ফরেক্স নেশা না পেশা সেটা নির্ভর করে নিজের উপর। ভূলক্রমে কেউ যদি এটাকে নেশা হিসাবে নেয় তাহলে এটাই হবে তার অনিবার্য ধ্বংসের কারণ। কারণ যে কোন নেশাই শরীর,মন,চিন্তা চেতনা,স্মরণশক্তি সব কিছু নষ্ট করে দেয়। ফরেক্সকে অবশ্যই নেশা হিসাবে না নিয়ে পেশা হিসাবে নিতে হবে। দশ জনের মধ্যে দুই জনই পারে তেমন লাভ করতে ট্রেড করে। তাই ঐ দশ জনের মধ্যে দই জনের কাছে ফরেক্স নেশা হতে পারে আর বাকী আট জনের কাছে এটা পেশা।