Originally Posted by
Mamun13
যে কোন চাকরি বা ব্যবসার পাশাপাশি আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারব৷এতে কোন সমস্যা তো হবেই না বরং বাড়তি আয়ের একটা বিশাল সুযোগ-সম্ভাবনা রয়েছে৷ফরেক্স মার্কেটে ছাত্র-ছাত্রী,অবসরপ্রাপ্ শিক্ষিত বয়স্ক ব্যক্তি,পরিবারের শিক্ষিত গৃহিণী সহ সকল পেশাজীবীগণ ব্যবসা করতে পারেন৷যেহেতু ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে নির্দিষ্ট কোন সার্টিফিকেট,শিক্ষ গত যোগ্যতা বা বয়সের প্রয়োজন হয়না তাই নারী-পুরুষ নির্বিশেষে সকলেই এখানে স্বাধীনভাবে ব্যবসা করতে পারেন৷সেই সুযোগ এখানে রয়েছে৷তাই অন্যান্য সকল পেশার পাশাপাশি আসুন আমরা সবাই এখানে ব্যবসা করে বাড়তি কিছু আয়ের ব্যবস্থা করি৷