জীবনে কখন কোন অবস্থার সম্মুখীন হতে হয় তা বলা যায় না। এখন আমার কাছে ফরেক্সে ট্রেডিং করা ফলদায়ক হচ্ছে কিন্তুু পরবর্তিতে এটা পরিবর্তনও হতে পারে।
Printable View
জীবনে কখন কোন অবস্থার সম্মুখীন হতে হয় তা বলা যায় না। এখন আমার কাছে ফরেক্সে ট্রেডিং করা ফলদায়ক হচ্ছে কিন্তুু পরবর্তিতে এটা পরিবর্তনও হতে পারে।
ফরেক্স আমার প্রথম অনলাইন কাজ আমি এখনও একজন ফরেক্সের ছাত্র এ পর্যন্ত যে অভিজ্ঞতা হয়েছে আমার মনে হয় ফরেক্স থেকেই মোটামুটি আয় করতে পারব ইনশাআল্লাহ্* তাই আপাতত মনে করি ফরেক্সই আমার অনলাইন শেষ বাবসা এটাতে ভালো করতে পারলে আমার আর কোন কিছু করার দরকার হবে না, ফরেক্সের মত বিশ্বস্ত মার্কেট প্লেস থেকে সামান্য আয় করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব।
ফরেক্স এ আসার আগে আমি বিভিন্ন ওয়েবসাইট এর অধিনে কাজ করেছি। ওডেস্ক এ প্রায় তিন বছর কাজ কাজ করেছি। সব মিলিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, তাতে বুঝলাম ফরেক্স ই উত্তম। তাই শেখা শুরু করেছিলাম, এখন এটাকে পেশা হিসেবে নিয়েছি। তবে আমি এখন ও এটাকে শিখি। ভাই, ভাল লাগলে একটা থ্যাঙ্কস দিবেন কিন্তু।
আমি অনেক অনলাইনে কাজ করেছি কিন্তু ফলাফল ভালো পাই নাই। এখন ফরেক্স আমার জীবনের অনলাইনে শেষ ব্যবসা ।
আমার জিবনে অনলাইনে কাজ করার অনেক স্বপ্ন ছিল যে আমি অনলাইন মাধ্যমে টাকা আয় করব।অবশেষে আমার এক বন্ধুর কাছে ফরেক্স বিজনেস এর কথা শুনি এবং যখন শুনি যে ফরেক্স মার্কেট অনলাইন ভিত্তিক মার্কেট তখন আগ্রহ আরো বেড়ে যায় এবং আমি ফরেক্স ব্যবসাকে আমার জীবনের শেষ বিজনেস হিসেবে নিতে চায়।
আমি এর আগে অনেক অনলাইন ব্যবসার সাথে জরিত হয়েছি। এবং তাদের কাছ থেকে প্রতারনার শিকার হয়েছি। তাই এখন ফরেক্স এ কাজ করতেছি এবং ভাল উপার্জন করতে পারতেছি তাই এটাই ভাল ও সেরা ।
না আমি এরকম কোন প্রকার কথা বলব না যে ফরেক্স ই আমার শেষ ব্যবসা ফরেক্স আপনি আপনার পার্ট টাইম ব্যবসা হিসেবে নিতে পারেন আপনি ফরেক্স কে চাকুরির পাশাপাশি নিতে পারেন আবার আপনি চাইলে ফরেক্স কে আপনার একমাত্র পেশা হিসাবে ও নিতে পারেন এটা আপানর একান্ত ব্যাক্তিগত ব্যাপার ।
পৃথিবীতে অনলাইন ব্যবসার কোন শেষ নাই । আসলে অনলাইন ব্যবসার মধ্যে অনেক প্রতারণার শিকার হয় । এ দিক দিয়ে বিবেচনা করলে বুজা যায় ফরেক্স একটি ভালো ব্যবসা । বিশেষ করে ফরেক্সে কোন প্রতারণার শিকার হতে হয় না । আমার জীবনে ফরেক্স ঐ হচ্ছে প্রথম অনলাইন ব্যবসা । বাস্তবতার দিক দিয়ে যা আমি জানতে পারছি এথেকে এটাই বলবো ফরেক্সে বযবসায় কোন প্রতারনা হয় না । আর অনলাইনে ব্যবসা, কাজ করতে হলে আমি এটাই বলবো যে ফরেক্স হচ্ছে আমার জীবনের প্রথম এবং শেষ বযসা ।
অবশ্যই ফরেক্স আমার জীবনের শেষ বিজনেস। কারন ফরেক্স অনেক লাভজনক একটা বিজনেস। আমি অন্য কাজের পাশাপাশি ফরেক্স করতে পারি। ঘরে বসেি ফরেক্স করা যায়। ফরেক্স মার্কেটে সফল হতে হলে শুধুমাত্র ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান আর অভিজ্ঞতা থাকলেই ফরেক্স মার্কেটে সফল হওয়া যায়। আমি ফরেক্স থেকে এখন কম কম লাভ করতে পারি। তবে আমি মনে করি একদিন আমি ফরেক্স থেকে অনেক টাকা ইনকাম করতে পারবো। এসব কারনে ফরেক্স আমার জীবনের শেষ বিজনেস।
না আমার জীবনের শেষ ব্যবসা নয় কারন আমি একজন ফ্রিল্যান্সার তো আমি ফরেক্সকে আমি আমার পার্ট টাইম ব্যবসা হিসেবে গ্রহন করেছি তো তার জন্য যে ফরেক্স আমার শেষ ব্যবসা হিসেবে গন্য হবে তা নয় ।ফরেক্স এর মাধ্যমে আমি আমার অর্থনৈতিক অবস্থাকে আরও সুদৃড করতে পারি তা ছাড়া অন্যান্য যারা অন্য চাকুরি বা ব্যাবসা করে তারাও আমার মত ফরেক্স কে তাদের পা্র্টটাইম ব্যব্যসা হিসেবে গ্রহন করতে পারে।