-
ফরেক্সে সফলতার জন্য সঠিক টার্গেট নেওয়াটা অত্যন্ত জরুরী। টার্গেট ছাড়া ট্রেড করা মানে অতি লোভ বা আবেগে যখন যত পারা যায় তত প্রফিট করার চেষ্টা করা । এটা করতে গিয়ে বার বার ব্যালেন্স জিরো হয়। অনেকে টার্গেট নিয়ে যখন তা অর্জিত হয়ে যায় , তারপরেও অতি লোভে পড়ে বেশী প্রফিট করতে গিয়ে আমও যায় ছালাও যায়।মার্কেট সব সময় আমাদের নিজস্ব অবস্থানে থাকে না অনেক সময় তা বিপরীত অবস্থানে থাকে। এ অবস্থায় আমাদের উচিত ধৈর্য সহকারে মার্কেটে অবস্থান ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো। আমাদের এই টুকু ধৈর্য ধারণ করতে হবে নতুবা কখনো ফরেক্সে সফল করা সম্ভব নয়। আমাদের নির্দিষ্ট বা সঠিক টার্গেট বজায় ট্রেড ক্লোজ উচিত।
-
সবসময় যে আপনার টার্গেট পূরণ হবে তার কোন গ্যারান্টি নেই। কারণ এই বাজার সবসময় একইভাবে চলাচল করে না। তাই মাঝে মাঝে টার্গেটের আগেই বাজার থেকে বের হওয়া ভাল। আমি অনেকবার লস করেছি শুধুমাত্র আমার টার্গেটের জন্য। তাই আমি বলতে চাই ট্রেড অপেন করার পর মাঝে মাঝে বাজার দেখা উচিত। আপনি যখন টার্গেট করে ট্রেড করবেন তখন আপনার একটা ধারনা থাকবে আপনি ফরেক্স মার্কেট এ কি করছেন আপনি টার্গেট পুরন করতে পারলেন না পারলেন না এটা আপনি বুঝতে পারবেন তখন সামনে ট্রেড করতে আরও সুবিধা হবে আপনার ফরেক্স মার্কেট এ ট্রেড করতে।
-
সঠিক টার্গেট বজায় রেখে ট্রেড করতে পারলে ভাল ফল পাওয়া যায় ফরেক্সে। কারণ অনেক সময় টার্গেট নিয়ে অর্জিত হওয়ার পরে বেশী লোভ করতে গিয়ে ব্যালেন্স জিরো হয়। এজন্য প্রয়োজন সঠিক টার্গেট নিয়ে তা বাস্তবায়ন হলেই ট্রেড ঐদিনের মত ক্লোজ করা নচেত আবার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। সেটা ছোট টার্গেট হোক আর বড় টার্গেট হোক না কেন সব সময় সঠিক টার্গেট নিয়ে এ্যান্ট্রি দিয়ে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করলে ভাল ফলাফল আসতে পারে।ভাই টার্গেট অর্থাৎ প্ল্যান যেকোনো কাজের ক্ষেত্রে খুবই কার্যকরী । কারণ আমরা যদি কোন কাজ শুরু করার পূর্বে কোন টার্গেট প্লান সেট না করে নেই তাহলে সেই কাজে আমরা কখনই সফল হতে পারব না । কারণ আমাদের কোন উদ্দেশ্য নেই । আমরা যত বেশি প্ল্যান করে ট্রেডিং করতে পারব ততবেশি আমরা ফরেক্স মার্কেট থেকে আমাদের সফলতা অর্জন করতে পারব । আমাদের উচিত খুবই প্ল্যানমাফিক ট্রেডিং পরিচালনা করা ।
-
ফরেক্সে সফলতার জন্য সঠিক টার্গেট নেওয়াটা অত্যন্ত জরুরী। টার্গেট ছাড়া ট্রেড করা মানে অতি লোভ বা আবেগে যখন যত পারা যায় তত প্রফিট করার চেষ্টা করা । এটা করতে গিয়ে বার বার ব্যালেন্স জিরো হয়। অনেকে টার্গেট নিয়ে যখন তা অর্জিত হয়ে যায়। ট্রেড করার সময় এত বেশী এক্সাইটেড থাকি যার কারনে কোন রকমের পজিশন ছাড়াই ট্রেড নেই। ফলে দেখা যায় টিপি হিট করার চেয়ে এসএল হিট করে বেশী। সুতরাং আমাদের সব সময় পজিশনের জন্য অপেক্ষা করতে হবে। সব চেয়ে বড় ব্যপার হচ্ছে ধৈর্য্য ধারন করার মত যোগ্যতা থাকতে হবে।
-
খুবই কঠিন এবং একই সাথে বেশ দরকারি একটা জিনিস। আপনি যদি এই মার্কেট এ সঠিক ভাবে ঠিকে থাকতে চান তবে আপনাকে একই সাথে টার্গেট এর পাশাপাশি সব সময় প্রফিটেবল থাকতেই হবে। কারণ এখানে একবার লেগ বিহাইন্ড হলে কভারআপ করা আসলেই অসম্ভব। তাই আমি বলব প্রফিটে থাকার চেষ্টা করেন যেকোন ভাবেই।সঠিকভাবে ট্রেডিং টার্গেট বজায় রেখে ট্রেড করা বলতে মাত্র কিছু লাইনই বোঝায় না বরং অনেক গুলো লাইনের সারমর্ম বলে দিতে পারে কিভাবে আমরা টার্গেট বজায় রেখে ট্রেড করবো যেহেতু আমরা ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করতে আসছি সুতরাং ফরেক্স মার্কেটে analysis করার জন্য আমরা নতুন অবস্থায় বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ করবো,যাচাই বাছাই করবো,আমাদের মানি ম্যানেজমেন্ট/risk reward ratio ইত্যাদি বারবার বিভিন্ন ভাবে প্রয়োগ করবো,ট্রেন্ড না বুঝে ট্রেন্ডের বিপরীতে ট্রেড করতে থাকবো,support/resistance level গুলো পরিস্কারভাবে না বুঝেই ট্রেডে এন্ট্রি করতে থাকবো- ফলে আমাদের ট্রেডগুলোতে ঘন ঘন লস হতে থাকবে,প্রায়ই আমাদের অ্যাকাউন্টগুলো শূন্য হয়ে যাবে,সঠিকভাবে লিভারেজ সেট না করার জন্য আমরা প্রায়ই বড় বড় ভলিয়ম নিয়ে ওভারট্রেড করতে শুরু করে দিব এগুলো আমাদের প্রত্যেকের বেলাতেই ঘটে থাকে যা খুবই স্বাভাবিক বিষয়৷এগুলো না করলে আমরা কখনোই ফরেক্স মার্কেটে পেশাদার trader রূপে প্রতিষ্ঠিত হতে পারবো না৷
-
ফরেক্স ট্রেডিংয়ে নিজস্ব টার্গেট প্লান খুবই জরুরী।কেননা আমরা যদি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট এবং ক্যাপিটাল অনুযায়ী টার্গেট প্লান করতে পারি, তাহলে আমরা প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট উপার্জনের জন্য, ধৈর্য সহকারে কাজ করতে পারব। সেই সাথে নিয়মিত মার্কেট এনালাইসিস করে এবং সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে, সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে, আমরা লোভ উপেক্ষা করেই, প্রফিট উপার্জন করতে পারবো।ট্রেড অপেন করার পর মাঝে মাঝে বাজার দেখা উচিত। আপনি যদি এই মার্কেট এ সঠিক ভাবে ঠিকে থাকতে চান তবে আপনাকে একই সাথে টার্গেট এর পাশাপাশি সব সময় প্রফিটেবল থাকতেই হবে। কারণ এখানে একবার লেগ বিহাইন্ড হলে কভারআপ করা আসলেই অসম্ভব।
-
সঠিক টার্গেট বজায় রেখে ট্রেড করতে পারলে ভাল ফল পাওয়া যায় ফরেক্সে। কারণ অনেক সময় টার্গেট নিয়ে অর্জিত হওয়ার পরে বেশী লোভ করতে গিয়ে ব্যালেন্স জিরো হয়। এজন্য প্রয়োজন সঠিক টার্গেট নিয়ে তা বাস্তবায়ন হলেই ট্রেড ঐদিনের মত ক্লোজ করা নচেত আবার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। সেটা ছোট টার্গেট হোক আর বড় টার্গেট হোক না কেন সব সময় সঠিক টার্গেট নিয়ে এ্যান্ট্রি দিয়ে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করলে ভাল ফলাফল আসতে পারে।
-
হ্যা টার্গেট ছাড়া ফরেক্স এ টিকে থাকা যাবে না। তবে তার জন্য মানিম্যানেজমেন্ট জানতে হবে এবং পজিশন পেতে হবে। আমরা ট্রেড করার সময় এত বেশী এক্সাইটেড থাকি যার কারনে কোন রকমের পজিশন ছাড়াই ট্রেড নেই। ফলে দেখা যায় টিপি হিট করার চেয়ে এসএল হিট করে বেশী। সুতরাং আমাদের সব সময় পজিশনের জন্য অপেক্ষা করতে হবে। সব চেয়ে বড় ব্যপার হচ্ছে ধৈর্য্য ধারন করার মত যোগ্যতা থাকতে হবে।