ফরেক্স মাকেটে একেক জন একেকে নিয়মে টেডিং করে।সবাই সবার সুবিধা মোতাবেক এ নাকেটে কাজ করে।ট্রেড করতে সারা বছরকে তিনটা ভাগে ভাগ করা যায় ।অক্টোবর-জানুয়ারি,ফেব্রুয ারি-মে ,এবং জুন-সেপ্টেম্বার।
Printable View
ট্রেড করার জন্য অবশ্যই মার্কেট এ্যানালাইসিস করা দরকার।বছরের তিনের দুই ভাগ সময় অবশ্যই আমরা মার্কেট এ্যানালাইসিস করব তাহলেই সফলকাম হতে পারব জানার জন্যই ফোরামের সব লেখাগুলো মনোযোগ দিয়ে পড়া উচিৎ৷একজন ভাল ব্যবসায়ী কখনও তা করেন না, তিনি ফরেক্স ট্রেডিংকে লাইফ টাইম সুযোগ হিসাবে গ্রহণ করেন যাতে তিনি তার ব্যাংক তৈরি করতে পারেন এবং ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারেন।
ট্রেড করার জন্য সারা বছর কে ভাগ করলে খারাপ হয়না.যেই তিনভাগে ভাগ করার কথা আপনি বলেছেন তা ট্রেডিং এর জন্য ভালো হতে পারে.এর ফলে এক ভাগে টার্গেট নির্ধারণ করে আপনি এগিয়ে চলতে পারেন, ট্রেডিং এর সুবিধার্থে সারা বছরকে তিনটি সিজনে ভাগ করা যেতে পারে। ১। অক্টোবর -জানুয়ারি। ২। ফেব্রুয়ারি-মে। ৩। জুন - সেপ্টেম্বর। তবে একজন ট্রেডার অন্যভাবেও ভাগ করতে পারেন সেটা তার ব্যক্তিগত ব্যপার।
ফরেক্স ট্রেড করতে সারা বছরে তিনটি ভাগে ভাগ করা হয় সে তিনটি ভাগ হলো এ
১ অক্টোবর এবং জানুয়ারি 2 ফেব্রুয়ারি মাস এবং মে 3 সেপ্টেম্বর এবং জুন ফরেক্স কে সাধারণত এই তিনটি মাসে ভাগ করা হয় এবং এই তিনটি মাসে উপর ফলে লাভবান বেশি দেয় এবং ফরেক্স ট্রেডাররা ইতিহাসের উপর থেকে বেশি লাভ করে এবং ফরেক্স এর কাজের চাহিদা এই তিনটি মাসের সব সময় বিজি থাকে তবে ফরেক্স মার্কেট 24 ঘন্টা খোলা থাকে।
সারা বছর ফরেক্সে তিন ভাগে ভাগ করা যায় যেমন।
০১/ অক্টোবর--জানুয়ারী
০২/ ফেব্রুয়ারী--মে
০৩/ জুন--সেপ্টেম্বর
ট্রেড তো সারাবছরই করা যায়। সারাবছরই মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হয়। তবে ট্রেডিং এর সুবিধার্থে সারা বছরকে তিনটি সিজনে ভাগ করা যেতে পারে। ১। অক্টোবর -জানুয়ারি। ২। ফেব্রুয়ারি-মে। ৩। জুন - সেপ্টেম্বর। তবে একজন ট্রেডার অন্যভাবেও ভাগ করতে পারেন সেটা তার ব্যক্তিগত ব্যপার।
অবশ্য আমি সবসময় মার্কেট পর্যবেক্ষণ করি। এতে আমি মনে করি যে ভাল ফলাফল পাওয়া যায়। এটা আমার দিক থেকে মনে হচ্ছে। অনেকে অনেকভাবে ট্রেড করে। আপনি এগিয়ে চলতে পারেন.পরবর্তী ভাগ শুরু করার আগে আপনি প্রথম ভাগ এর করা ট্রেড থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারেন.যা আপনাকে পরের ভাগগুলোতে এগিয়ে যেতে সহায়তা করবে।
ফরেক্স ব্যবসা আপনি বছরের সব কটি দিনই করতে পারেন । তবে আপনার সুবিধামত কয়েকটি ভাগে ভাগ করে নিলে সুবিধা হয় । যেমন-অক্টোবর-জানুয়ারি,ফেব্রুয ারি-মে ,এবং জুন-সেপ্টেম্বার।
আপনারা সবাই বলছেন সারা বছর ট্রেড করতে তিন ভাগে ভাগ করতে হয়| কিন্তু কি ভাবে তিন ভাগে ভাগ করে ট্রেড করব কেউ কিন্তু বেননি , অনুগ্রহ করে কেউ যদি বিস্তারিত ভাবে বলতেন তাহলে আমার জন্য ভালো হত |
ট্রেড সারা বছর করা সম্ভব নয় । কেননা ট্রেড করার জন্য অবশ্যই মার্কেট এ্যানালাইসিস করা দরকার । বছরের তিনের দুই ভাগ সময় অবশ্যই আমরা মার্কেট এ্যানালাইসিস করব তাহলেই সফলকাম হতে পারব । সুতরাং আমরা সব সময় ট্রেড না করে মার্কেটের মুভমেন্টের দিকে খেয়াল করব তাহলেই সফলকাম হতে পারব ।তাই জানার জন্যই ফোরামের সব লেখাগুলো মনোযোগ দিয়ে পড়া উচিৎ৷