-
ফরেক্স এবং স্টক মার্কেটের মুল পার্থক্য হল - ফরেক্স মার্কেটে আপনি বাই সেল উভয়ই করতে পারেন এবং স্টক মার্কেটে আপনি শুধু বাই করতে পারেন। ফরেক্স মার্কেটে মার্কেট যে দিকেই মুভ করুন না কেন আপনি যদি বুঝে বাই সেল করতে পারেন তাহলে আপনি লাভ করতে পারবেন। কিন্তু স্টক মার্কেটে আপনি শুধু বাই করতে পারবেন এবং মার্কেট উপরে উঠলে আপনার লাভ হবে।
-
ফরেক্স এবং শেয়ার মার্কেট এর মধ্যে কোনো সম্পর্ক নাই । দুইটি সম্পর্ণ আলাদা দুইটি বাজার । শেয়ার বাজার শেয়ার ও সিকিউরিটি নিয়ে কাজ করে বা লেনদেন করে আর ফরেক্স মুদ্রা নিয়ে যেন দেন করে । শেয়ার বাজারে কোনো নির্দিষ্ট শেয়ার এর দাম কমলে বিনিয়োগ কারো ক্ষতিগ্রস্থ হয় কিন্তু ফরেক্স এ কোনো নির্দিষ্ট মুর্দার দাম বার ও হ্রাস পাওয়া উভয় ক্ষেত্রে ই মুনাফা করা সম্ভব । আমি মনে করি ফরেক্স এ বিনিয়োগ করা শেয়ার মার্কেট থেকে অনেক সহজ , মুনাফা বেশি ও ঝুঁকি অনেক কম ।
-
আমার মতে ফরেক্স মার্কেট ও স্টক মার্কেট দুটি প্রায় একই ধরনের মার্কেট । তার পরে এই দুটি মার্কেটের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। স্টক মার্কেট হল লোকাল/ স্থানীয় মূদ্রা বিনিময় মার্কেট আর ফরেক্স মার্কেট হয় আন্তর্জাতীক মূদ্রা বিনিময় মার্কেট। ফরেক্স মার্কেটে মূদ্র বেচা কেনা দুটিই করা যায়। স্টক মার্কেটে শুধু মূদ্রা কেনা যায় বেচা যায়না।
-
ফরেক্স এর সাথে স্টক এর কোন মিল নেই। কিছুটা মিল থাকতে পারে। যেমন স্টক এ কারন্সি আছে । ফরেক্স ও কারন্সি আছে। ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। আর সটক মার্কেট সীমিত সময়ের জন্য খোলে থাকে। ফরেক্স মার্কেট এর মত স্টক মার্কেট এ ডলার কেনবেচা হয়।
-
ফরেক্স এবং স্টক মার্কেট এর মধ্য অনেক পার্থক্য বিদ্যমান । ফরেক্স এবং স্টক মার্কেটকে অনেকে একসাথে গুলিয়ে ফেলেন এটা মোটেও উচিত নয় । কারণ ফরেক্স স্টক হতে আলাদা । যদিও এদের ধরন দেখে একই গোত্রিয় মনে হয় । কিন্ত আমি মনে করি যে ফরেক্স অন্যতম একটা ভালো ও মানবিয় পেশা । যেটার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি এবং ভালো কিছু করতে পারি ।
-
ফরেক্স মার্কেট ও স্টক মার্কেট ২ টাই খুব রিক্সফুলি মার্কেট এইখানে আপনি ভাল ভাবে মার্কেট বুঝতে পারলে ভাল আয় করতে পারবেন নয়ত লস হতে পারে।ফরেক্স হল আন্ত্ররজাতিক ভাবে স্বীকৃত বৈদেশিক মুদ্রা বিনিময়ের মুক্ত বাজার।ফরেক্স মার্কেট আর সাধারণ শেয়ার মার্কেটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।ফরেক্স মার্কেটে শেয়ার মার্কেট হতে অনেক গুণ বেশি দৈনন্দিন লেনদেন হয় এবং ফরেক্স সারাবিশ্বব্যাপি স্বচ্চতার সাথে পরিচালিত হয় শেয়ার মার্কেট ও ফেরেক্স এর মধ্য যে মিলটা তা হল দর উঠানামা করার মাধ্যমেই নির্ধারিত হয় লাভ এবং লস।
-
ফরেক্স মার্কেট আর ষ্টক মার্কেট এর মধ্যে পার্থক্য তো আছেই। ফরেক্স মার্কেট সারাবিশ্বের মুদ্রার বিনিময়ের হারের একটি মার্কেট আর ষ্টক মার্কেট হচ্ছে একটি দেশের পন্যের দামের উপর নির্ভর করে থাকে। তবে দুইটি মার্কেট এই সবসময়ই পন্যের দার উঠানামা করে।
-
ফরেক্স একটি আন্তঃজাতিক মুদ্রা কেনা বেচার মার্কেট। আর স্টক মার্কেট হল লোকাল মার্কেট। ফরেক্স এ ট্রেড দিয়ে টাকা আয় করতে হয় আর স্টক মার্কেট এ একটি অদৃশ্য পণ্য কেনা বেছা হয়। তবে হ্যা ফরেক্স মার্কেট এর মত স্টক মার্কেট এ ও লাভ লস হয়। তাই ফরেক্স ও স্টক মার্কেট এর মধ্যে যথেষ্ট মিল রয়েছে।
-
আমার মনে হয় বাংলাদেশের ফরেক্স ব্যবসার জন্য তেমন কোন প্রচলন বা অ্যাড এখন পর্যন্ত প্রকাশ্যে শুরু হয় না । কিন্তু যারা এই ব্যবসার সাথে জড়িত তারা অবশ্যই এই ব্যবসার গুরুত্ব সর্ম্পকে সম্মক ধারণা রাখে । সুতরাং আমরা একে অপরের কাছে আলোচনা করি যাতে করে সবাই এই ফরেক্স সর্ম্পকে ধারণা নিতে পারে ।
-
যেমন আমাদের দেশের অভ্যন্তরীন স্টক একচেন্জে এই শেয়ার ব্যাবসা হয়ে থাকে৷আর আন্তর্জাতিক মার্কেটে সারাবিশ্ব ব্যাপী ফরেক্স ব্যাবসা হচ্ছে৷শেয়ার ব্যাবসায় দেশীয় বড় বড় কোম্পানী গুলো তাদের নিজেদের শেয়ার ক্রয়/বিক্রয় করে থাকে৷আর ফরেক্স মার্কেটে বিশ্বের সকল সুপার ব্যাংকসহ বড় বড় ফিনানসিয়াল প্রতিষ্ঠানগুলো একযোগে ক্রয়/বিক্রয় করে থাকে৷শেয়ার মার্কেট দিনের একটা নির্দিষ্ট সময় খোলা হয় আর ফরেক্স মার্কেট টানা ৫ দিন ৫ রাত খোলা থাকে৷শেয়ার মার্কেটে ব্যাবসা করতে পর্যাপ্ত পুঁজির প্রয়োজন হয় আর ফরেক্সে অনেক কম পুঁজি হলেই ব্যাবসা করা যায়৷