-
ফরেক্স মার্কেটে এ প্রতিদিন ফরেক্সের অনেক নিউজ প্রকাশিত হয় । এগুলো মার্কেটকে সরাসরি প্রভাবিত করে। তাই এই নিউজগুলো টার্গেট করে ভালভাবে বুজেশুনে ট্রেড করতে হবে । যেমন-
RBA Assist Gov Debelle Speaks নিউজটির রেজাল্ট ভাল বা খারাপ আসলে তা AUD পেয়ারকে প্রভাবিত করবে। আবার French CPI m/m নিউজটির রেজাল্ট EUR পেয়ারকে প্রভাবিত করবে।
-
ফরেক্স নিউজ সাইট এর জন্য ট্রেডাররা বেশিরভাগ সময় ফরেক্স ফ্যক্টরি সাইট টি ফলো করে থাকে। কারন এই সাইট টী সবার আগে নিউজ প্রকাশিত করে থাকে। আর কোন নিউজ গুলো কোণ দেশের কারেন্সি কে প্রভাবিত করে সেটা দেখতে পাওয়া যায়।
-
কারেন্সির উপর নির্ভর করেই সাধারনত নিউজ গুলো প্রকাশিত হয়। কারেন্সি ভেদে নিউজগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে সব নিউজ সমানগুরুত্ব বহন করে না। অনেক নিউজেই আমরা দেখতে পাই যে মার্কেটে তেমন কোন মুভমেন্ট হচ্ছে না। আবার অনেক নিউজ প্রকাশের কয়েক মিনিট আগেই মার্কেট মুভ করতে শুরু করে। আসলে আমরা নিউজের ইমপেক্ট দেখেই বুঝতে পারব মার্কেটে কি ধরনের প্রভাব পড়তে পারে।
-
যে পেয়ার এ ট্রেড করা হয় তার ২ টা কারেন্সি নিউজ পেয়ার কে প্রভাবিত করে। German, france নিউজ ইউরোকে , Monetary Policy Meeting Minutes, Mid-Year Economic and Fiscal Outlook অস্ট্রেলিয়ান $ কে, BOJ Policy Rate, Monetary Policy Statement, BOJ Press Conference জাপানের ইয়েন কে , যুক্তরাজ্য নিউজ পাউন্ড কে প্রভাবিত করে।
-
নিউজের টাইমে মার্কেট হঠাত করে উপরে উঠে যায় আবার খুব তাড়া তাড়ি নেমে আসে,তাই নিউজের সময় আমাদের সচেতন থেকী ট্রেড করতে হবে। আর যারা স্কাল্পিং করে তারা নিউজের টাইম তাই বেশি কাজে লাগায়।আমার মনে হয় স্ক্যাল্পিং সব সময় ছোট লটে করা ভালো বড় লটে করলে প্রফিট হলে ভালো কিন্তু লস হলে একাউন্ট শেষ হয়ে যেতে পারে।
-
একেক দেশের নিউজ একেক কারেন্সির উপর প্রভাবিত করে আপনি যদি ফরেক্স মার্কেট থেকে সাফলতা পেতে চান তাহলে আগে আপনার মার্কেট এ নিউজ সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে হব্বে।কারন প্রাই ৮০% ট্রেডাররা তাদের একাউন্ট ০ করে নিউজের সময়।
-
ফরেক্সে ট্রেডিং করার আগে এনালাইসিস করে নিত হয়, আর এনালাইসিস এর জন্য নিউজ গুরুত্ব পূর্ণ ভুমিকা রাখে। আমি সাধারণত forexfactory এর নিউজ দেখি, এখানে নিউজ ভাল খারাপ বুঝার জন্য ফরমৌলা দেওয়া থাকে। আরো কিছু চিণ্হ দেওেয়া আছে ।
-
কোন নিউজ কখন হবে এটা আপনি ফরেক্স ফ্যাক্টরি তে দেখতে পারবেন । আপনি আরও দেখতে পারবেন নিউজ কেমন প্রভাভ ফেলবে ফরেক্স মার্কেট এ । আপনি ইন্সতাফরেক্স নিউজ ও দেখতে পারেন কোন কারেন্সিকে নিউজ আসবে আপনি নিউজ এ দেখে নিতে পারবেন । আপনি যেই কারেন্সিতে টেড করবেন সেই কারেন্সির টেড দেখে নিবেন তা হইলে ভাল হবে ।
-
প্রত্যেকটা নিউজের সামনেই সে দেশের নাম লেখা থাকে।আর ঐ নিউজের প্রভাব ঐ দেশের সাথে যুক্ত সকল কারেন্সিতে কম বেশি প্রভাব ফেলে।যেমন ইউএসডি এর নিউজ যখন প্রকাশিত তখন ইউএসডি এর সাথে যুক্ত সকল কারেন্সিতে এর প্রভাব দেখা যায়।
-
আমরা জানি প্রতিদিন ফরেক্সে অনেক নিউজ প্রকাশিত হয়। একজন ট্রেডারের এই নিউজ গুলো বোঝা উচিৎ। RBA Assist Gov Debelle Speaks নিউজটির রেজাল্ট ভাল বা খারাপ আসলে তা AUD পেয়ারকে প্রভাবিত করবে। আবার French CPI m/m নিউজটির রেজাল্ট EUR পেয়ারকে প্রভাবিত করবে।