আমরা ফরেক্স মার্কেটে বিভিন্ন কারেন্সি পেয়ারে ট্রেডিং করে থাকি। আমরা জানি প্রতিটি কারেন্সি পেয়ার দুটি মুদ্রা বা কারেন্সি নিয়ে গঠিত। এই কারেন্সি পেয়ারের প্রথম কারেন্সিটিকে বলা হয় বেস কারেন্সি (base currency) এবং পরবর্তী কারেন্সি টিকে বলে হয় কোট কারেন্সি (quote currency)। আমরা বিভিন্ন কারেন্সি পেয়ারের যে মান দেখতে পাই তা মূলত বেস কারেন্সির সাপেক্ষে কোট কারেন্সির মান। উদাহরণস্বরূপ আমরা যদি জিবিপি/ইউএসডি কারেন্সি পেয়ারের 1.2500 দেখি তাহলে 1 গ্রেট ব্রিটেন পাউন্ড = 1.2500 মার্কিন ডলার হবে। বেস কারেন্সির মানের পরিবর্তন হলে কারেন্সি পেয়ারের মানের পরিবর্তন হয়ে থাকে। বেস কারেন্সির মান কম বেশি হলে কারেন্সি পেয়ারের মানও কম বেশি হবে।

