-
ফরেক্স ব্যাবসায় যে আপনি সব সময় লাভ করবেন এমন টা আশা করা কিন্ত একদম ঠিক নয় । ফরেক্স ব্যাবসা হচ্ছে লাভ লস মিলিয়েই । এখানে যেমন লাভ আছে তেমন আপনার লসও আছে তাই আপনাকে মাথাই এ চরম সত্য কথাটি সবসময় মনে রাখতে হবে । তাছারা লস টাকে স্বাভাবিক ভাবে মেনে নেয়ার ক্ষমতাও আমাদের থাকতে হবে । লস হলে সেখান থেকে আমাদের ভুল গুলয় শুধ্রানোর চেস্টা করতে হবে । প্রয়োজনে মনে করলে আমরা ভুল গুলো কোথাও লিখে রাখতে পারি যেন পরে আর না হয়।
-
লস করতে কার ভালো লাগে বলেন কিন্তু লস করলে সেটা নিয়ে মন খারাপ করে না বসে থেকে কোন কোন ভুলের জন্য আপনার লস হল সেটা খুজে বের করতে হবে । লস তো হবেই , এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু এই কি জন্য হল এখান থেকে শিক্ষা নেয়া টাই হচ্ছে বড় ব্যাপার । লস হলে সেটা আমাদের খুব বস্বাভাবিক ভাবেই নেয়া উচিৎ । কারন সেটার জন্য মন খারাপ করে করে বসে থাকলে আমরা আর অন্য কোন কাজে মননিবেশ করতে পারব না । তাই লাস হলে সেটাকে আমাদের খুব সহজ ভাবেই নেয়া শিখতে হবে ।
-
ভাই লস করেছেন ত কি হয়াছে । এমন কোন কাজ নাই দুনিয়াতে যে খানে আপনি সুধু লাভ পাবেন লস পাবেন না । মনে রাখবেন লস বেবশার একটি অংশ । আপনার লস হছে মানে আপনি মার্কেট থেকে শিক্ষার সুজগ পাচ্ছেন । মনে রাখবেন সৎ বেবশাইয় লাভ এবং লস দুই থাকে ।
-
ব্যবসা মানেই লাভ লস তাই আমি লস করলে তা সহজে মেনে নেই । এবং কি ভুলের কারনে আমার লস হল তা খুজে বের করতে চেষ্টা করি এবং তা সংশোধন করতে চেষ্টা করি, পরবর্তীতে যেন এই ভুল তা আর না হই । তাই আপনাকে ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনাকে ফরেক্স ব্যবসায় ভালো দক্ষতা অর্জন করতে হবে ।
-
প্রথমে লস খাওয়া আমি ভাল মনে করি। মনে রাখবেন, আপনি যত ঠেকবেন আপনি তত শিখবেন। এটা আসলেই বাস্তব মুখী একটি কথা। কারণ, আপনি লস করলে আপনি আপনার ভুল গুলো শিখতে পারবেন যে আমার কোন জায়গায় ভুল হচ্ছে। তাই আমি মনে করি ভুল করা ভাল আবার একই জায়গায় বার বার ভুল করা উচিৎ না।
-
লস করার পর সাভাবিক ভাবে মনটা খারাপ হয়ে যায় । কিন্তু ব্যবসায় লাভ লস তো থাকবেই । তাই মেনে নিয়ে লস এর কারন টা বুঝার চেষ্টা করি । এর পরও আমি ট্রাই করি যে আমকে ভাল ভাবে কাজটা শিকতে হবে।
-
লস করার পর কোন ট্রেডারেরই ভালো লাগে না, কারণ কেউ লস দিতে চায় না কিন্তু এটাই চির সত্য যে বাবসা মানেই লাভ অথবা লস, কিন্তু ফরেক্স লাভকে যেমন আনন্দের সাথে নিতে হয় তেমনি লস কেও সাদরে গ্রহন করতে হয়। আর আমি মনে করি এটাই হচ্ছে ফরেক্স এর বড় অভিক্ষতা সহনশীলতায় ফরেক্স এর মূলমন্ত্র।
-
ব্যাবসাতে লাভ লস সবই থাকে তাই বলে যে আপনি শুধু লাভ করবেন তা কিন্তু না আবার যে আপনি শুধু লস করবেন তাও কিন্তু না। লাভ বা লস এই দুটিই ব্যাবসার ধর্ম, কখনো লাভ আবার কখন লস এই দুটিই ব্যাবসায় থাকে, তাই বলে আপনি লস খেলে যে আর ফরেক্স করবেন না তা কিন্তু না অনেকে না বুজে ফরেক্স করে বলে তারার এ সমস্য হয় ফরেক্স করতে হলে আপনাকে আগে মার্কেট সম্পর্কে ধারনা রাখতে হবে এবং মার্কেট কোন দিকে যাবে তা বুজে ট্রেড করতে হবে, তাহলে আপনি লস করবেন না।
-
লস করার পর প্রত্যেক ট্রেডার দেরই খারাপ লাগে কিন্তু লস না করলে আপনি লাভ করবেন কিভাবে। লস করা মানে আপনি সঠিক ভাবে ট্রেড অপেন করতে বার্থ হয়েছেন। তাই আপনি লস এর সম্মুখীন হয়েছেন। কিন্তু লস করার মাধ্যমে আপনার ভবিষ্যৎ এর পথ খুব শক্ত হচ্ছে। কারণ, লস খেলে আপনি বুঝতে পারবেন যে, আপনার কথায় ভুলগুলো হচ্ছে। আপনি অবশ্যই সে ভাবেই সতর্ক হবেন স্বাভাবিক।
-
লস যতই ব্যবসার একটা অংশ হোক না কেন লস হওয়ার পর আমার আসলে খুব খারাপ লাগে।কারন ফরেক্সে আমি এখন নতুন ট্রেডার বলে লস হলে খুব খারাপ লাগে।মাঝে মাঝে মনে করি আমি বোধহয় বেশিদিন ট্রেড জগতে থাকতে পারবো না।কিছুদিন এভাবে লস করতে থাকলে ফরেক্স থেকে গুডবাই হতে বেশিদিন লাগবে না।এভাবে লস হওয়ার পর আমার খুব খারাপ লাগে এবং অনেক দূরদর্শী ভাবনা পর্যন্ত ভেবে ফেলি।