-
প্রিয় বন্ধু আমি ফরেক্স ট্রেডিংয়ে কিছুদিন হল এসেছিতাই স্বাভাবিক ভাবেই ফরেক্সে আমার অভিজ্ঞতা কম আমি মুলত ফরেক্স ট্রেডের চিন্তা করা শুরু করে ছিলাম ২০১৪ সালের গোড়ার দিকে এবং তখন আমি দুই মাস মত ডেমোট্রেডিং করে কিছু ফোরাম বোনাস দিয়ে ট্রেড শুরু করি যদিও এখনো ডেমো ট্রেড করি আর এই ১ বছরই আমার ট্রেডিং অভিজ্ঞতা । ধন্যবাদ।
-
আমি এখনো ফরেক্স শুরু করিনি , শুধু ফোরাম পোস্টিঙয়ের কাজ করতেছি । তাই আমার কোন অভিজ্ঞতা নেই । তবে আমি যতটুকু জানি যে ফরেক্স একটি ভাল ব্যবসা । এর থেকে অনেক টাকা আয় করা যায় । এই ফরেক্সের উপর অনেকের জীবন সংসার চলিতেছে ।
-
ফোরেক্স ব্যাবসায় আমার অভিজ্ঞতা খুববেশি সুখপ্রদ নয় বিশেষ করে প্রথম দিকে। লাভ লস এর মধ্যেদিয়ে চলছে মার্কেট এ ট্রেডিং। কোন দিন দেখাগেল ২৬ ডলার লাভ করলে পরক্ষনেই ৫০ডলার বেরও হয়ে গেছে। তবে এটা নিয়ে আমি আসলেই বেশ কাষ্টে ছিলাম। অনেকগুলো অ্যাকাউন্ট ওড়ালোর পর আজ আমি বেশ খুশি। এখন দিনে একাধিক ট্রেড করতে হয়না। আর টেনশনও করতে হয় না। ১০০ ভাগ না হলেও ৭৫-৮৫% ট্রেড আমার পক্ষেই যায়। যার ফলে টেনশ্রন ফ্রি হয়ে আ আজ ফোরামে লেখালেখি করতে পারছি। :)
-
আমি ফোরেক্স ব্যবসায় একদম-নতুন। তবে আমি এই ব্যবসা সম্বন্ধে জানতাম এবং অনেক শুনেছি। এখন আমি ডেমো একাউন্ট এ ট্রেড করতেছি মাটামুুটি ভাবে শিখলে আমি রিয়েল ট্রেড করবো। এবং আমি এই ব্যবসায় ই থাকবো। আমার অনেক বন্ধু আছে যারা এই ব্যবসায় আছে আমি ও এই ব্যবসায় ই থাকবো এবং আমার বন্ধু দের সাথেই আমার ভবিষ্যত গড়বো। আমি যেভাবেই হোক আমার ভবিষ্যতকে এই ব্যবসা দিয়ে গড়ে তোলবো।
-
আমি ছয় মাস যাবত ফরেক্স ব্যবসার সাথে জডিত। এই ব্যবসায় যেমন লাভ আছে তেমন লসও আসে। এখানে ব্যবসা করতে হলে অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয় বিশেষ করে ব্রোকার। আর মার্কেট আনাল্যসিস তো আছে। যতো বেশী আনাল্যসিস করা যাবে ততো বেশী ফরেক্স এ ব্যবসা করতে সুবিধা হবে।
-
যে কোন ব্যবসা বা কাজে আপনার ভাল ফলাপল করতে হলে আপনাকে সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে । আর ফরেক্স ব্যবসাতে অভিজ্ঞতা ছাড়া আপনি কখোনই উন্নতি করতে পারবেন না । আমি ফরেক্স ব্যবসাতে প্রায় ১ বছর এসেছি। এবং আমি এখনো অভিজ্ঞতা অর্জন করে চলেছি। জ্ঞান অর্জনের কোন বয়স নেই ।
-
আমি ফরেক্স ব্যবসায় নতুন তাই আমার কোন অভিজ্ঞতা নেই । তবে আমি যতটুকু জানি যতটুকু বুঝি যে ফরেক্স একটি আধুনিক ব্যবসা । এই ব্যবসা করতে হলে সর্ব প্রথম আপনাকে কম্পিউটার এবং অনলাইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে । এর পর আপনি ফরেক্স সম্পরকে ভালভাবে জেনে ট্রেড শুরু করতে হবে । আর ফরেক্স ভাল করে জানার জন্য আপনার উচিৎ ডেমো ট্রেড করা । তবেই আসা করা যায় আপনি ফরেক্সে সফল হবেন ।
-
ফরেক্স এমন একটি ব্যবসা এই ব্যবসা আপনার অবশ্যই অবিজ্ঞতা দক্ষতা অর্জন করতে হবে।ফরেক্স সম্পর্কে আপনাকে ভালোভাবে শিখতে হবে।একজন দক্ষ ট্রেডারের কাছ থেকে ফরেক্স শিখতে পারেন।আর ফরেক্স ব্যবসা রিয়েল ট্রেড করার আগে আপনাকে ডেমোতে বেশিবেশি প্রাকটিস করতে হবে তাতে করে আপনার অবিজ্ঞতা অনেক বাড়বে বলে আমি মনে করি।
-
আমি ফরেক্স বিজনেস এ এত অভিজ্ঞ নয়। আমি একজন নতুন ট্রেডার হিসেবে নিজেকে মনে করছি। তবে হ্যাঁ, আমি ফরেক্স শেখার জন্য ডেমোতে প্রচুর সময় দিয়েছি এবং যখন দেখালাম ডেমোতে আমার ফলাফল ভালো তারপরে আমি রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেড করতে শুরু করি। এই সল্প কয়েক মাসের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি ফরেক্স এ রিয়েল অ্যাকাউন্ট করার পূর্বে ডেমো অবশ্যই শিখে নিতে হবে। কেন না তা রিয়েল ট্রেড এর বেলায় খুবি গুরুতর ভাবে হেল্প করে। আমি নিজেও তা থেকে আশাতীত ফল পেয়েছিলাম।
-
আমি একজন নতুন ফরেক্স ট্রেডার। গত ছয় মাস যাবত ফরেক্সের সাথে জড়িত হয়েছি।চার মাস হলো রিয়েল ট্রেডিং করছি।শুনেছি ফরেক্স অভিজ্ঞতা অর্জন করতে অনেকদিন প্রয়োজন।আমিও নিজে পরিক্ষা করে বুঝলাম কথাটা ঠিকই।আমার ছয় মাসের ফরেক্স অভিজ্ঞতায় আমার মনে হচ্ছে আমার এখনও অনেক কিছু শিখতে হবে।এজন্য আমি নিজেকে অভিজ্ঞ ট্রেডার বলতে পারি না।