-
অন্যান্য ফরেক্স ব্রোকারদের মত ইন্সটাফরেক্স তার গ্রাহকদেরকে সোয়াপমুক্ত অ্যাকাউন্ট সুবিধা দেয় সম্পূর্ণ বিনামূল্যে ইসলামিক অথবা সোয়াপমুক্ত অ্যাকাউন্টসমূহ ট্রেডারদেরকে যেকোনো মুদ্রাজোড়ায় ট্রেড করার সুযোগ দেয় কিন্তু মধ্যরাত ধরে চলতে থাকা ট্রেডের পরিমাণ থেকে কোন প্রতিদান বা উত্তোলন আশা করা যায় না
-
আমরা যখন ইনস্টাফরেক্সে একাউন্ট খুলতে যাই তখন একটা অপশন থাকে সোয়াপ আর ফরেক্সে দক্ষ ট্রেডাররা বলে থাকেন এই সোয়াপ হলো ইসলামিক ভাবে সুদ মুক্ত করার একটা মাধ্যম। তবে আমি এর সঠিক উত্তর জানিনা। এ বিষয়ে আসলে আমার মনে হয় অভিজ্ঞতা সম্পন্ন ইসলামিক জ্ঞান সম্পন্ন কোন আলেম বা মুফতি ব্যাখ্যা দিতে পারে।
-
আমার জানা মতে আমরা যখন ট্রেড একাউন্ট খুলি তখন সোয়াপ ফ্রি অপশনে টিক দিয়ে যে একাউন্ট খোলা হয় সেটাই সোয়াপ ফ্রি্ একাউন্ট আবার অন্য ভাবে আপনার প্রফিটে চালু থাকা ট্রেডটি হতে আপনি ব্রোকার কতৃক সুদ প্রদান না করার জন্য যে ব্যবস্থা নেন সেই ধারনের একাউন্টকে সোয়াপ ফ্রি একাউন্ট বলা হয় আর ইসলামে যেহেতু সুদ হারাম তাই এইধারনের একাউন্টকে ইসলামিক একাউন্ট বলা হয়।
-
সোয়াফ মুক্ত অ্যাকাউন্ট হল সুদমুক্ত অ্যাকাউন্ট অথ্যাত যে সকল অ্যাকাউন্টে ট্রেড করার পর উক্ত ট্রেডে লাভের উপর ব্রোকারকতৃক কোন প্রকার সুদ গ্রহন বা নেওয়া হয় না সেই সকল অ্যাকাউন্টকে মূলত সোয়াফ ফ্রি অ্যাকাউন্ট বলে অভিহিত করা হয়।
-
আমরা যখন ট্রেড একাউন্ট খুলি তখন সোয়াপ ফ্রি অপশনে টিক দিয়ে যে একাউন্ট খোলা হয় সেটাই সোয়াপ ফ্রি্ একাউন্ট আবার অন্য ভাবে আপনার প্রফিটে চালু থাকা ট্রেডটি হতে আপনি ব্রোকার কতৃক সুদ প্রদান না করার জন্য যে ব্যবস্থা নেন সেই ধারনের একাউন্টকে সোয়াপ ফ্রি একাউন্ট বলা হয় আর ইসলামে যেহেতু সুদ হারাম তাই এইধারনের একাউন্টকে ইসলামিক একাউন্ট বলা হয়। ধন্যবাদ
-
ফরেক্স আমার দৃস্টিতে হালাল মনে করি কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে একজন ফরেক্স ট্রেডারকে লাভ লস দুইটি হয়ে থাকে আর যেখানে লাভ এবং লস আছে সেটাই আমি হালাল মনে করি।আর ইস্লামি একাউন্ট কলে আপনি আমি মনে করি ভ্ল হবে কারন ইসলামি একাউট সোয়াপমুক্ত।
-
সোয়াপমুক্ত বা ইসলামিক একাউন্ট বলতে বুঝায় সুদমুক্ত একাউন্ট আমরা যেহেতু মুসলিম আমাদের সুদমুক্ত একাউন্ট করাই উচিত সুদমুক্ত একাউন্ট করতে পারলে সবদিক দিয়েই ভাল নিজে আত্মতুষ্টিতে থাকা যায় । ইনস্টাফরেক্স এর মাধ্যমে আপনি সো্য়াপমুক্ত একাউন্ট করতে পারেন ।
-
সোয়াপমুক্ত একাউন্টই আমাদের মত মুসলিমদের জন্য কারন আমরা সুদ খাই না সুদ পছন্দ করি না। আর তাছারা এই সোয়াপ একাউন্ট ব্যাবহার করে তাদেরকেও অনেক ঝামেলা পোহাতে দেখেছি দেখা যায় বেশিরভাগ সময়ই একটা কমিশন কেটে নেয় যা আমাদের মোটেই প্রয়োজন নয়।
-
আমরা যখন ট্রেড একাউন্ট খুলি তখন সোয়াপ ফ্রি অপশনে টিক দিয়ে যে একাউন্ট খোলা হয় সেটাই সোয়াপ ফ্রি্ একাউন্ট আবার অন্য ভাবে আপনার প্রফিটে চালু থাকা ট্রেডটি হতে আপনি ব্রোকার কতৃক সুদ প্রদান না করার জন্য যে ব্যবস্থা নেন সেই ধারনের একাউন্টকে সোয়াপ ফ্রি একাউন্ট বলা হয় আর ইসলামে যেহেতু সুদ হারাম তাই এইধারনের একাউন্টকে ইসলামিক একাউন্ট বলা হয়। ধন্যবাদ।
-
সোয়াপমুক্ত বা ইসলামিক অ্যাকাউন্ট বলতে বুঝায় ফরেক্স অ্যাকাউন্ট খোলার পূর্বে ঐ অ্যকাউন্টকে সুদ মুক্ত করার জন্য সোয়াপ ফ্রি অপশনের মাধ্যমে যে কেউ তার ফরেক্স অ্যাকাউন্টকে সুদমুক্ত করতে পারে এবং ঐ অ্যাকাউন্টের সকল প্রফিটকে সুদমুক্ত করতে পারেন। তবে অ্যাকাউন্টকে সুদমুক্ত করতে হলে তা অবশ্যই অ্যাকাউন্ট ওপেনের পূর্বেই করতে হবে