-
মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের একাউন্ট ম্যানেজ করে থাকে । এককথায় বলা যায়,আপনার ফরেক্স ট্রেডের মুল ব্যালেন্সকে ঠিক কিভাবে কোন প্রক্রিয়ায় এবং কতটুকু হাতে রেখে ট্রেডের জন্য নিরাপদে ব্যবহার করতে পারেন । ট্রেড নেগেটিভ হলে স্বইচ্ছায় কত লস করবেন এবং প্রফিট করলে কত প্রফিট করবেন তাই হল মানি ম্যানেজমেন্ট । মানি ম্যানেজমেন্ট প্রত্যেক ট্রেডারদের জন্য খুব জরুরী ।
-
ফরেক্স মার্কেটে একজন ট্রেডারকে সফল হতে গেলে তাকে অবশ্যই এই মার্কেটে টিকে থাকতে হবে। কারন এই মার্কেট এমন একটি মার্কেট যেখানে আপনাকে আপনার ছোট্ট একটি ভুলের কারনেও অনেক বড় মাশুল দিতে হতে পারে। তাই ফরেক্স মার্কেটে টিকে থাকার মূলমন্ত্র হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট একজন ট্রেডারকে নিয়মমাফিক ট্রেডিং করতে সাহায্য করে। যা মেনে চললে নিজের একাউন্টের নিরাপত্তা দৃঢ় থাকে।
-
মানিম্যানেজমেন্ট হল অর্থের সঠিক ব্যবহার করা ।প্রতি ট্রেড এ কত লট এর এন্ট্রি দেওয় যাবে? কত পিপ স্টপ লস দেওয়া যাবে? কত পিপ টার্গেট করা যেতে পারে। এসব ই হল মানি ম্যানেজমেন্ট। প্রথমে একাউন্ট ব্যালেঞ্চ প্রথমে দেখতে হবে। তারপরে দেখতে হবে স্ট্রাটেজিতে কত পিপ স্টপ লস আর টেক প্রফিট দিতে বলে। তারপর নিজেকে প্রশ্ন করতে হবে যে প্রতি ট্রেড এ কত টুকু রিস্ক নেওয়ার খমতা আছে।এবার এই নিয়ম মেনে চলে ট্রেড করতে হবে। দেখবেন
-
মানি ম্যানেজমেন্ট ফরেক্স মাকেটে টিকে থাকার হাতিয়ার ।আমরা ফরেক্স মাকেটে ট্রেড করার সময় মূল ব্যালেনস হতে যে পরিমান অথ ফরেক্স মাকেটে খাটাই তার সাথে যে পরিমান লাভ আশা করি ,এবং কি পরিমান লটে ট্রেড করব এটাই হল মানি ম্যানেজমেন্ট ।
-
মানি ম্যানেজমেন্ট বজায় রেখে প্রতিটি ত্রাদের কে ট্রেড করা উচিত.প্রতিটি ট্রেড ওপেন করার আগে আপনাকে এই মানি ম্যানেজমেন্ট করতে হবে.কারণ এই মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমেই আপনি বুঝতে পারবেন কত রেত হলে আপনাকে ট্রেড টি ওপেন করা উচিত,আপনার লট পরিমান কত হওয়া উচিত এবং লিভারেজ ও আইটির মাধ্যমে নির্ণয় করা হয় যার মাধ্যমে আপনি আপনার বিনিয়োগ এর সুষ্ঠু বেবহার নিশ্চিত করতে পারবেন.
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য আমাদের মানি ম্যানেজমেন্ট সিস্টেম মেনে নিয়ে ফরেক্স ট্রেডিং করতে হবে।মানি ম্যানেজমেন্ট সিস্টেম অনুসরন না করার জন্য অনেক ট্রেডারের একাউন্ট জিরো হয়েছে, তাই আমাদের ফরেক্স ট্রেডিং করতে হলে মানি ম্যানেজমেন্ট এর বিকল্প নেই, এর জন্য একাউন্ট টিকে থাকিতে পারে।
-
আমি আপনার সাথেথে একমত। ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্টের মাধমে আমরা ট্রেডাররা আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স সমৃদ্ধ রাখার চেষ্টা করি।অর্থা ত মানি ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সে জিরো হওয়া থেকে প্রতিরোধ করতে চাইই।এজন্য ট্রেডারদের জন্য মানি মানেজমেন্ট খুবই জরুরীভাবে অনুসরন করা প্রয়োজন।
-
মানি ম্যানেজমেন্ট ফরেক্স ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ । যে ট্রেডারগণ এই ব্যবসা করার জন্য মানি ম্যানেজমেন্ট করে না সে অবশ্যই ক্ষতির মদ্যে পতিত হবে । সুতরাং আমরা এই ক্ষতির হাত থেকে নিজেকে রক্ষা করতে হলে অবম্যই মানি ম্যানেজমেন্ট করতে হবে তাহলেই সফলতা সম্ভব ।
-
যে কোন কাজে ম্যানেজমেন্ট খুব গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে । কারণ যথার্থ ম্যানেজমেন্ট থাকলে কাজের সফলতা খুব দ্রুত হয় । আর ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তাদেরও উচিত হবে নিজেকে যথার্থ ম্যানেজমেন্ট করা । নিজের একাউন্ট এর ম্যানেজমেন্ট করা ও পরিশেষে নিজের বিনিয়োগকৃত অর্থের সুষ্ট ম্যানেজমেন্ট করা । সফল ব্যবস্থাপনা কাজের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে অনেক বেশি সহয়তা করে ।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করতে হবে কারন ফরেক্স মার্কেটে আমরা এনালাইসিস করে ট্রেড করি আমাদের ট্রেড যে কোন সময় বিপরীতে চলে যেতে পারে। মানি মেনেজমেন্ট হল আপনার টাকা কি পরিমান লাভ বা রস করতে চান। আপনার পরা টাকার ৫-১০% লস মাথায় রেখে একটা ট্রেড অনেক করা।