-
ফান্ডমেন্টাল ,টেকনেকেল ও সেন্টিমেণ্টাল এই তিন ধরনের এনালাইসিস রয়েছে ফরেক্স মার্কেটে । আমরা সাধারণত ট্রেড করি এমনিতে নয় । ট্রেড করার ক্ষে্ত্রে বিশ্লেষণ তথা এনালাইসিস অত্যন্ত গুরত্বপুর্ণ । আমি মনে করি যে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে অনেক বেশি পরিমাণে নিজের বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি করার দিকে নজর দিতে হবে । সবচেয়ে ভাল এনালাইসিস হল টেকনিকেল এনালাইসিস ।
-
কোন ধরনের অ্যানালাইসিস টা ভাল এটা আমি এতটা সিউর করে বলতে পারব না। তবে অনেককেই দেখি শুধু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছে আবার অনেককে দেখি টেকনিক্যাল অ্যানালাইসিস করে থাকে। আবার অনেকে বল দুটি একসাথে করলে নাকি ভাল। আমি ও তাই মনে করি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুটিই একসাথে করে ট্রেড করলে ভাল হবে।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আলালাইসিস একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন ফরেক্স বাবসায়ীকে অবাইসই ট্রেড আনালাইসিস করে ট্রেড করতে হবে।ত্রেদ আনালাইসিস মুলত ৩ প্রকার। আমি মনে করি ফান্ডামেটল আলালিসিস অনেক বেশি গুরুত্বপূর্ণ ।কোন দেশ এর কারেচি কেমন তা এর মাদ্দমে জানা যায়।
-
ফরেক্স মাকেট এ টিকে থাকতে হলে আপনাকে সব ধরনের এনালাইসিস সম্পকে জানতে হবে । এবং যেকোন একধরনের এনালাইসিস এ এক্সপাট হতে হবে । তবেই ফরেক্স মাকেট এ সহজেই সফলতা লাভ করা যাবে বলে আমি মনে করি । সব বিষয়ে মোটামুটি ধারনা থাকাটা ভাল । এবং তা কাজে লাগাতে জানতে হবে ।
-
আমি মনে করি ফরেক্সে ডেমো অ্যাকাউন্ট এর গুরুত্ব অনেক ।এটা ফরেক্স শেখার প্রথম প্লাটফর্ম এখান থেকে একজন নতুন ফরেক্স বাবসায়ি রেয়াল ট্রেড এ যায়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। আমি ফরেক্স এ ডেমো অ্যাকাউন্ট খুলে মার্কেট আলালাইসিস করে ট্রেড শুরু করছি । যে কেউ চাইলে ডেমোটে অ্যাকাউন্ট খুলে ফরেক্স এর কাজ শুরু করতে পারে।
-
৩ ধরনের অ্যানালাইসিসই গুরুত্বপূর্ণ। এটা অনেকটা ৩ পা-ওয়ালা একটি টুলের মত। যদি এর কোন একটি পা ভেঙ্গে যায়, তাহলে টুলটি ভেঙ্গে যাবে এবং আপনিও মাটিতে পড়ে যাবেন। ফরেক্সের ক্ষেত্রেও আপনার কোন একটি অ্যানালাইসিস যদি দুর্বল হয়, তবে তা আপনার ব্যাপক লসের কারন হতে পারে। তাই সব ধরনের অ্যানালাইসিসই জরুরি।প্রাইস বাড়বে কি কমবে তা জানার জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসের মাধ্যমে আপনি ট্রেড করার সঠিক আইডিয়া পেতে পারেন। অ্যানালাইসিস মূলত ৩ প্রকারঃ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস
-
ফরেক্স ব্যবসা করতে হলে কেবলমাত্র এক ধরনের অ্যানালাইসিস করে ঠান্ডা হয়ে ট্রেড করলেই হবে না । ফরেক্স যা কঠিন ব্যবসা তা আমাদের অনেক ,অনেক ধরনেরঅ্যানালাইসিস করতে হবে ভাল ফল পেতে হলে । আমি মনে করি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সব থেকে ভাল অ্যানালাইসিস ফরেক্স এ ট্রেড করার জন্য । কিন্তু আমাদের সুধু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর উপরে নির্ভর করা ঠিক না ।
-
এনালাইসিস অনেক ধরনের আছে এবং সব ধরনের এনালাসিসই দরকার তবে আমার মনে হয় ফ্যান্ডামেন্টাল এনালাইসিস সবচেয়ে ভাল কারন এর মাধ্যমে জানা যায় মার্কেটের আপডেট খবর। তাই আমি বলবো সবাই এই এনালাসিস সবাই ফলো করতে পারেন।
-
আমি মনে করি টেকনিক্যাল অ্যানালাইসিসে ট্রেডাররা প্রাইসের মুভমেন্টের ওপর ভিত্তি করে ট্রেড করে। মুল বিষয় হল একজন ট্রেডার পূর্বের প্রাইস মুভমেন্ট দেখতে পারে, বর্তমানের প্রাইস মুভমেন্ট বুঝতে পারে এবং ভবিষ্যতের প্রাইস কেমন হবে সে সম্পর্কে ধারনা অর্জন করতে পারে।আপনার চার্টে পূর্বের সকল প্রাইসের মুভমেন্ট চার্ট আকারে দেয়া থাকবে। তাই আপনি চাইলেই পূর্বে কি হয়েছিল তা দেখতে পারবেন। আপনি নিশ্চয়ই শুনেছেন, "ইতিহাস বারবার প্রতিফলিত হয়।
-
আমি মনে করি ফ্যান্ডামেন্টাল অ্যানালাইসিস সবচেয়ে ভালো। কারন ফ্যান্ডামেন্টাল অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেটের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে জানতে পারি। ফরেক্স এ ফ্যান্ডামেন্টাল অ্যানালাইসিস করে লং ট্রেড অথবা ডে ট্রেডিং করে বড় ধরনের প্রফিট করা যায়।