-
ফরেক্স এ সফল হতে গেলে ৫ বছর সময় লাগে। আসলে অভিজ্ঞ হতে গেলে আপনাকে অবশ্যই প্রচুর সময় দিতে হবে। কিন্তু ফরেক্স শেখার পাশাপাশি আয় করতে পারলে এতে শেখার আগ্রহটা বাড়ে। আবার শুধু শিখা এতে কাজ শেখার তেমন আগ্রহ বাড়ে না। আমি ও প্রায় ১ বছর পর থেকে মোটামুটি লাভ করতে পারছি।আপনাকে পরিশ্রম এবং অবশ্যই প্রচুর সময় দিতে হবে । একটা কথা খুবই ভালভাবে মনে রাখবেন সফলতা কখনোই একদিনে আসেনা যে কোন কিছুতেই সফল হতে হলে আপনাকে ধৈর্য সহিত অপেক্ষা করতে হবে । সফলতার পেছনে অনেক অসফলতার গল্প থাকে । তাই আমি মনে করি যদি আপনি ফরেক্স মার্কেটের সফল হতে চান তাহলে মনোযোগ দিয়ে ফরেক্স ট্রেডিং শিখে ধৈর্য ধরে ট্রেডিং করতে থাকুন ধীরে ধীরে নিজেকে সফলতা শিখরে আপনি নিয়ে যেতে পারবেন ।ফরেক্স আসলে সবার জন্য সফলতার জায়গা নয়। তাই আসলে কেও ই বলতে পারে না যে ফরেক্স থেকে সফলতা ঠিক কত দিনে আসবে বা আসতে পারে। অনেকে আছেন এক দেড় বছরে মুটামুটি কিছুটা দক্ষ হয়ে উঠেন আবার অনেকের দুই আড়াই বছর সময় ও লেগে যায়। এটা ডিপেন্ড করে আপনার ধৈর্য আর ইচ্ছার উপর
-
ফরেক্স মার্কেটে মূল সমস্যা হচ্ছে-দীর্ঘ সময় নিয়ে এখানে trading কলা কৌশল এবং খুঁটিনাটি সব বিষয়গুলো অত্যন্ত ধৈর্যের সাথে খুব ধীরে ধীরে একটু একটু করে শিখতে হবে এবং সে গুলোকে সঠিকভাবে প্রয়োগ করে করে নিশ্চিত হতে হবে৷এটা আমাদের মেধা-বুদ্ধি-সময়-ধৈর্য ও মন মানসিকতার ওপর নির্ভর করে৷কারন আমরা সবাই যেহেতু ভিন্ন রকমের মানুষ৷তাই ফরেক্স মার্কেটে প্রতিষ্ঠিত হতে হলে সুনির্দিষ্ট কোনো ধরাবাঁধা সময় নাই৷বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সময় প্রয়োজন হয়৷তবে আপনার একটি বাস্তব,সঠিক ও কার্যকরী ট্রেডিং স্ট্রাটেজি setup করতেই সময় লেগে যাবে কমপক্ষে তিন বছর৷এটা সর্বনিম্ন সময়! অনেকেরই ৫/৬ বছর সময়ও লেগে যায়৷ফরেক্স মার্কেটে যে যত বেশি সময় দিয়ে অনুশীলন করবে সে তত বেশি অভিজ্ঞ ও দক্ষ হয়ে উঠতে৷তাই এখানে প্রচুর সময় দিতে হয়৷ফরেক্স মার্কেট এ ট্রেড করে ধারাবাহিক ভাবে লাভবান হতে হলে সময় দিতে হবে শেখার বিষয়ে। আগে ভালভাবে ফরেক্স কে বুঝে যদি মার্কেট কাজ শুরু করা যায় তাহলে সফলতা তারাতারি আসে। তবে একজন মোটামুটি ট্রেডার হতে হলেও অন্তুত ২ থেকে ৩ বছর সময় দিতে হবে। তারপর আসলে ফরেক্স মার্কেট নির্ভর করে একেকজনের ধ্যানধারনার উপর। আপনি যত বেশী তারাতারি সফল হওয়ার চেষ্টা করবেন তত লস করবেন। সুতরাং ধৈর্য্য সহকারে মার্কেট এর পরিস্থিতি ভালভাবে বুঝে রিয়েল ট্রেড করতে হবে তাহলে আপনার লস হবে কম।