-
ফরেক্স এ কাজ করতে হলে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন স্ট্রাটেজি ব্যবহার করাটাই উত্তম। কেননা ফরেক্স মার্কেট এ বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে গঠিত তাই একেক দেশের মুদ্রার মান একেক ভাবে চলে। সুতরাং সব স্ট্রাটেজি সব দেশের মুদ্রা কেনা বা বেচার করার ক্ষেত্রে আপনি কখনও ভালো প্রফিট অর্জন করতে পারবেন।
-
আমি সব স্ময় একটি স্ত্রাতেজি মেনে ট্রেদ করে থাকি কারন একাধিক স্ত্রাতেজি ফলও করলে কখন এই বাবসা থেকে লাভ করা যাবে না। আমাদের সব সময় মনে রাখতে হবে যে তেকনিয়াল এনালাইসিস ছাড়া এই বাবসা থেকে কোন ভাবেই টাকা আয় করা যাবে না।
-
ফরেক্স মার্কেটে আমি একটি স্টাটেজি নিয়ে কাজ করি কারন আপনি জত বেশি স্টাটেজি দেখে ফরেক্স ট্রেড করতে জাবেন তত বেশি মার্কেট সম্পর্কে সবকিছু এলমেল হয়ে যাবে তাই ফরেক্স মার্কেটে সবসময় একটি স্টাটেজি নিয়ে ট্রেড করা ভাল।
-
আসলে ফরেক্স ব্যবসা করতে হলে হিউজ নলেজ দরকার। সীমিত জ্ঞান নিয়ে এখানে কিছু করা যায় না। বিভিন্ন কৌশল সম্মন্দে ধারনা থাকতে হবে। আমি অনেক কৌশল জানি কিন্তু
যখন ট্রেড করি তখন একটা কৌশল দেখি।
-
ফরেক্স মার্কেটে সবসময় একটি স্টাটেজি নিয়ে কাজ করতে হবে বেশি স্টাটেজি নিয়ে কাজ করতে গেলে সেই ফরেক্স ট্রেডার ফরেক্স ভাল করতে পারবে না তাই সব সময় খেয়াল রাখতে হবে যে যেকোনো একটি ভাল স্টাটেজি নিয়ে কাআজ করতে হবে।
-
প্রত্যেক কাজের জন্য পরিকল্পনা আবশ্যক... পরিকল্পনা ছাড়া কোন কাজ সফল ভাবে করা সম্ভব না।। আমার স্ত্রাতেগ্য হল প্রতমে জানতে হবে তারপর শিখতে হবে এবং পরিশেষে পরিকল্পনা মোতাবেক কাজ সম্পন্ন করতে হবে...
-
আসলে একটা স্ট্রাটেজি নিয়ে ঠিকে থাকা যায় বলে আমার জানা নেই। আমি কয়েকটা সিস্টেম ফলো করে থাকি। যখন যে পেয়ারে যেটা খাটে সেটা সেখানে ব্যবহার করে থাকি। তবে আমি যে কোন সিস্টেম লাইভ মার্কেট এ ব্যবহার করার আগে ডেমোতে টেস্ট করে নেই। যদি রেজাল্ট সন্তোষজনক হয় তবেই লাইভে ব্যবহার করে থাকি।
-
হা আমি একটি ট্রাটেজিতে ট্রেড করে থাকি। কারন বেশি বেশইতে করলে আমার মনে হ্যনা ফরেক্স মার্কেটে ভাল করা যাবে। ফরেক্স মার্কেটে ভাল করতে হলে আগে ফরেক্স মার্কেটের সব কুটি নাটি বিষয়গুল জানতে হবে। তারপর ফরেক্স মার্কেটে ট্রেড করলে আপনার লস হবে না বলে আমি মনে করি।
-
আসলে আমি ফরেক্সে আছি প্রায় একবছর। যেহেতু শিক্ষানবিশ তাই এই এক বছরে স্ট্র্যাটেজির বেশ পরিবর্তন হয়েছে। কারন শিক্ষানবিশ অবস্থায় ভুল স্ট্র্যাটেজি ফলো করা হয়েই যায়। তবে ইচ্ছা আছে এখন যে স্ট্র্যাটেজিতে ট্রেড করছি এটাকেই চূড়ান্ত রূপ দেয়া।
-
প্রকৃতপক্ষে কেউই কারো আসল স্ট্রাটেজি শেয়ার করতে চাইনা । আমি জানিনা কেনইবা তারা এই রকম করেন । তবে হা, আমি ২ টা স্ট্রাটেজিতে ট্রেড করে থাকি । আর বেশি বিপদে পড়লে হেজ করে রাখি । পরে ভালো কোন পয়েন্ট পেলেই হেজ েক্লোজ করে দেই । আপনি যে স্ট্রাটেজিতেই ট্রেড করুন না কেনো আপনার ঐ স্ট্রাটেজি সম্পকে ভালো জ্ঞান থাকা আবশ্যক ।