-
ফরেক্সে লস করা খুবই সহজ, একটু অসাবধান হলেই বিশাল লসের সম্মুখিন হতে হয়। আবার লস হলে অবশিষ্ট অর্থের তুলনায় লসের তুলনামূলক হার অনেক বেশি হয়ে যায়। যেমন ধরা যাক ১০০ ডলারে কেউ লস করল ৫০ ডলার, এখন আছে ৫০ ডলার। এবার হিসেব বলছে সে লস করেছে ১০০ ডলারে ৫০ ডলার, অর্থাৎ ৫০% কিন্তু মূলধন ফিরে পেতে হলে তাকে লাভ করতে হবে ৫০ ডলার দিয়ে ৫০ ডলার, অর্থাৎ ১০০%।
-
ক্যপিটাল হারানোর চিন্তা না করে আগে ভালো করে ফরেক্স ভালোভাবে জানেতে আর বুঝেতে হবে । এরপর লোভ পরিহার করে ধৈর্য নিয়ে ট্রেড করলে আশা করি এই মার্কেটে সফল হওয়া যাবে ।
-
আমরা সাধারণত নিজের লস করা মানি রিকভারি করতে চায়।আর এজন্য খুব বড় লটের ট্রেড বসিয়ে থাকি,যাতে তাড়াতাড়ি লস রিকোভারি হয়।কিন্তু এর ফলাফল কিছু ক্ষেত্রে ভাল হলেও তার চেয়ে মারাত্নক বেশি হয়।তাই আমি মনে করি হারানো ক্যাপিটাল রিকোভারি করা অনটক কঠিন।
-
আপনার কোন সময় ভুল বসতো একটি ভুল ট্রেড হয়ে জেতেই পারে এবং অনেক লস হতে পারে সেই জন্য আপনাকে ভেঙ্গে পরা যাবে না । আপনাকে ঐ লস রিকভার করতে সঠিক নিয়মেই ট্রেড করতে হবে । আপনাকে অবশ্যই ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে । আপনার লসটি তারাতারি রিকভার করতে বড় লট নিয়ে ট্রেড করা যাবে না অবশ্যই ম্যানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে । তাহলে আস্তে আস্তে আপনার লস টুকু রিকভার হয়ে যাবে ।
-
জি আপনি খুব আলতা সুন্দর পরিসংখ্যান দেখিয়েছেন, আসলে লাভ করলে আমরা অনেকেই পারি যে পুরোপুরি ১০০% লাভ করতে ইটা মূলত শর্ত টাইম ট্রেডিং অ এতটা সহজ না হলেও, লং টাইম ট্রেডিং এ আপনি যদি সঠিক সিধান্ত নেন তাহলে ১০০% লাভ করা খুব কঠিন কিছু নয়, এবং এখানে আমাদের বিফল মনোভাব ও থাকে, যেটা পরপর আমাদেরকে সন্দেহে ফলে.
-
হ্যা, আমি আপনার সাথে একমত যে হারানো ক্যাপিটাল পুনরুদ্ধার করা কঠিন। কারন যদি আমরা ২০০ $ পুজি নিয়ে ট্রেড করি এবং ১০০$ লস করি তবে লস রিকভার করতে অবশিষ্ট অ্যাকাউন্টে ১০০% প্রফিট করতে হবে যা আসলে খুব কঠিন। তাছাড়া ক্যাপিটাল হারানো শুরু করলে পুনরুদ্ধারের জন্য প্রচুর চেষ্টা করতে হয়। এজন্য আমিও মনে করি হারানো ক্যাপিটাল পুনরুদ্ধার করা কঠিন।
-
হারানো ক্যাপিটাল বা মূলধন পুনরুদ্ধার করা বেশ কঠিন ব্যাপার তবে তা একেবারে অসম্ভাব কিছু না আপনি যদি অনেক ভাল ফরেক্স ট্রেডিং শিখে থাকেন তা হলে আমি মনে করি আপনি আপনার সেই ট্রেডিং দক্ষতা,কেৌশল,অভিজ্ঞতা ইত্যাদিকে কাজে লাগিয়ে ধীরে ধীরে অবশ্যই আপনার ক্যাপিটালকে পুনরুদ্ধার করতে পারবেন।
-
ফরেক্স মার্কেট থেকে হারানো ক্যপিটাল উদ্ধার করা কতটা কষ্টের তা একমাত্র ভোক্তভোগীই জানে। যখন আপনি রিকভার করার জন্য ট্রেড নিবেন তখন আপনার রিক্স লেভেল বেড়ে যাবে যা আপনার আরো লসের কারণ হতে পারে। তাই যদি কেউ হারানো ক্যপিটাল রিকভার করতে চান আমি বলব আপনি আগে নিজের গোল ঠিক করুন এবং অল্প অল্প করে রিকভার করুন।
-
হারানো ক্যাপিটাল বা মূলধন পুনরুদ্ধার করা বেশ কঠিন ব্যাপার তবে তা একেবারে অসম্ভাব কিছু না আপনি যদি অনেক ভাল ফরেক্স ট্রেডিং শিখে থাকেন তা হলে আমি মনে করি আপনি আপনার সেই ট্রেডিং দক্ষতা,কেৌশল,অভিজ্ঞতা ইত্যাদিকে কাজে লাগিয়ে ধীরে ধীরে অবশ্যই আপনার ক্যাপিটালকে পুনরুদ্ধার করতে পারবেন।
-
আমি অনেক বার ফরেক্স এ আমার রিয়েল একাউন্ট ৮০% প্রযন্ত লস করার পর আবার রিকোভারী করতে পেরেছি। আমি তবে সেই ব্যালেন্স বেশিদিন ধরে রাখতে পারিনি। আমি আবার সম্পুর্ন রুপে আমার রিয়েল ট্রেডের একাউন্ট ব্যালেন্স শুন্য করেছি। তাই হারানো ক্যাপিটাল পুনরুদ্ধার করা তেমন কঠিন কাজ না কঠিন কাজ হলো ফরেক্স এ টিকে থাকা। ফরেক্স মার্কেট টিকে থাকতে পারলে সেখান থেকে প্রফিত সম্ভব।