-
আমি মনে করি ফরেক্স শুধু ফাইনাল স্টুডেন্টের জন্য নয়।ইচ্ছা থাকলে উপাই হয়। কথাটা যেমন সত্য। তেমনি ফরেক্স ফোরাম করার ইচ্ছা থাকলে উপাই ঠিক হয়ে যাবে।ফরেক্স মার্কেট এ সব থেকে বড় বেপার হল এই মার্কেট এ মানি ম্যানেজমেন্ট করা আপনি যে কোন ধরনের মূলধন ডিপোজিট করুন না কেন এখানে সবার আগে আপনাকে সেই মূলধন এর ম্যানেজমেন্ট করতে হবে এতে করে আপনার ট্রেড করার ক্ষেত্রে ঝুঁকি অনেকাংশ কমে যাবে যার কারনে আপনি এই মার্কেট থেকে ভাল ফলাফল পেতে পারেন ।
-
হ্যাঁ ফাইনান্স এর স্টুডেন্ট জন্য এটা অনেক ভালো যে তারা ফরেক্স নিয়ে সরাসরি বইয়ে পড়তে পারে । তবে আমি মনে করি যে ফরেক্স যে কোন স্বশিক্ষিত ব্যাক্তি করতে পারে এবং এখানে কারো জন্য কোন ধরনের শর্ত নেই । তাছাড়া ফরেক্স মার্কেটে আমি একজন জেনোরেল লাইনের স্টুডেন্ট এবং আমিও ফরেক্স করি । এছাড়া আমার আশেপাশে অনেক বড় ভাইকে দেখি যারা কোন ধরনের পড়লেখা করে না বরং চাকরির পাশাপাশি ফরেক্স করে যথেষ্ট লাভবান হচ্ছে ।
-
ফরেক্স থেকে লাভ করতে পারলে ফরেক্স সবার জন্যই উপকারী । তবে আপনি যদি ফাইনান্স এর স্টুডেন্ট হয়ে থাকেন তবে হয়তো আপনি ফেরেক্স এর ফান্ডামেনটাল নিউজগুলো ভালোভাবে বুঝতে সুবিধা হবে । এটাকে কাজে লাগিয়ে আপনি হয়তো ভালো প্রফিটও করতে পারবেন ।
-
ফরেক্স সবার জন্যই উপকারী, এটার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নাই যে, আপনি ফিনান্স এর স্টুডেন্ট নাকি আপনি মার্কেটিং এর স্টুডেন্ট নাকি আপনি কোনো অন্য বিষয়ের উপর পড়ালেখা করছেন. ইটা কোনো বিষয় না, সুতরাং আপনি ফরেক্স শুরু করতে পারেন, তেব ফরেক্স শিখা তা জরুরি, অন্য কোনো শিখায় এ শিক্ষার সাথে পেরে উঠবে না, যদি আপনি ফরেক্স এ শিক্ষিত হতে পারেন মার্কেট এ.
-
আমি তা মনে করি না। এমন অনেক বড় বড় লোকজন আছে যারা বেশ বড় বড় এনালিস্ট কিন্তু তারা ট্রেডার নয়। তাই আমি মনে করি যারা ট্রেডার হতে চান্ তার দরকার ধৈর্য এবং শিখার মত আগ্রহ। তবেই সে সফল হতে পারবে। তবে সে কিছু সুবিধা পাবে কেননা তার ব্যাকগ্রাউন্ড যেহেতু ফিনান্স।
-
ইচ্ছা থাকলে উপাই হয়। কথাটা যেমন সত্য। তেমনি ফরেক্স ফোরাম করার ইচ্ছা থাকলে উপাই ঠিক হয়ে যাবে।ফরেক্স মার্কেট এ সব থেকে বড় বেপার হল এই মার্কেট এ মানি ম্যানেজমেন্ট করা আপনি যে কোন ধরনের মূলধন ডিপোজিট করুন না কেন এখানে সবার আগে আপনাকে সেই মূলধন এর ম্যানেজমেন্ট করতে হবে এতে করে আপনার ট্রেড করার ক্ষেত্রে ঝুঁকি অনেকাংশ কমে যাবে যার কারনে আপনি এই মার্কেট থেকে ভাল ফলাফল পেতে পারেন ।
-
ফরেক্স আমি মনে করি সবার জন্য উপকারি কারন ফরেক্স মার্কেটে ট্রেড করে যদি আপনি ভাল কিছু করতে পারেন তবে শুধু ফিনান্স না আপনি অঅব কেত্রেই ভাল কিছু করতে পারেন। তবে ফিনান্স স্টুডেন্তের জন্য একটু উপকারি হিসাবে হবে আর বাকি যারা করবে তারাও ভাল করতেবপারবেন।
-
ফরেক্স ব্যবসা অবশ্যই ছাত্রদের জন্য উপকারী । যে ছাত্র লেখাপড়ার পাশাপাশি এই ব্যবসাকে প্রাধান্য দিয়ে থাকে সে অবশ্যই সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ছাত্রদেরকে উৎসাহ দিয়ে থাকব ।
-
পাঠ্যবই এ পড়া এবং তার পর প্রাক্টিক্যাল করা এটা কিছুটা সহায়ক বটে। তবে যে কোনো স্টুডেন্ট এই ব্যবসা করতে পারবেন। দেখা যায় যে একজন বিজ্ঞানের ছাত্র কিছুই আবিষ্কার করতে পারছে না, অথচ একজন মেকার তেলবিহীন চলার ক্ষমতাসম্পন্ন মোটরবাইক আবিষ্কার করে বসল।
-
ফরেক্স এর ধারনা যদি আপনি আপনার বইতে পেয়ে থাকেন তাহলে এই বিষয়ে প্রথম থেকেই ধারনা আপনার রয়েছে। তবে একটি বিষয় যে আপনি যে ধারনা পেয়েছেন তার দরুন আপনি একজন ভালো ট্রেডারের হয়ে গড়ে ওঠার জন্য অনেকটা পথ এগিয়ে আছেন। তবে ধারনা আর বাস্তবতা অনেক পার্থক্য বিদ্যমান।