-
ডেমো ট্রেডিং প্রেক্টিস করবেন তখন আপনাকে মনে করতে হবে এটাই রিয়েল একাউন্ট তা না হলে আপনি ভাব ভাবে শিখতে পারবেন না। ডেমো তে ট্রেডিং করার সময় আপনার যে ভুল হবে সেটা থেকে আপনি শিক্ষা নিতে পারবেন। যত বেশি ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারব । ততো বেশি আমরা ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে পারবো ।
-
হ্যা যত ডেমো করা যায় তত ই ভালো। আসলে আমাদের ধৈর্য খুব ই কম। আমরা আসলে অল্প কিছুদিন ডেমো প্র্যাকটিস করে ভুলে যাই যে আমাদের শিখা শেষ হয় নি সামনে আরো কঠিন সময়ের সাথেও মোকাবেলা করা লাগতে পারে। কেননা ডেমো ট্রেডিং রিয়েল ট্রেডিং এর মতোই। শুধু পার্থক্য একটু যে ডেমো ট্রেডিং করে যে প্রফিট পাওয়া যায় সেটা আপনি উঠাতে পারবেননা আর রিয়েল ট্রেডিং করে যে প্রফিট পাবেন সেটা উঠাতে পারবেন এটাই মুল পার্থক্য।
-
যত ডেমো করা যায় তত ই ভালো। আসলে আমাদের ধৈর্য খুব ই কম। আমরা আসলে অল্প কিছুদিন ডেমো প্র্যাকটিস করে ভুলে যাই যে আমাদের শিখা শেষ হয় নি সামনে আরো কঠিন সময়ের সাথেও মোকাবেলা করা লাগতে পারে। কেননা ডেমো ট্রেডিং রিয়েল ট্রেডিং এর মতোই। শুধু পার্থক্য একটু যে ডেমো ট্রেডিং করে যে প্রফিট পাওয়া যায় সেটা আপনি উঠাতে পারবেননা আর রিয়েল ট্রেডিং করে যে প্রফিট পাবেন সেটা উঠাতে পারবেন এটাই মুল পার্থক্য।
-
আপনি যদি ডেমো ট্রেড রিয়েল ট্রেড মনে করে করতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক বেশি শিখতে পারবেন আর আপনি ডেমোতে যে ভুল গুল করবেন রিয়েল ট্রেড এ সেই ভুল গুল করলেন না তাহলে দেখবেন আপনি যখন থেকে রিয়েল ট্রেড শুরু করবেন তখন থেকেই আপনার ইনকাম শুরু হবে তাই
-
যত ডেমো অনুশীলন করা যাবে ততই উওম । আপনি ডেমো ট্রেডে বিভিন্ন টুলস ব্যবহার করে দেখতে পারেন কোনটি ভালো কাজ করে । এছাড়া ডেমোতে ট্রেড করে আপনার অভিজ্ঞতা বাড়াতে পারেন । যা পড়ে আপনার রিয়েল েএকাউন্ট এ কাজে লাগবে । এভারে আপনি বেশি বেশি ডেমোতে ট্রেড করে সফলতা লাভ করতে পারেন ফরেক্স ট্রেডিং এ ।
-
ফরেক্স এমন একটি জায়গা যেখানে টিকে থাকা অনেক কঠিন। তবে ফরেক্স সম্পর্কে যদি ভাল জ্ঞান থাকে তাহলে ফরেক্সে সাথে টিকে থাকা যায়। আর এই জ্ঞান অর্জন করার সঅবচেয়ে ভাল মাধ্যম হল ডেমো একাউন্ট কোন লাভ বা লসের ভয় থাকে না। তাই ইচ্ছামত ট্রেডিং করা যায়। এতে ট্রেডিং সম্পর্কে ভাল জ্ঞান লাভ করা যায়। এবং পরবর্তিতে ট্রেডিং এর সময় কম ভুল হয়। তাই যত ডেমো ট্রেডিং অনুশীলন হবে ট্রেডিং সম্পর্কে তত জ্ঞান লাভ হবে।
-
যে যতো ডেমো ট্রেডিং এ দক্ষ হবে রিয়েল ট্রেডিং এ সে ঠিক ততোটাই দক্ষ হবে। আমি মনে করি ডেমো ট্রেডিং সফলাতার মূল চাবিকাঠি। যে যতো বেশি ডেমো প্রাকটিস করবে তার সফলাতার সম্ভাবনা অনেক বেশি। কমপক্ষে ৬ মাস থেকে ১ বছর ডেমো প্রাকটিস করা উচিৎ। ডেমো ট্রেডিং কে আপনার রিয়েল ব্যালেন্স ভেবে ট্রেড করুন। মনে করুন এখান থেকে আপনি ভূল করলে আপনার ব্যালেন্স শুন্য হয়ে যাবে আর ঠিক করলে আপনি প্রফিট অর্জন করবেন।
আমি বলবো যে কম পরিমান ডলার নিয়েই ট্রেড করা ভালো। সেটা ১০০ ডলার হলেই ভালো। তাতে করে আপনি অল্প পুজি নিয়ে মার্কেটে টিকে থাকার লড়াইটা ভালো করে শিখে যাবেন। আপনি তাতে বুঝে শুনে ট্রেড করবেন। আপনার মাথায় এটাই থাকবে যে আপনার পুজি অল্প এটা থেকে আপনাকে মার্কেটে টিকে থাকতে হবে, লস করা যাবেনা, ব্যলেন্স জিরো করা যাবে না। এই মানসিকতাই আপনাকে রিয়েল ট্রেডে আগিয়ে রাখবে।
-
সঠিক মন্তব্য এখানে যতই ডেমো অনুশীলন করবে একজন ট্রেডার, ততই তার ফরেক্স মার্কেটের উপর কতৃত্ব বাড়তে থাকবে আশা করা যায়। কারন এতে করে বিশেষ যে সুবিধাটা হবে সেটা হল তার টার্মিনালটা সম্পর্কে এবং এর অভন্তরে যে টুলসগুলো ও ইন্ডিকেটর গুলো রয়েছে সেগুলোর একটা বেসিক ভাল ধারনা সে ডেমো থেকেই মনে করেন পেয়ে যাচ্ছেন, এরপর আপনার সাহস অনেক বেড়ে যাবে।এবং এই সাহস তাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে।
-
যত ডেমো এবং অনুশীলন করা যাবে তত ভাল করা যাব
স্টাডির যখনি ডেমো ট্রেডিং অধ্যায় শেষ করে ফেলবেন তখন থেকেই ডেমো প্র্যাকটিস শুরু করেন। সব ব্রোকারের, ভিবিন্ন ফরেক্স সার্ভিস প্রোভাইডারদের একটি বিশাল সেক্টর হচ্ছে কারেন্সি এনালাইসিস মুলত যে যত বেশী এবং যত ভালো ইফেক্টিভ এনালাইসিস গ্রাহকদের উপহার দিতে পারবে সেই তত ভালো মার্কেট দখল করতে পারবে আর সকল ফরেক্স প্রতিষ্ঠানের লং-জাম্প কিন্তু এই এক বিষয়তে হয়।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
ফরেক্স মার্কেটে কাজ করার জন্য আপনাকে ফুললি প্রিপেয়ার্ড হয় নিতে হবে। আর নতুন অবস্থায় যত বেশি দিমু প্র্যাকটিস করবেন ততই আপনার স্কিল বাড়বে এবং আপনি অভিজ্ঞতা অর্জন করবেন। ফরেক্স মার্কেটে সফল কিংবা দক্ষ হতে হলে ডেমো অনুশীলনের কোন বিকল্প নাই। যত বেশি দেহ প্র্যাকটিস করা যেতে পারে করুন কারণ এতে আপনারই স্কিল ডেভলপমেন্ট হবে। মনের বেনিফিট অবশ্যই পাবেন।