-
আপনাকে নিউজের পাশপাশি মার্কেটের ট্রেন্ডও এনালাইসিস করতে হবে। সাপোর্ট রেসিস্ট্যান্সও এনালাইসিস করতে হবে। আর আমার মতে নিউজে যেদিকে যায় সেদিকে যদি ট্রেন্ড না থাকে কিংবা সাপোর্ট রেসিস্ট্যান্স না মানে তাহলে অল্প কয়েক পিপস লাভ নিয়ে ট্রেন্ড এবং সাপোর্ট রেসিস্ট্যান্স অনুযায়ী পজিশনের জন্য অপেক্ষা করা ভালো। মুভিং এভারেজের বিষয়টিও মাথায় রাখতে হবে।
-
প্রথমদিকে হ্যাঁ তারা ফরেক্স মার্কেটে অর্থ হারাতে গিয়ে আমার ক্ষোভ বোধ করে, তবে এখনই আমার উপর ছড়িয়ে পড়ে যে এই বিষয়টি ফরেক্স মার্কেটের প্রাকৃতিক ক্ষতির মুখোমুখি হবে এবং ফরেক্স মার্কেটের প্রতিশোধ নেওয়ার কথা ভাবেন না এবং আপনার ক্রমশ ধৈর্য দরকার need সাফল্য অর্জন করতে এবং আপনি কাজ চালিয়ে যেতে হবে।
-
হ্যাঁ আমাদের ফরেক্স মার্কেটে ট্রেড করা উচিত। তবে আমাদের যদি আমাদের সিদ্ধান্তের প্রতি আস্থা থাকে তবে আমাদের বিজয়ী হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে এবং অন্য ক্ষেত্রে যদি আমাদের আত্মবিশ্বাস বেশি হয় তবে আমরা ফরেক্স মার্কেটে ক্ষতিগ্রস্থ হতে পারি। আমরা জানি যে আমরা যদি যত্ন সহকারে আমাদের ট্রেডিং করি এবং অর্থ পরিচালনার নিয়ম অনুসরণ করি তবে ফরেক্স মার্কেট আমাদের লাভ দেয়। আমরা যদি সূক্ষ্ম কাজ না করি তবে ফরেক্স মার্কেট ক্ষতি করে সুতরাং এই বাজারে যত্ন সহকারে কাজ করুন এবং সর্বদা অর্থ পরিচালনার নিয়ম অনুসরণ করুন। এবং আপনার আত্মবিশ্বাসটি কখনই হারাবেন না আশা করি আপনি বৈদেশিক মুদ্রার বাজারে সাফল্য পাবেন।
-
গুড মর্নিং ছেলেরা, আপনারা সবাই কেমন আছেন, আমার মনে হয় এখানে সব ঠিক আছে গুজ ফরেক্স ব্যবসা একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা তাই জ্ঞান ব্যতীত কেউ এখানে বাণিজ্য করতে পারবেন না যদি আপনি জ্ঞান ও অভিজ্ঞতা ব্যতীত ট্রেডিং করেন তবে লোকসানে যেতে পারে যাতে ক্ষতি এড়াতে সর্বদা ভাবেন একটি বাণিজ্য তৈরি সম্পর্কে ইতিবাচক এবং আপনার মনকে তাজা এবং শীতল রাখতে হবে যাতে আপনি এখানে লাভজনক বাণিজ্য করতে পারেন সুতরাং প্রথমে আপনি ব্যবসায়ের সময় স্টারটিজিক বিশ্লেষণ শিখতে পারেন এবং এই ফোরামে প্রদত্ত বিধি ও বিধিগুলি দেখুন see তাই আপনার মূল্যবান ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ পোস্ট।
-
ধরুন aus/usd পেয়ারে aus নিউজ পক্ষে গেল তখন মার্কেট ৫০ পিপস উপরে উঠল কিন্তু তার ৪ ঘন্টা পর মার্কেট নিচের দিকে নামতে থাকলো নামতে নামতে প্রায় ১৫০ পিপস নিচে নেমে গেল । এখলে এনালাঈসিসটা কিভাবে করবো। আবার কখণো নিউজ পক্ষে গেল মার্কেট ক্রমাগত উপরের দিকে উঠতে লগলো । এখন বুজবো কিভাবে যে কখন মার্কেট উপরের দিকে উঠবে আবার কখন নিচের দিকে নামবে।
-
ধরুন অাস / ইউএসডি জুটি আউশ নিউজের জন্য গেছে, বাজারে 5 পিপ উঠেছিল, তবু 4 ঘন্টা পরে বাজার নিচে চলেছে এবং প্রায় 5 পিপস ডাউন হয়েছে। এখানে তদন্তটি করার পদ্ধতিটি। আরও একবার, বাজারে কিছু সংবাদের জন্য আরোহণ শুরু হয়েছিল। বর্তমানে বাজারটি এখানে এবং সেখানে কীভাবে যাবে তা দেখুন।
-
আপনি যদি ফরেক্স মার্কেটে নিউজ এনালইসিস করতে চান তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেট সম্পর্কে বিভিন্ন ধরনের সাইট আছে সেগুলো ফলো করতে পারেন। যেমন : ফরেক্স ফ্যাক্টরি, ফরেক্স ইকোনোমিক ক্যালেন্ডার, ডেইলি এফ এক্স ইত্যাদি। এই সাইটগুলো আপনার নিজ দেশের জিএমটি দিয়ে দেখতে পারেন কখন কোন মুদ্রার উপর খবরগুলো প্রকাশ হবে এবং আপনি কোন মুদ্রায় ট্রেড অপেন করছেন সেটার খবরও দেখতে পারবেন। তবে আমি মনে করি নিউজ আওয়ারের সময় ট্রেড না করায় ভালো কেননা খবরের সময় 99% ঝুকি থাকে প্রতিটি ট্রেডে।
-
আসলে নিউজ অ্যানালাইসিস এতটা গুরুত্বপূর্ণ নয়। কারন ফরেক্স মার্কেটে প্রতিনিয়ত হাজারো নিউজ থাকে। এতো নিউজের সবকিছুই অ্যানালাইসিস করা খিব কঠিন। তবে হ্যা, কিছু গুরুত্বপূর্ণ নিউজ থাকে যেগুলো মার্কেটে ভালো ইফেক্ট ফেলে। যেমন, nfp, federal funds rate, fomc ।
-
ফরেক্স এ নিউজ এনালিসিস একটা কঠিন বিষয় আপনাকে সর্বপ্রথম জানতে হবেে নিউজ যে কারেন্সি উপর প্রকাশ পেলো তা ঐ কারেন্সি এর জন্য ভালো না খারাপ,এর জন্য আপনাকে বিভিন্ন নিউজ দেখতে হবে
-
আমার মনে হয় নিউজ এনালাইসিস করার জন্য আমাদের কে বেশী করে নিউজ এনালাইসিস এর সাইট ভিজিট করতে হবে । এ জন্য ফরেক্স ফেক্টরি ও ইনভেস্টিং সাইট এর সকল নিউজ এর উপর আমাদের কে খেয়াল রাখতে হবে এবং বেশী করে এনালাইসিস করতে হবে তবেই আমরা এখানে নিউজ ট্রেড করতে পারব ।