আমি বলবো না ফরেক্সে মার্কেটে সবাই আসে লাভ করার চিন্তা নিয়ে কিন্তু লাভ করতে পারে কি । এখানে কঠিন ধৈর্য্যের পরিচয় দিতে হয় সেই সাথে লোভকে নিয়ন্ত্রণ করতে হয় ।এখানে খুব গুরুত্বপুর্ন একটা ব্যাপার হচ্ছে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা। কিন্তু অনেকেই ট্রেড করে মানি ম্যানেজমেন্ট করা ছাড়া। তাই বেশির ভাগ ট্রেডারই ফরেক্স মার্কেটে বিফল হয়। শেষমেষ ফরেক্স সম্পর্কে খারাপ মনোভাব জন্ম নেয়।