আমি বোনাস পেয়েছি কিন্তু ১ ডলার যেখানে আমার পাওয়ার কথা ছিল ৬০ ডলার, যেহেতু এতি একটি নতুন ফোরাম তাই বিভিন্ন সমস্যা দেখা দিতেই পারে তবে এর জন্য ভেঙে পরলে চলবে না, মোডারেটর এর সাথে আমার কথা হয়েছে তিনি বলেছেন এ মাস থেকে আর কোন সমস্যা হবে না।
Printable View
আমি বোনাস পেয়েছি কিন্তু ১ ডলার যেখানে আমার পাওয়ার কথা ছিল ৬০ ডলার, যেহেতু এতি একটি নতুন ফোরাম তাই বিভিন্ন সমস্যা দেখা দিতেই পারে তবে এর জন্য ভেঙে পরলে চলবে না, মোডারেটর এর সাথে আমার কথা হয়েছে তিনি বলেছেন এ মাস থেকে আর কোন সমস্যা হবে না।
আমি ও ফরেক্স বাংলা ফোরামের একজন নতুন সদস্য আমি বোনাস পেয়েছি। এখন আপনি যদি বোনাস না পেয়ে থাকেন তাহলে দেখতে হবে আপনার একাউন্টে কোন ঝামেলা আছে কিনা? যেমন একাউন্ট সেকেন্ড লেভেল পর্যন্ত ভেরিফাই করা কিনা? একাউন্ট টি কি ফরেক্স বাংলা ফোরমের এফিলিয়েট কি না। আপনি যে কোন একাউন্ট জুরে দেওয়ার চেষ্টা করলে তাতে তো আপনি বোনাস পাবেন না। আমার উপরোক্ত সমস্যা যদি থাকে আপনি নতুন একটি একাউন্ট অপেন করুন ফরেক্স বাংলা ফোরামের এফিলিয়েট হতে হবে। তার পর একাউন্টটি ভেরিফাই করুন সেকেন্ড লেভেল পর্যন্ত তারপর একাউন্ট জুরে দিন ফরেক্স বাংলা ফোরমের একাউন্ট এর সাথে। তাহলে বোনাস সম্বলিত সব সমস্যা দুর হবে আশা করি।
আমি মনে করি আপনি ফরেক্স ফোরাম এর নিয়ম কানুন গুলু ভাল করে পড়ে তার পড় পোষ্ট করুন , তাহলে আশা করি আপনি বোনাস পাবেন , কারন না পাওয়ার কিছু নেই যেহেতু আমরা পাচ্ছি তাই আমি মনে করি আপনি ও পাবেন ।
ভাই আমি এই মাসে ফোরাম শুরু করেছি আমি এইটি আগে করতাম কিন্তু তখন বোনস দিত না আর আগের মাসে শুনেছি যা লেখা হচ্ছে তাই ফোরাম বোনস পুরাটাই যোগ হয়ে যাচ্ছে তাই আমি ফরেক্স এর এই ফোরাম নতুন করে শুরু করেছি দেখা যাক কি হয় ।
এখানে আমরা নতুন/পুরাতন সদস্যগণ সবাই এখন নিয়মিত বোনাস পাচ্ছি৷প্রতিমাসে ১৫ তারিখের মধ্যেই এখন বোনাস দিয়ে দেওয়া হচ্ছে৷আগে প্রতি পোষ্ট বাবদ ২০ সেন্ট করে বোনাস দেওয়া হতো কিন্তু এখন ৩০ সেন্ট করে দেওয়া হচ্ছে৷বোনাস নিয়ে চিন্তার কোনোও কারনই নাই৷ নিয়মিত,উপযুক্ত,প্র াসঙ্গিক ও কমপক্ষে ৩ লাইন করে পোষ্ট লিখুন অবশ্যই সময়মতো বোনাস পাবেন৷
আমি কেন বুঝতে পারি তা সাধারণত হয় না। আমি মনে করি আপনি যখন ফরেক্স অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে অফসুট কোড নামক একটি বিকল্প দেওয়া হবে এবং যেহেতু আপনি সমাবেশের পুরষ্কারের সাথে বিনিময় করবেন আপনার সদস্য কোডের সেই অংশে পোর্টাল ফোরাম রচনা করা উচিত। পুরষ্কার সংগ্রহ কখনই আপনার রেকর্ডে যাবে না।
ফোরাম পোস্ট করে বোনাস পাওয়ার জন্য আমাদের নিয়ম কানুন মানলে অবশ্যই বোনাস পাব। আপনাকে মাসের ১৫ তারিখের মধ্যে একাউন্ট ওপেন করতে হবে। সেই সাথে ট্রেডীং একাউন্টটি ফোরাম এর সাথে এটাচ করে দিতে হবে। আর পোস্ট করে আমরা পরের মাসে ১০-১২ তারিখের মধ্যে বোনাস পেয়ে যাব।
আসলে বোনাস অফারের উদ্দেশ্য হল ফরেক্স ট্রেডিং সম্পর্কে আমাদের কিছুটা ধারণা অর্জন করা। আমরা অনেকেই ডেমো ট্রেডিং করতে অনীহা প্রকাশ করি তাই তাদের জন্য বোনাস টা নিয়ে রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেড করে কিছুটা রিয়েল অভিজ্ঞতা অর্জন করা যেন আমরা পরবর্তীতে ফরেক্স মার্কেটে আমাদের মূলধন বিনিয়োগ করে খুব বেশি ঝুঁকির সম্মুখীন না হই। আসলে বোনাস অফার ইন্সটাফরেক্সের একটা অনন্য সুবিধা যেটা অন্য কোন প্রকার আমাদের দেবেনা তাই আমি মনে করি আমাদের সকলের উচিত বোনাসের সঠিক ব্যবহার নিশ্চিত করা।
ফোরাম পোস্ট করে বোনাস পাওয়ার জন্য আমাদের নিয়ম কানুন মানলে অবশ্যই বোনাস পাব। আপনাকে মাসের ১৫ তারিখের মধ্যে একাউন্ট ওপেন করতে হবে। সেই সাথে ট্রেডীং একাউন্টটি ফোরাম এর সাথে এটাচ করে দিতে হবে। আর পোস্ট করে আমরা পরের মাসে ১০-১২ তারিখের মধ্যে বোনাস পেয়ে যাব। বাংলা ফরেক্স ফোরাম এর মাধ্যমে আমরা ভালো বোনাস ইনকাম করতে পারি,এই বোনাস অফার উদ্দেশ্য হয়ছে মানুষ কে এই বিজিনেস করার জন্য বিনা ইনভেস্ট এ,আমরা এই বোনাস দিয়ে নিজস্ব ইনভেস্ট ছাড়া এই বিজিনেস করতে পারি,এবং এর থেকে প্রফিট উইথদ্র করতে পারি,বাংলা ফরেক্স ফোরাম এর কারনে আজ অনেক বেকার মানুষ ঘুরে দারিয়েছে।
হ্যা ভাই আমিও বোনাস পাই নাই। তবে আমি শুনেছি বোনাস পেতে হলে আপনাকে ফরেক্সে লাইভ একাউন্ট খুলতে হবে। তারপর উক্ত ট্রেডিং একাউন্ট এবং পাসওয়ার্ড ফোরামে যুক্ত করতে হবে। তারপর ভাই আপনি বোনাস পাবেন। আপনি যদি ফোরামে পোস্ট করেন তবে পরবর্তী মাসের প্রথম দিনের মাঝেই পেয়ে যাবেন। তবে অবশ্যই আপনার ইন্সটা একাউন্ট এটাচ করা থাকতে হবে। আপনার সম্ভবত সেটা নেই।