-
ফরেক্স একটি অনলাইন ভিত্তিক ব্যবসা এবয এটি সুযোগ করে দেয় আমাদের টাকা উপার্যনের কিন্তু আমরা কোথা থেকে এই ফরেক্স সর্ম্পকে জানতে বা শিখতে পারি । তো আমি আপনাদের বলব যে আপনি নানা রকম সাইট থেকে ফরেক্স সর্ম্পকে জানতে পারেন। কিন্তু আমি আপনাদের বলব যে আপনি ফরেক্স বাংলা থেকে ফরেক্স সর্ম্পকে যেমন আপনি এখানে ফান্ডামেন্টাল এনালাইসিস এবং টেকনিক্যাল এনালাইসিস সর্ম্পকে জানতে পারবেন।
-
ফরেক্স শিখার জন্য বাংলা ফোরাম অত্যান্ত কার্যকরী ভূমিকা পালন করে । কারণ এখানে আমরা সবাই বাঙ্গালী । আমাদের ভাষা হচ্ছে বাংলা । আর তাই আমরা বাংলা ভাষায় যতটা সহজ ভাবে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারব অন্য কোন ভাষায় টা সম্ভব নয় । আর তাই বাংলা ফোরামের কথা ভুলার মত নয় ।
-
ফরেক্স মার্কেট প্লেসটি আসলেই খুব দারুন এবং চাঞ্চল্যকর একটি মার্কেট প্লেস। এখানে আমি যতো বেশি নতুন নতুন ট্রেডারদের সাথে কথাবরতে পারবেন তত নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবেন। আর এর জন্য ফোরেক্স বাঙলা ফোরাম অনেক বেশি উপকারী এবং ফোরেক্স ট্রেডারদের জন্য একটি আদর্শ স্থান।
-
ফরেক্স শিখার জন্য বাংলা ফোরামের গুরুত্ত অপরিসীম । কারণ হচ্ছে আমরা বাঙ্গালী , আমাদের ভাষা বাংলা । আর আমাদের ভাষা বাংলা হওয়ায় আমরা আমাদের মতামত যত সহজে দিতে পারি অন্য কুন ভাষায় আমরা তত সহজে দিতে পারবনা । তাই ফরেক্স শিখার জন্য বাংলা ফোরামের ভূমিকা ভুলার মত নয় ।
-
বাংলাদেশী ফরেক্স ট্রেডারদের জন্য বাংলাদেশ ফরেক্স ফোরাম একটি আশীর্বাদ স্বরূপ। কারণ আমরা এখানে নিজের মাতৃভাষায় আমাদের ফরেক্স অজানাকে জানতে পারছি এবং নিজে যা জানি তা অন্যদের কাছে ছড়িয়ে দিতে পারছি। বাংলাদেশ ফরেক্স ফোরামে অনেক দক্ষ ট্রেডারাও আছেন যাদের সংস্পর্শে অনেক নতুন ট্রেডার সঠিকভাবে ফরেক্সকে জানতে পারছে। এছাড়াও ফোরামে আলোচনাকারীদের কে তাদের আলোচনার অনুপাতে সম্মানসূচক কিছু ডলার দেওয়া হয়। যা দিয়ে রিয়েল ট্রেড করা যায়।
-
আপনি চাইলে বাংলা বা ইংলিশ ফোরাম এর সদস্য হতে পারেন কিন্তু আপনি ইংলিশ ফোরাম এর চেয়ে বাংলা ফোরাম থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর ফোরাম এ প্রশ্নের উত্তর দিয়ে ছোট খাট একজন ট্রেডার হতে পারবেন। আবার আপনার কোন কিছু জানা না থাকলে আপনি ফোরাম এ প্রশ্ন করে এখান অন্য ট্রেডার এর মন্তব্য শুনে আপনার সমস্যার সমাধান করতে পারেন।আর তাই আমি মনে ফরেক্স বাংলা আমাদের বাংগালিদের জন্য অনেক ভাল ফলাফল নিয়ে আসে।
-
বাংলা ফোরাম থাকার কারণে আমরা অল্প সময়ের ম্যে ফরেক্স র্ম্পকে জানতে পেরেছি না হলে আমরা এ জগতে আসতে পারতাম না।
-
ফরেক্স সেখার জন্য ফরেক্স ফোরাম এর গুরুত্ব অপরিসীম, আমাদের দেশে ফরেক্স শেখার জন্য ভালো কোন প্রতিষ্ঠান নেই হয়তো দক্ষ কোন ট্রেডারের কাছে হাতে কলমে শিখতে হবে অথবা অনলাইনে বিভিন্ন সাইট, ব্লগ পড়ে ধারণা নিতে পারেন তবে আমার মতে সবচেয়ে ভালো ফরেক্স বাংলা ফোরাম থেকে ধারণা নেওয়া কারণ এখানে সব দক্ষ ট্রেডাররা তাদের মতামত শেয়ার করে থাকেন তাই এটা অনেকটা প্রাকটিকাল ধারনার মত।
-
ফরেক্স শেখার জন্য বাংলা ফোরামের *গুরুত্ব অনেক । আমরা যারা অন্য ভাষা সম্পর্কে বুঝি কম তাদের জন্য আমাদের মাতৃভাষা বাংলা অনেক সহজ যার মাধ্যমে আমরা খুব সহজে ফরেক্স সম্পর্কে যানতে ও বুঝতে পারি। ফরেক্স বিষয়ে যাবতিয় তথ্য েএখানে দেওয়া থাকে বাংলায় এতে আমাদের বুঝতে যেমন অসুবিধা হয় না তেমনি কাজ করতেও ভালো লাগে।
-
ফরেক্স শেখার জন্য বাংলা ফোরাম আসলেই ভালো ভূমিকা রাখতে পারে।ফরেক্স শেখার জন্য যতসব ইংরেজি বইয়ের ভিড়াভিড়ি দেখি।মনে হয় যদি বাংলা ভাষায় ফরেক্স শেখা যেত।তারপর বাংলা ফোরামের সদস্য হলাম আর বাংলায় ভালোভাবে বুঝেশুনে ট্রেড শিখতে শুরু করলাম।সর্বোপরি ফরেক্স শেখার জন্য আমার কাছে বাংলা ফোরামের ভূমিকা অপরিসীম।