিবে।
-
Simple moving average হচ্ছে ট্রেডিং চার্টে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য একটি বহুল ব্যবহৃত ও জনপ্রিয় ইন্ডিকেটর ৷এটি ব্যবহার করা হয় বিভিন্ন period সেট করে৷ যেমন-200SMA/100SMA/50SMA/20SMA... ইত্যাদি দিয়ে বিভিন্ন ধরনের ক্রসওভার M/A ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করা হয়৷অনেক ট্রেডার আছেন যারা এসব simple moving average indicator ব্যবহার করে ট্রেন্ড নিশ্চিত হয়ে থাকেন এবং সাপোর্ট ও রেসিসটেন্স লেভেল গুলো পরিষ্কারভাবে চিহ্নিত করে ট্রেডে এন্ট্রি করে থাকেন৷এসব simple moving average কখনোই ছোট ছোট টাইমফ্রেমে ব্যবহার করা উচিত নয়৷তাতে আপনি সঠিক signal পাবেন না৷এজন্য এগুলো সর্বদা হায়ার টাইমফ্রেমে ব্যবহার করবেন৷
-
ফরেক্স মার্কেট এ আমরা দেখে থাকি কিভাবে ট্রেডিং করলে ফরেক্স মার্কেট থেকে ইনকাম করা যায় তার জন্য আমাদের দেখতে হবে ফরেক্স মার্কেট এর সিম্পল মুভিং এভারেজ যা থেকে আমরা অনেক সহজেই ট্রেড করে ফরেক্স মার্কেট থেকে অর্থ ইনকাম করার জন্য ব্যাবহার করে থাকি।
-
ধন্যবাদ সবাইকে । সবাই অনেক সুন্দরভাবে সিম্পল মুভিং এভারেজ এর বিষয়টি বুঝিয়ে বলেছেন । আমি সাধারনত এই ইন্ডিকেটরটি ব্যাবহার করি না । আমি প্যারাবোলিক সার ইন্ডিকেটরটি ব্যাবহার করি । আর এই ইন্ডিকেটর থেকেই আমি ভালো ফলাফল পাই । আর আমি আমার চার্ট যতটা পারি সিম্পল রাখার চেষ্টা করি তাই খুব বেশি ইন্ডিকেটর দিয়ে না ভরিয়ে যেটিটে ভালো ফল দেয় এবং স্বাচ্ছন্দ্য বোধ করি কেবল সেটিই ব্যাবহার করি ।
-
সত্যিকারের ফ্রেন্ড মুভিং এভারেজ এমন একটি স্ট্যান্ডার্ড মার্কার যা আপনাকে 24 দিনের বা 3 দিনের জন্য কত দিন নির্ধারণ করতে হবে তার নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে ফরেক্সে কয়েকটি সাধারণ বিকাশ একটি নির্দিষ্ট সময়সীমার জন্য বিজ্ঞাপন দেয় কেন তার একটি সংখ্যার গণনা করার অনুমতি দেয়। আপনি দুগ্ধ পশুর উন্নয়ন দেখতে পারেন। অনেক কৃতজ্ঞ.
-
যা আপনাকে কোন নিদ্দিষ্ট সময়ের জন্য ফরেক্স মার্কেটে কোন পেয়ারের গড় মুভমেন্ট কেন ছিল তা্র একটি গানিতিক হিসাব পেজেন্ট করতে পারে এর মাধ্যমে আপনি ২০০ দিন বা ১০০ দিন আথবা ১০বা ২০ আপনি যেমন সময়ের জন্য হিসাব নিতে চান তা সেট করে গর মুভমেন্ট দেখতে পারেন। ধন্যবাদ।