-
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম একটি গুরুত্বপূর্ন বিষয় ।সাধারনত নিউজের সময় সর্ট টাইম ট্রেড করা ভাল এবং নরমাল সময়ে ল মিনিট ১ আথবা মিনিট ৫ টাইম ফ্রেম ট্রেড করার জন্য উপযোক্ত নয় । আপনি যদি লং টাইম ট্রেড করতে চান তাহলে ১ ঘন্টা বা ৪ ঘন্টা টাইম ফ্রেম উত্তম বলে আমি মনে করি । এই টাইম ফ্রেমে মার্কেট এ্যনালাইসিস করা খুবই কার্যকারী বলে মনে হয় । ধন্যবাদ ।।
-
সঠিক টাইম ফ্রেমে ট্রেড করা ফরেক্স মার্কেটের একটি অতি গুরূত্বপূর্ণ বিষয় । যে যেভাবে ট্রেড করে অবস্থ্য তাকে সে টাইম ফ্রেমেই ট্রেড করা উচিত বলে আমি মনে করি । তবে আমি নিজে লং টার্ম ট্রেড করে থাকি । এতে করে আমাকে লস কম করতে হয় ।
-
আসলে ফরেক্স যার যার সুবিধা মত ট্রেড করে থাকে। কেউ লং ট্রেড করে থাকে যা এক সপ্তাহ থেকে পনের দিন লাগতে পারে একটা সিংগাল ট্রেডে প্রফিট হতে। আমি প্রথমে সব টাইম্ফ্রেম আনালাইসিস করে থাকি। তারপর আমার সিস্টেম এ সিগ্লাল পেলে ট্রেড করে থাকি।
-
কোন ধরাবাধা টাইম মেনে বা টাইম ফ্রেমে সর্ট ট্রেড করা খুব একটা লাভজনক না। কারণ মার্কেট এনালাইসি করতে অনেক সময় দরকার। এছাড়াও ট্রেড ওপেন করতে এবং ক্লোজ করতেও সময়ের দরকার হয়। আমার মনে হয় সর্ট টাইম ট্রেড করলে সবগুলো দিক ভালভাবে যাচাই বাছাই ছাড়ায় ট্রেড করা হয়। তাই আমি লং টাইম ট্রেড করি।
-
আমি শর্ত টাইম ট্রেড করছি কিন্তু আমর আশা লং টাইম ট্রেড করার.আমি শর্ত টাইম ট্রেড করছি এই কারণে যে আমি স্টুডেন্ট.তাই আমি পড়ালেখা সুন্দরভাবে চালিয়ে যাবার পাশা-পাশি ট্রেড করতে চাই.এতে আমি যেমন ট্রেড করার মাধ্যমে অর্থ উপ্পার্জন করতে পারছি ঠিক তেমনি আমি আমর স্টাডি ও চালিয়ে যেতে পারছি.তাই আমি আপাতত শর্ত ট্রেড করছি.
-
ট্রেড করতে হলে আপনি লং টাইম করতে পারেন এবং সর্ট টাইম ট্রেড করতে পারেন তবে আমি মনে করি আপনার একাউন্টে যদি বেশি ব্যলেন্স থাকে তবে আপনি লং টাইম ট্রেড করতে পারেন আর যদি কম ব্যলেন্স থাকে তবে অল্প অল্প করে সর্ট টাইম ট্রেড করাই অনেক ভাল হবে মনে করি।
-
আমার কাছে লং টার্ম ট্রেড ভাল লাগে কারন শর্ট ট্রেড করতে গেলে টেনসন বেশি করতে হয় এবং বেশি লসের সম্ভাবনা থাকে।তাই আমাদের কে লং ট্রেড করতে পারলে ফনেক ভাল হবে।
-
আমি মনে করি লং টাইম ট্রেড করতে পারবেন যদি আপনার একাউন্টে অনেক বেশি ব্যলেন্স থাকে তবে আপনি ভাল করে বেশি বেশি ডলার ইনভেস্ট করতে হবে আর যদি আপনি তাহলে সর্ট টাইম ট্রেড করতেভপারেন তবে সর্ট তাই ট্রেডে অনেক রক্স থাকে বলে আমি মনেকরি।তাই লং টাইম ভাল।
-
আমি ফরেক্স এ মুলত ফরেক্স লং টাইম ফ্রেমে ট্রেড করে থাকি। লং টাইম ফ্রেমের খেত্রে ১ ঘণ্টা এবং ৪ ঘন্টা এই টাইম ফ্রেমে কাজ করে থাকি।। তবে লং টাইম ফ্রেমে ট্রেড করতে হলে অবশ্যই বাজার ভালভাবে এনালাইসিস করে ট্রেড করা উচিৎ।। তাই আমি মনেকরি,, ফরেক্স করতে হলে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা উচিৎ ।।।
-
ফরেক্স থেকে টাকা আয় করতে হলে ট্রেড করে তারপর টাকা আয় করতে হয় । ফরেক্সে অনেক সময় মার্কেট বুঝে ট্রেড করতে হয় কারন ফরেক্স মার্কেট সব সময় এক রকম থাকে না । তাই ট্রেড করার ধরন ও ভিন্ন হয়ে থাকে । কেউ লং টাইম ট্রেড করে আবার কেউ শর্ট ট্রেড করে থাকে । সব ট্রেডেই ভাল । যাদের ডলার কম তারা শর্ট ট্রেড করে করে লাভ করতে থাকবে । আর যাদের ডলার অনেক বেশি থাকে , লস হলেও একাউন্ট জিরো হওয়ার ভয় থাকে না তারা লং ট্রেড করতে পারে ।