-
ভালো ট্রেডার হতে গেলে অবশ্যই আমাদের এসব বিষয় ণ্ডলো পরিত্যাগ করতে হবে যেমন-লোভ,ওভার ট্রেড করা,ধৈর্যহীনতা,হঠা ৎ অতিরক্ত ভলিয়াম দিয়ে ট্রেড করা ইত্যাদি।এণ্ডলো মূলত একজন ভালো ট্রেডারের মৌলিক ণ্ডণাবলী এই ণ্ডণণ্ডলো যার মধ্যে নেই তার জন্য ফরেক্স নয়।আর নিজেকে একজন প্রোফেশনাল ট্রেডার হিসাবে গড়ে তুলতে ফরেক্সে পায় ২-৩ বছর ফরেক্স বিষয়ে প্রচুর পড়াশুনা করতে হবে।
-
একজন ট্রেডার হওয়ার জন্য কয়েকটি ধাপ রয়েছে, তারমধ্যে ৫টি ধাপ উল্লেখযোগ্য। যেমন- ধাপ -১) অচেতনে অযোগ্যতা, ধাপ-২) সচেতনে অযোগ্যতা, ধাপ-৩) ইউরেকা, ধাপ-৪) সচেতনে যোগ্যতা এবং ধাপ-৫) অচেতনে যোগ্যতা এই ধাপগুলো পার করার পরই একজন ট্রেডার ভাল ট্রেডার হয়ে উঠতে পারে।
-
ভাই আপনে ঠিকই বলছেন,আমি আপাতত অচেতনে অযগ্যতায় বিরাজ কররিছি।আমি বেশি দিন হয় নাই ফরেক্স টেড করছি।আজ আপনার পোষ্ট পরে আমার তাই মন হল আর নিজের অবস্থান টা নিরধারিত করতে পারলাম।তাই আমার এত লস হচ্ছে অচেতনায় অযগ্য আমি।ধন্যবাদ ভাই আমাকে সচেতনার দিকে আঙ্গুল তুলে দেওয়ার জন্য
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে একজন ভাল ট্রেডার হবার বেশ কিছু মৌলিক বিষয় আছে । প্রথমে আপনাকে জানতে হবে ফরেক্স মার্কেট কি । ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় যে সম্পর্কে আপনাকে বিস্তারিত ভাবে শিখতে হবে। ডেমো ট্রেড থেকে আপনাকে রিয়েল মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় সে সম্পর্কে জানতে হবে। এর পর একাউন্ট খুলে ট্রেড করতে পারবেন।
-
ফরেক্স কি তা সঠিকভাবে জানা
এবিষয়ে পূর্ণ জ্ঞান অর্জন করা
ডেমো ট্রেড করে,অভিজ্ঞা অর্জন করা
রিয়েল একাউন্ট থেকে ডলার ডিপোজিট করা
সঠিক ভাবে ট্রেড করা
-
ভালো ট্রেডার হতে গেলে অবশ্যই আমাদের এসব বিষয় ণ্ডলো পরিত্যাগ করতে হবে যেমন-লোভ,ওভার ট্রেড করা,ধৈর্যহীনতা,হঠা ৎ অতিরক্ত ভলিয়াম দিয়ে ট্রেড করা ইত্যাদি।এণ্ডলো মূলত একজন ভালো ট্রেডারের মৌলিক ণ্ডণাবলী এই ণ্ডণণ্ডলো যার মধ্যে নেই তার জন্য ফরেক্স নয়।আর নিজেকে একজন প্রোফেশনাল ট্রেডার হিসাবে গড়ে তুলতে ফরেক্সে পায় ২-৩ বছর ফরেক্স বিষয়ে প্রচুর পড়াশুনা করতে হবে।
-
আমি মনে করি যে, ফরেক্স সফলতার জন্য আপনাকে কিছু কঠিন ধাপ পার করতে হয় তাই ফরেক্স মার্কেটে একজন সফল ট্রেডার হতে হলে আপনাকে কিছু কঠিন ধাপ পার করতে হবে ।ফরেক্স মার্কেটে লোভ করা যাবেনা ,অতিরিক্ত ট্রেড থেকে দুরে থাকতে হবে এবং মানি মেনেজমেন মেনে ট্রেড করতে হবে ।
-
আমি কোনও ব্যবসায়ীকে খুব কমই এটি দেখতে পাচ্ছি এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি হ'ল আমরা বুঝতে পারি যে কেবলমাত্র তহবিলই নয় এবং সেন্ট ট্রেডিংয়ে খুব বেশি ব্যস্ত নয় বা শিখতে এবং ভাল অনুশীলন করার জন্য গুরুত্বপূর্ণ কাজটি করতে তাদের উচিত হবে না এবং এটি করা উচিত তারা যদি সত্যিকারের অ্যাকাউন্ট খুলতে এবং প্রশিক্ষণ নিতে চায় তবে ভাল। ভাল মূলধন লাভ করতে একটি সুবিধা আছে। যদি আমাদের অ্যাকাউন্টটি বড় হয় এবং আমরা জ্ঞান অর্জন করি তবে আমরা একটি যুক্তিসঙ্গত প্রচুর আকার ব্যবহার করতে সক্ষম হব us এটি আমাদের ভাল লাভের উপক্রম করবে এবং মুনাফা অর্জনের সম্ভাবনা সামান্য মূলধন ব্যবহারের চেয়ে বেশি হয়ে উঠবে।
-
ট্রেডার হওয়ার হওয়ার জন্য টে্রডারকে আগে নিয়ম মানতে হবে। রিস্ক ম্যানেজ মেন্ট করত হবে। স্টপ লস ছাড়া করলেও আমাদের অনেক পিপ ব্যাকাপ রাখতে হবে। কারন মার্কেট ২০০০-৩০০০ পিপ ব্যাকাপ রাখলে মার্কেট থেকে প্রফিট করা যায়। আর বেশি ব্যকাপ না থাকলে একাউন্ট শুণ্য হয়ে যেতে পারে।
-
ফরেক্স ট্রেডিং এ ভাল ট্রেডার হতে হলে তার অনেক বৈশিষ্ট্য থাকতে হবে।নিম্ন কিছু বৈশিষ্টের পয়েন্ট দেওয়া হলোঃ-
১। ট্রেডারের অবশ্যই ধৈর্য শক্তি থাকতে হবে।
২। ট্রেডারের অবশ্যই ভাল ট্রেডার হওয়ায় মন অমানুষিকতা থাকতে হবে।
৩। শিক্ষার আগ্রহ থাকতে হবে।
৪। যখন লস হবে তার কারন খুজে বের করতে হবে।
৫। ভুল থেকে শিক্ষা নিতে হবে।
৬। একই ভুল বার বার করা থেকে বিরত থাকতে হবে।
৭। ৩ টা এনালাইসিস ভাল করে জানতে হবে ( টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, সেন্টিমেন্টাল)
৮। প্রতিটি টুলস নিয়ে এনালাইসিস করতে হবে।
৯। মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে।
এই গুলো যার ভিতরে থাকবে সে ভাল ট্রেডার এ পরিনত হবে।